Awas Yojona List 2024-25 PDF Download: বাংলা আবাস যোজনার ঘরের লিস্টে দেখুন কাদের নাম রয়েছে?
Awas Yojona List 2024-25 PDF Download:
বাংলার আবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশিত হলো। বাংলার বাড়ির আবাস যোজনা প্রকল্পের ঘরের তালিকায় যাদের নাম ফাইনাল লিস্টে প্রকাশিত হয়েছে তাদের মধ্যে যেসব পরিবার যোগ্য রয়েছে সরকার থেকে এই বাড়ি পাওয়ার জন্য তাদের নাম ফাইনাল তালিকায় রাখা হয়েছে। আবাস যোজনা প্রকল্প- এর তালিকায় নাম থাকা যোগ্য পরিবারদের রাজ্য সরকার দিচ্ছে পাকা বাড়ি বানানোর জন্য 1 লক্ষ 20 হাজার টাকা। Awas Yojona List 2024-25 PDF Download
আজকের প্রতিবেদনের মাধ্যমে আমরা জানবো কিভাবে আপনারা বাংলার আবাস যোজনা প্রকল্পের ঘরের ফাইনাল লিস্টে থাকা নিজের ব্লক, গ্রাম পঞ্চায়েত অনুযায়ী নিজেদের নাম চেক করবেন? আসুন এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক।
Table of Contents
বাংলা আবাস যোজনা:
এরই মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতিটি জেলায় বাংলা আবাস যোজনার ঘরের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সত্যিই সরকার দ্বারা এই সাহায্যে প্রয়োজন কি না, সেই সম্পর্কিত যাচাই প্রক্রিয়া প্রায় শেষ হয়ে এসেছে। আর মাত্র কয়েকদিনের মধ্যেই ঢুকে যাবে বাংলার আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা।
রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় পূর্বেই জানিয়ে দিয়েছিলেন, বাংলার আবাস যোজনা প্রকল্পের যোগ্য, অযোগ্য ও যারা মৃত অর্থাৎ (Inactive) প্রত্যেকের নামের লিস্ট প্রকাশ করতে হবে। এই আদেশ মেনে আবাস যোজনা প্রকল্পে নাম থাকা পরিবারগুলো জেলা ভিত্তিক যোগ্য ও অযোগ্য সকল ব্যক্তিদের নামের লিস্ট বানিয়ে দেওয়া হয়েছে। কাদের নাম রয়েছে কাদের নাম বাতিল করা হয়েছে এক নজরে দেখে নিন। Awas Yojona List 2024-25 PDF Download
কবে দেওয়া হবে আবাস যোজনার টাকা?
বাংলার আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার রাজ্যের অসহায় পরিবারগুলোকে সাহায্যে করার জন্য 1 লক্ষ 20 হাজার টাকা সাহায্যের জন্য দিচ্ছেন। রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বাংলার আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এই ২০২৪ সালের ৩১ শে ডিসেম্বরের মধ্যে।
সেই অনুযায়ী প্রায় প্রতিটি জেলায় কাজ শুরু হয়ে গিয়েছে। বাংলা আবাস যোজনা প্রকল্পের অধীনে থাকা পরিবারগুলোর মধ্যে কারা পাঁকা বাড়ি পাবেন, সেই সমস্ত নামের লিস্ট ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। আপনি যেই জেলার বাসিন্দা সেই জেলার লিস্ট ডাউনলোড করতে হবে, এরপর সেখান থেকে ব্লক ভিত্তিক ও গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নামের লিস্ট খুজে নিতে পারবেন। আপনাদের সুবিধার্থে নিচের ধাপে ধাপে সবটা দেওয়া হলো।
আরও পড়ুন- BDO Office New Recruitment 2024: ব্লক অফিসে কর্মী নিয়োগ। কোনো পরীক্ষা ছাড়াই চলবে নিয়োগ!
কিভাবে দেখবেন বাংলা আবাস যোজনার ঘরের তালিকায় নিজের নাম?
1) প্রথমত, আপনাকে নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে পারবেন।
2) এরপর সেই অফিসিয়াল পোর্টালে থাকা Notice অপশনে ক্লিক করতে হবে।
3) তৃতীয়ত সেখানে Banglar Awas Yojana-2024 লেখার ওপরে ক্লিক করতে হবে।
4) এরপর ধীরে ধীরে আপনাদের সামনে ব্লক ভিত্তিক ঘরের লিস্ট চলে আসবে এবং সেখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন ঘরের লিস্ট।
5) অবশেষে আবাস যোজনা ঘরের লিস্ট 2024 pdf download করতে হবে এবং সেখানে নিজের নাম থেকে বিস্তারিত তথ্য দেখে নিন।
6) এছাড়াও যদি কোনরকম প্রশ্ন কিংবা অভিযোগ থাকে এই আবাস যোজনা সম্পর্কিত ঘরের লিস্ট নিয়ে তো অতিদ্রুত নিজ নিজ বিডিও অফিসে যোগাযোগ করতে পারবেন। Awas Yojona List 2024-25 PDF Download
নিজ জেলা ভিত্তিক ঘরের লিস্ট ডাউনলোড লিংক:
জেলার নাম | ঘরের লিস্ট ডাউনলোড লিঙ্ক |
হাওড়া | ক্লিক করুন |
কলকাতা | ক্লিক করুন |
পূর্ব মেদিনীপুর | ক্লিক করুন |
দক্ষিন ২৪ পরগণা | ক্লিক করুন |
উত্তর ২৪ পরগণা | ক্লিক করুন |
দার্জিলিং | ক্লিক করুন |
হুগলি | ক্লিক করুন |
কালিংম্প | ক্লিক করুন |
কোচবিহার | ক্লিক করুন |
জলপাইগুড়ি | ক্লিক করুন |
বীরভূম | ক্লিক করুন |
মালদা | ক্লিক করুন |
বাকুড়া | ক্লিক করুন |
পুরুলিয়া | ক্লিক করুন |
পশ্চিম মেদিনীপুর | ক্লিক করুন |
পূর্ব বর্ধমান | ক্লিক করুন |
মুর্শিদাবাদ | ক্লিক করুন |
আলিপুরদুয়ার | ক্লিক করুন |
উত্তর দিনাজপুর | ক্লিক করুন |
দক্ষিণ দিনাজপুর | ক্লিক করুন |
নদীয়া | ক্লিক করুন |
ঝাড়গ্রাম | ক্লিক করুন |
পশ্চিম বর্ধমান | ক্লিক করুন |
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।