Bangla Shasya Bima Form Fill Up 2024: সকল কৃষকবন্ধুরা ফসলের টাকা পাবে, বড়ো ঘোষণা মমতার, বিস্তারিত তথ্য জেনে নিন।
Bangla Shasya Bima Form Fill Up 2024:
Bangla Sasya Bima 2024: একটানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। তার মধ্যে ডিভিসি থেকে অনিয়ন্ত্রিত জল ছাড়ার কারণে দক্ষিণবঙ্গের বহু জেলা বানভাসি হয়েছে। এই সময় বন্যার জল বহু চাষের জমিতে প্রবেশ করে চাষের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। আর এই কারনেই কৃষকদের মাথায় হাত পড়েছে।
কৃষকদের এহেন মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্যা স্থান পরিদর্শনের করার পর ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এক বড় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে মেদিনীপুর, বীরভূম, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া সহ একটানা বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত সমস্ত জেলার কৃষকরা, তাই তাদের শস্য বীমার টাকা দিবেন (Bangla Sasya Bima)।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েকদিন ধরেই বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান। এছাড়াও তিনি গত সোমবার বাঁকুড়ার বড়জোড়ার সহ পূর্ব বর্ধমানের বেশ কিছু বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে যান। সেখানে গিয়ে তিনি বন্যা কবলিত মানুষদের সাথে কথা বলেন। এছাড়াও বহু মানুষ তার সাথে কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে। তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী নিজেই। Bangla Shasya Bima Form Fill Up 2024
বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন যে, এই বন্যার ফলে পশ্চিমবঙ্গের বহু জেলার চাষাবাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের যত বিঘা জমির ফসল নষ্ট হয়েছে সেই অনুযায়ী রাজ্য সরকার কৃষকদের ক্ষতিপূরণের জন্য শস্য বীমার টাকা দেবে।
চাষাবাদের ক্ষতির পাশাপাশি যাদের মাটির বাড়ি তাদের বাড়িও ভেঙে পড়েছে বৃষ্টির জলে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেছেন যে বন্যার জল নেমে গেলে এক সমীক্ষার মাধ্যমে ঐ সমস্ত মানুষের বাড়ি তৈরি করার ব্যবস্থা করবেন জনদরদী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুখ্যমন্ত্রী সরকারি আধিকারিকদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন। বিপদের আশঙ্কা থাকলে মানুষজনকে অন্যত্র সরিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।
Table of Contents
কিভাবে বীমা করবেন?
বাংলা শস্য বীমা প্রকল্পে বীমা করানোর জন্য গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করা হয় । আপনারা আপনাদের গ্রাম পঞ্চায়েতের অফিসে গিয়ে বাংলা শস্য বিমা প্রকল্পে আবেদন করাতে পারেন। এছাড়াও আপনাদের নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে আবেদন করতে পারেন।
বীমা করার জন্য কি কি কাগজপত্র লাগবে?
•নিজের নামে জমি না থাকলে চাষের জমির আয়তন সমেত শংসাপত্র ( নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত প্রধান কর্তৃক প্রদত্ত)।
•ফসল রোপনের শংসাপত্র, সংশ্লিষ্ট ব্লক, কৃষি আধিকারিক / তার অনুমোদিত প্রতিনিধি অথবা রেভিনিউ অফিসার /রেভিনিউ ইন্সপেক্টর, ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু, ত্রাণ ও পুনর্বাসন দপ্তর কর্তৃক প্রদত্ত।
•জমির খতিয়ান অথবা পচা (সাম্প্রতিকতম) বা পাট্টা বা দলিল। •ভোটার কার্ড। •আধার কার্ড। •ব্যাংকের পাস বই।
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Official Website | Click Here |
Bsb Form 2024 Pdf | Download |
Bangla Shasya Bima Form | Download |
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।