Bangla Awas Yojana Survey 2024: আবাস যোজনা প্রকল্পে ঘরের জন্য বাড়ি বাড়ি গিয়ে সার্ভে শুরু হলো, কী কী প্রশ্ন করা হচ্ছে দেখুন।

Bangla Awas Yojana Survey 2024: আবাস যোজনা প্রকল্পে ঘরের জন্য বাড়ি বাড়ি গিয়ে সার্ভে শুরু হলো, কী কী প্রশ্ন করা হচ্ছে দেখুন।

Bangla Awas Yojana Survey 2024

Bangla Awas Yojana Survey 2024: বাংলায় রাজ্য সরকার পরিচালিত আবাস যোজনার টাকা পেতে চলেছেন প্রত্যেক উপভোক্তা। ইতিমধ্যেই রাজ্যের আবাস যোজনা নিয়ে বড় আপডেট এসেছে। রাজ্য সরকার গ্রামীণ অঞ্চলের বাড়ি বাড়ি মানুষের কাছে গিয়ে সার্ভে চালু করছেন। যাদের বাড়ি বা ঘর তাদের বাড়ি বা ঘর তৈরি করা জন্য টাকা প্রদান করবেন। যেসব প্রকৃত উপভোক্তা তাদের ব্যাঙ্ক একাউন্টে সরাসরি বাড়ি তৈরি করা জন্য টাকা পাঠানো হবে। এছাড়া, এই সার্ভের মাধ্যমে যারা বাংলা আবাস যোজনার অধীনে বাড়ি পাওয়ার যোগ্য নয় তাদেরকে তালিকা থেকে সরাসরি বাদ দেওয়া হবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা:

ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন বাংলার আবাস যোজনা প্রকল্পের সুবিধা নিশ্চিত করতে একটি জরুরী সার্ভে হবে। এই সার্ভেতে মূলত গ্রামীণ অঞ্চলের যেসব প্রকৃত উপভোক্তা রয়েছে তাদের অবস্থান যাচাই করা হবে, যাতে এই প্রকল্পের সঠিক বাস্তবায়ন হয়।

New Rules Over Ration Card: পশ্চিমবঙ্গ সরকার রেশন কার্ড নিয়ে আরও কড়াকড়ি দিল, এই মাস থেকেই নিয়ম বদলে যাবে।

মোবাইলে অ্যাপের:

ইতিমধ্যেই সার্ভে করার জন্য মোবাইলে অ্যাপ চালু করা হয়েছে। এই অ্যাপ ব্যবহার করে আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে পারবেন এবং যে সমস্ত উপভোক্তা বাড়ি পাওয়ার যোগ্য তাদেরকে সঠিকভাবে যাচাই করবেন। Bangla Awas Yojana Survey 2024

কী কী প্রশ্ন করা হবে সার্ভে করার সময়?

সরকারি আধিকারিকরা এই জরুরী সার্ভের সময় উপভোক্তাদের কাছে কিছু প্রশ্নের উত্তর জিজ্ঞাসা করতে পারেন। এই প্রশ্নগুলির মধ্যে অন্যতম হল-

•উপভোক্তার নিজের পাকা বাড়ি আছে কিনা?
•পরিবারের কেউ চাকরি করেন কিনা?
•পরিবারের মাসিক হয় 15000 টাকার বেশি কিনা?
•উপভোক্তা আয়কর প্রদান করেন কিনা?
•পরিবারে কোন মোটর চালিত গাড়ি আছে কিনা?
•কোন কৃষিজ সরঞ্জাম আছে কিনা?
•2.5 একর বা তার বেশি সেচযোগ্য জমি আছে কিনা?
এর আগে আবাস যোজনা সুবিধা পেয়েছেন কিনা ইত্যাদি।

কী কী নথিপত্র লাগবে?

সার্ভের সময় উপভোক্তাকে কিছু নথিপত্র জমা দিতে হবে। সেই নথিপত্রগুলি হল-

•আধার কার্ড (উপভোক্তার পরিচয় যাচাইয়ের জন্য),
•ব্যাংক একাউন্ট ডিটেলস (একাউন্ট নাম্বার সহ প্রথম পৃষ্ঠার ছবি) এবং
•উপভোক্তার সাম্প্রতিক ছবি।

Bangla Awas Yojana Survey 2024
Bangla Awas Yojana Survey 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সার্ভে করার মূল উদ্দেশ্য:

এই সার্ভের মূল উদ্দেশ্য হল-

•প্রকৃত উপভোক্তাদের খুঁজে বের করা।

•যারা এই প্রকল্পের অধীনে আসেন না তাদের বাদ দেওয়া।

•গ্রামাঞ্চলের গরিব খেটে খাওয়া মানুষ যাদের থাকার জন্য বাড়িটুকু নেই বা বাড়ির অবস্থা খুব খারাপ তাদেরকে মূলত এই প্রকল্পের অধীনে নিয়ে আসা।

•এই সার্ভের মাধ্যমে বাংলার আবাস যোজনার কার্যকারিতা বাড়ানো হবে, এতে প্রকৃত উপভোক্তারা খুব তারাতারি এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবে।

আবাস যোজনা প্রকল্পের সুবিধা কিভাবে পাবেন?

•যে সমস্ত উপভোক্তা এই প্রকল্পের অধীনে আসবেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি আবাস যোজনার ঘর বানানোর জন্য টাকা দেওয়া হবে। Bangla Awas Yojana Survey 2024

•বাংলার আবাস যোজনার মাধ্যমে গ্রামীণ অঞ্চলের মানুষরা নিজের স্বপ্নের বাড়ি বানানোর সুযোগ পায়।

*সরকার এই উদ্যোগ আরো সচ্ছল করার এবং দুর্নীতির কোন জায়গা রাখতে চাইছে না।

Bangla Awas Yojana Survey 2024
Bangla Awas Yojana Survey 2024

গুরুত্বপূর্ণ তারিখ:

বাড়িতে গিয়ে সার্ভে21 থেকে 30 October , 2024
পুনরায় চেক করা হবে14 November, 2024
উপভোক্তাদের তালিকা তৈরি করা হবে20 November, 2024
আপত্তি নিষ্পত্তি21 থেকে 27 November, 2024
গ্রামসভায় তালিকা অনুমোদন করা হবে04 December, 2024
ব্লক লেভেলে তালিকা অনুমোদন করা হবে09 December, 2024
ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তি জমা দেওয়া হবে20 December, 2024
আরও পড়ুন,Mamata Banerjee new scheme 2024: মাসে ১০০০ টাকা দেবে মুখ্যমন্ত্রী! লক্ষীর ভান্ডারের পর কোন নতুন প্রকল্প চালু করলো রাজ্য সরকার?

গুরুত্বপূর্ণ তথ্য:


আপনার বাড়ি বানানোর টাকার জন্য আর বেশি দিন অপেক্ষা করতে হবে না শীঘ্রই রাজ্য সরকারের উদ্যোগে আপনার বাড়ি তৈরীর প্রথম কিস্তির টাকা ব্যাংক একাউন্টে জমা হয়ে যাবে।

Leave a Comment