Bangla Shasya Bima Payment 2024: রাজ্যের কৃষকদের ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংকে দেওয়া শুরু হয়ে গেছে, বিস্তারিত তথ্য জেনে নিন।
Bangla Shasya Bima Payment 2024:
Bangla Shasya Bima Payment: পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য খুবই খুশির খবর। তাদের ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক একাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে। বর্তমানে কোন কৃষকরা টাকা পাচ্ছেন? কত টাকা করে পাচ্ছেন? যাদের এখন টাকা ঢুকেনি তিলের টাকা কবে ঢুকবে? বিস্তারিত তথ্য জানাবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আলোচনা করবো।
Table of Contents
ব্যাংক একাউন্টে টাকা ঢোকার প্রমাণ:
এখানে দেখতেই পাচ্ছেন যে, কৃষকটির ফসলের ক্ষতিপূরণ হিসেবে 2108 টাকা তার ব্যাংক একাউন্টে ঢুকেছে এবং লেখা রয়েছে বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্সুরেন্স (Bajaj Allianz General Insurance) অর্থাৎ এই টাকাটি বাংলা শস্য বীমা প্রকল্পের বীমা কোম্পানির দ্বারা কৃষকটির ব্যাংক একাউন্টে পাঠানো হয়েছে। Bangla Shasya Bima Payment 2024
Asha Karmi Recruitment 2024: মাধ্যমিক পাশে নতুন করে আশা কর্মী নিয়োগ চলছে! বিস্তারিত তথ্য জেনে নিন।
কোন কৃষকরা এই টাকা পেয়েছেন ?
2024 সালের September মাস থেকে শুরু হয়েছে বাংলা শস্য বীমা প্রকল্পের আবেদন খারিফ সিজনের। যে সমস্ত কৃষকরা প্রথমের দিকে বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদনপত্র জমা করেছিল, এবং যাদের আবেদন Approved হয়ে গিয়েছিল। যে সমস্ত কৃষকদের বন্যা বা অতি বৃষ্টির কারণে ফসলের ক্ষতি হয়েছিল, বর্তমানে তাদের এই টাকা ঢুকছে।
বর্তমানে কোন কৃষকদের টাকা ব্যাংক একাউন্টে ঢুকছেনা?
বর্তমানে বাংলা শস্য বিমা প্রকল্পের আবেদন প্রক্রিয়া এখনো চলছে। আবেদন প্রক্রিয়া চলবে 30 November 2024 পর্যন্ত। যে সমস্ত কৃষকরা শেষের দিকে শস্য বিমার আবেদনপত্র জমা করেছেন। যে সমস্ত কৃষকদের ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই সমস্ত কৃষকরা বর্তমানে ক্ষতিপূরণ নির্ণয়ের কাজ চলছে। সেহেতু সেই সমস্ত কৃষকদের ব্যাংক একাউন্টে এখন টাকা দেওয়া হচ্ছে না। সমস্ত প্রক্রিয়ার পর তাদের পরবর্তী সময়ে টাকা দেওয়া হবে।
যে সমস্ত কৃষকদের টাকা ব্যাংক একাউন্টে ঢুকেনি তারা কবে টাকা পাবেন?
বাংলা শস্য বিমা প্রকল্পের ক্ষতিপূরণের টাকা দেওয়া শুরু হয়েছে 12 November 2024 থেকে। সরকার এই টাকা দেওয়া প্রক্রিয়া চলবে ধাপে ধাপে। যে সমস্ত কৃষকদের ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ক্ষয়ক্ষতি হয়েছিল সেই সকল কৃষকদের টাকা December মাসের শেষের দিকে দেওয়া শুরু হবে। এছাড়াও যে সমস্ত কৃষকদের অতিবৃষ্টি বা বন্যার কারণে ফসলের ক্ষয়ক্ষতি হয়েছিল তাদের টাকাও November মাস থেকে ধাপে ধাপে দেওয়া শুরু হয়েছে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ:
Bangla Shasya Bima Form | Download Now |
Bangla Shasya Bima Apply Form 2024 Pdf | Click Here |
Official Website | Click Here |
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।