Bangla Sahayata Kendra Recruitment 2024: একাধিক শূন্য পদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু হচ্ছে!
Bangla Sahayata Kendra Recruitment 2024:
পশ্চিম বাংলার বাসিন্দাদের জন্যে এই বছর চলছে এক বা দুই না একাধিক কর্মী পদের জন্য কর্মী নিয়োগ প্রক্রিয়া। আমরা সকলেই জানি বর্তমানে রাজ্যে ICDS পদের জন্য আবেদন চলছে, এবার চালু হতে যাচ্ছে Bangla Sahayata Kendra কর্মী নিয়োগ প্রক্রিয়া। জানা গিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গে প্রায় ৩ হাজারের বেশি Bangla Sahayata Kendra রয়েছে। আর এই কেন্দ্রগুলিতে রয়েছে একাধিক শূন্য পদ। সকলেই চায় বাড়ির কাছাকাছি অনলাইন সম্পর্কিত সমস্ত কাজ সম্পন্ন করতে, এই ব্যবস্থা হবে সহজ। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছেন, রাজ্যে আরও প্রায় ১৪৩১ টি Bangla Sahayata Kendra তৈরি করবেন খুব শীঘ্রই। নবান্ন থেকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বাংলায় আরও Bangla Sahayata Kendra তৈরি করার জন্য যা কিছু প্রয়োজন সব নিয়ে আসার ব্যবস্থা চলছে। Bangla Sahayata Kendra Recruitment 2024
রাজ্যের বাসিন্দাদের আরও যত ভালো পরিষেবা দেওয়া যায়, সেই দিকে তৎপর হয়েছেন রাজ্যে সরকার। সেই মতো কাজ শুরু হয়ে গিয়েছে, Bangla Sahayata Kendra কাজ করার জন্য অনলাইন যা যা সরঞ্জাম প্রয়োজন সেই সমস্ত কিছু ইতিমধ্যে জেলায় জেলায় পৌঁছে গিয়েছে। রাজ্যে যত Bangla Sahayata Kendra তৈরি হবে সেই হিসাব মতো কর্মী প্রয়োজন হবে। এই কারণ বশত খুব শীঘ্রই Bangla Sahayata Kendra কর্মী নিয়োগ শুরু হচ্ছে। তবে আজকের প্রতিবেদনের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন Bangla Sahayata Kendra কর্মী নিয়োগ সংক্রান্ত কিছু তথ্য।
Table of Contents
যোগ্যতা ও শর্তাবলী:
পদের নাম:
Bangla Sahayata Kendra
শূন্যপদ সংখ্যা:
শোনা গিয়েছে, যেহুতু পশ্চিমবঙ্গে মোট ১,৪৩১ টি Bangla Sahayata Kendra তৈরি হচ্ছে, সেই হিসেব মতো কর্মী নিয়োগ করা হবে। একটি সহায়তা কেন্দ্রে কমপক্ষে ২ জন কর্মী নিয়োগ করা হয়। সুতরাং Bangla Sahayata Kendra মোট ২৮৬২ জন কর্মী নিয়োগ চলবে। জানা গিয়েছে, দক্ষিন ২৪ পরগণা জেলাতে ১৫৯ টি সহায়তা কেন্দ্র তৈরী হচ্ছে, তো সবচেয়ে বেশি কর্মী দক্ষিন ২৪ পরগণা জেলায় নিয়োগ করা হবে। Bangla Sahayata Kendra Recruitment 2024
এছাড়াও রয়েছে মুর্শিদাবাদ ও পশ্চিম মেদিনীপুর জেলাতেও ১০০ টির বেশি সহায়তা কেন্দ্র তৈরী হবে এবং বাকি জেলাগুলোতে ১০০- এর কমেই কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা:
Bangla Sahayata Kendra কাজের জন্য ইচ্ছুক প্রার্থীর শিক্ষার মান অন্তত পক্ষে উচ্চমাধ্যমিক শিক্ষা থাকতে হবে। এর পাশাপাশি অবশ্যই প্রার্থীর কম্পিউটার বিষয় সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন।
মাসিক বেতন:
Bangla Sahayata Kendra কর্মরত একজন ব্যক্তির মাসিক বেতন সীমা রয়েছে ১২,০০০ টাকা।
নিয়োগ প্রক্রিয়া:
জানা গিয়েছে, সর্বপ্রথম আবেদনকারীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। তারপর কম্পিউটার কোর্স – এর পরীক্ষা দিতে হবে। সব ঠিক মতো সম্পূর্ণ হলেই অবশেষে প্রার্থীর ডকুমেন্টস ভেরিফিকেশন করা হবে। Bangla Sahayata Kendra Recruitment 2024
কখনো আবার ব্যতিক্রম নিয়ম হিসাবে সরাসরি ইন্টারভিউ- এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হয়ে থাকে। সেই পদ্ধতি অনুযায়ী কর্মী নিয়োগ করা হলে Webel Technology Limited- এর প্রয়োজন।
আবেদন পদ্ধতি:
Bangla Sahayata Kendra ইচ্ছুক চাকরী প্রার্থীদের অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে হবে। Webel Technology Limited- এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল লিঙ্কে ক্লিক করে একটি ফর্ম খুলবে আপনাদের সামনে। সেই ফর্মটি প্রয়োজনীয় সমস্ত তথ্য দিয়ে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করেই আবেদন করা যাবে।Bangla Sahayata Kendra Recruitment 2024
কিন্তু এখনো পর্যন্ত এই পদের জন্য আবেদন শুরু হয় নি এবং কোনো অফিশিয়াল লিঙ্ক ওয়েবসাইটে দেওয়া হয় নি। অফিশিয়াল লিঙ্ক যখনই প্রকাশ করা হবে, তা আমরা আমাদের প্রতিবেদনে তুলে ধরবো। Bangla Sahayata Kendra কাজ করতে ইচ্ছুক প্রার্থীরা অবশ্যই আমাদের ওয়েবসাইটের সঙ্গে থাকুন। সময় মতো এই পদ সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরা হবে।
আরও পড়ুন – Aadhaar Department Job Recruitment 2024: আধার দপ্তরে একাধিক পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ, এখনই আবেদন করুন।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।