Bangla Sahayata Kendra Recruitment 2024: 2862 টি শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু।

Bangla Sahayata Kendra Recruitment 2024: 2862 টি শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু।

Bangla Sahayata Kendra Recruitment 2024

Bangla Sahayata Kendra Recruitment 2024: সরকার তরফ বিভিন্ন জনমুখী প্রকল্পগুলো জনসাধারণের জন্য চালু করেছে।সরকারের বিভিন্ন সার্ভিস পেতে জনসাধারণকে অনলাইনে আবেদন করতে হয়। এই ডিজিটাল যুগেও গ্রামের অনেক প্রান্তিক মানুষ রয়েছেন যারা অনলাইনে কাজকর্ম সম্পর্কে বেশি বুঝেও না জানেন না , এর জন্য সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য অনেক মানুষকে অন্যের উপর ভরসা করতে হয়।

সাধারণ মানুষের এই দুর্দশা কমানোর জন্য সরকারের তরফ থেকে ব্লকে ব্লকে বাংলা সহায়তা কেন্দ্র (Bangla Sahayata Kendra) খোলা হয়েছে | যেই কেন্দ্রে সাধারণ মানুষ গিয়ে সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার আবেদন করিয়ে নিতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে।

তাই এবার বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু হয়েছে । নতুন করে 1431 টি বাংলা সহায়তা কেন্দ্র চালু হতে চলেছে । এর জন্য ইতিমধ্যেই নবান্ন থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা জন্য। যে সকল অনলাইন সরঞ্জাম প্রয়োজন সেগুলি আগেই পৌঁছে গিয়েছে জেলায় জেলায়।

বর্তমানে রাজ্যে প্রায় 3500 বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে । রাজ্য সরকার সাধারণ মানুষকে আরও বেশি বেশি পরিষেবা দেওয়ার লক্ষ্যে এই বাংলা সহায়তা কেন্দ্রের নতুন শাখা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

এখন থেকে Bangla Sahayata Kendra-এর মাধ্যমে বাসিন্দারা পৌরসভার সম্পত্তি কর জমা দিতে পারবেন। তাদের আর পুরসভায় গিয়ে লাইন দিয়ে এই কাজ আর করাতে হবে না। এছাড়াও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা, বিভিন্ন প্রকল্পের আবেদন সকল কিছুই এই Bangla Sahayata Kendra গিয়ে সাধারণ মানুষ করাতে পারে।আজকের এই প্রতিবেদনে আমরা আলোচনা করবো এই Bangla Sahayata Kendra কিভাবে আবেদন করতে হয়? শূন্য পদের সংখ্যা কত ?যোগ্যতা, বেতন প্রভৃতি সম্পর্কে । Bangla Sahayata Kendra Recruitment 2024

Bangla Sahayata Kendra Recruitment 2024
Bangla Sahayata Kendra Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

পদের নাম :-

বাংলা সহায়তা কেন্দ্র ( Bangla Sahayata Kendra)।

শূন্যপদ:-


জেলা অনুযায়ী যে তালিকা পাঠানো হয়েছে সেখানে দেখা যাচ্ছে 1431 টি নতুন করে Bangla Sahayata Kendra তৈরি করা হবে, প্রতিটি কেন্দ্রে দুজন করে কর্মচারী থাকলে মোট 2862 জন কর্মী নিয়োগ হবে। তবে এর মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে 159 টি, এই জেলাতেই সব থেকে বেশি নিয়োগ হবে। এছাড়াও পশ্চিম মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলায় 100 বেশি নতুন Bangla Sahayata Kendra চালু হবে এবং অন্যান্য জেলাতেও কম বেশি শূন্য পদে নিয়োগ হবে।

শিক্ষাগত যোগ্যতা:-


Bangla Sahayata Kendra আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস করা হতে হব।

বয়সসীমা:-

আবেদনকারী প্রার্থীদের বয়স 35 থেকে 56 বছরের মধ্যে হতে হবে। এছাড়া বয়স বিষয়ে আরো বিস্তারিতভাবে জানার জন্য অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে বিস্তারিত দেখুন। আমাদের এই প্রতিবেদনে নীচের লিঙ্ক দেওয়া হয়েছে।

মাসিক বেতন:-

মাসিক 12 হাজার টাকা বেতন দেওয়া হবে।

নিয়োগ পদ্ধতি:-

প্রথমে চাকরিপ্রার্থীদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, তারপর কম্পিউটার টেস্ট হবে এবং সর্বশেষ নথিপত্র ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে । অনেক সময় Bangla Sahayata Kendra সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেও নিয়োগ করা হয় ।ইন্টারভিউ এবং নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে ওয়েবেল টেকনোলজি লিমিটেড (Webel Technology Limited)

আবেদন পদ্ধতি:-

Bangla Sahayata Kendra আবেদন করার জন্য চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে | সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে ওয়েবেল টেকনোলজি লিমিটেড । Bangla Sahayata Kendra Recruitment 2024

চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য ওয়েবেল টেকনোলজির অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন জানাতে হবে । বর্তমানে এখনও অনলাইন আবেদন শুরু হয়নি , খুব শীঘ্রই আবেদন প্রক্রিয়া শুরু হবে । যখনি অনলাইনে আবেদন শুরু হবে সেই লিংক আমরা পরবর্তী সময়ে জানিয়ে দেবো বা পরবর্তী নতুন প্রতিবেদনের মাধ্যমে জানিয়ে দেবো।

লিঙ্ক সমূহ:-

নোটিস ডাউনলোড করার লিংক :- CLICK HERE ( COMING SOON)

অনলাইনে আবেদন করার লিংক :- CLICK HERE ( COMING SOON)

আরও পড়ুন- West Bengal ICDS Recruitment 2024: 32000 শূন্য পদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হয়েছে, অনলাইনে আবেদন করুন।

Leave a Comment