Bangla Shasya Bima Application 2024: দুয়ারে শিবির শুরু হল, সব কৃষকরা ঘূর্ণিঝড়ে ক্ষতিপূরণের টাকা পাবেন।
Bangla Shasya Bima Application 2024: Shasya Bima Application 2024:
Bangla Shasya Bima From Fill Up: কিছু দিন আগে বন্যা ও ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে হুগলি জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এহেন পরিস্থিতিতে চাষিদের পাশে দাঁড়াতে জেলা প্রশাসন থেকে ‘বাংলা শস্য বিমা’-য় চাষিদের আওতায় আনার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে। তা নিয়ে বিস্তারিত তথ্য জানাবো আজকে এই প্রতিবেদনে,তাই প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।
Table of Contents
বিমান নিয়ে রাজ্যসরকারের সিদ্ধান্ত :
হুগলি জেলার 100 শতাংশ চাষিকে বিমার অন্তর্ভুক্ত করা। তাই এবার জেলা প্রশাসন ‘দুয়ারে’ শিবির চালু করার সিদ্ধান্ত নিয়েছে। সোমবার থেকেই কৃষিদপ্তর এই বিশেষ ক্যাম্প শুরু করতে চলেছে, যা জেলাজুড়ে চলবে। ইতিমধ্যে রাজ্য সরকার চাষিদের বিমার জন্য আবেদন পত্র জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছেন 30 November পর্যন্ত।
কৃষিদপ্তরের হুগলি জেলার উপকৃষি অধিকর্তা বিমান নিয়ে মক্তব্য:
কৃষিদপ্তরের হুগলি জেলার উপ কৃষি অধিকর্তা মৃত্যুঞ্জয় মদুনা জানিয়েছেন, এই মুহূর্তে আড়াই লক্ষের বেশি চাষির কাছ থেকে বিমার আবেদন পত্র সংগ্রহ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও অনেক চাষি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাঁদের বিমার আওতায় আনতে চাষিদের কাছে পৌঁছে ক্যাম্প চালানো হচ্ছে। তিনি বলেন, “বিমার সুবিধা থেকে কোনো চাষিরা যেন বঞ্চিত না হন, সেই বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই।” Bangla Shasya Bima Application 2024
কৃষিদপ্তর সূত্রে খবর:
কৃষিদপ্তরের সূত্রে জানা গিয়েছে, Agust ও Septembre মাসে আরামবাগ মহকুমায় দু’বার বন্যা দেখা দেয়, যার মধ্যে দ্বিতীয় বন্যার প্রভাব মারাত্মক ছিল। খানাকুলের দু’টি ব্লক সহ আরামবাগ, পুরশুড়া, গোঘাট-1 ও গোঘাট-2 ব্লকের কিছু অংশে চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। সেই সময় থেকেই বিভিন্ন পঞ্চায়েত অফিসে ক্যাম্প করে বিমার আবেদন পত্র সংগ্রহের কাজ শুরু হয়। কৃষিদপ্তর মনে করছে, চাষিদের প্রিমিয়ামের টাকা রাজ্য সরকারই দিচ্ছে, তাই বেশি সংখ্যক চাষিকে বিমার অন্তর্ভুক্ত করা সহজ হবে।
বিমা নিয়ে রাজনৈতিক বিতর্ক:
ঘূর্ণিঝড় ‘ডানা’র প্রভাবে ধান গাছ নুয়ে পড়ায় এবং মাঠে জল জমে থাকার কারণে ক্ষতির আশঙ্কা রয়েছে। বিমা ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্কও। বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, “বন্যা ও ঘূর্ণিঝড়ের জেরে আরামবাগ মহকুমায় চাষের ক্ষতি হয়েছে, তাই চাষিদের ক্ষতিপূরণ দেওয়া জরুরি। রাজ্য সরকার বিমার নামে প্রহসন করছে।এবারও যদি ক্ষতিপূরণ না দেওয়া হয়, তবে বিজেপি থেকে আন্দোলন করবে।” অন্যদিকে, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্বপন নন্দী দাবি করেন, “মুখ্যমন্ত্রী চাষিদের পাশে রয়েছেন। বিগত দিনেও ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। বিজেপি মিথ্যা অভিযোগ করে রাজনীতি করছে।” Bangla Shasya Bima Application 2024
হুগলি জেলায় আবেদন পত্র জমার আপডেট:
হুগলি জেলায় এ পর্যন্ত প্রায় 2 লক্ষ 50 হাজার 300 আবেদন পত্র জমা পড়েছে, যার মধ্যে 1 লক্ষ 70 হাজার আবেদন পত্র ইতিমধ্যেই পোর্টালে আপলোড করা হয়েছে।
কোন কোন জায়গায় ক্যাম্প হবে?
এবার প্রত্যন্ত এলাকার চাষিদের জন্য পঞ্চায়েত অফিস ছাড়াও স্কুল ও কমিউনিটি হলে ক্যাম্প করার পরিকল্পনা নেওয়া হয়েছে যাতে চাষিরা সহজেই ক্যাম্পে পৌঁছাতে পারেন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Bangla Shasya Bima From | Download |
Bangla Shasya Bima Apply Form 2024 Pdf | Click Here |
Official Website | Click Here |
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।