Bangladesh Affairs News 2024: কয়েক শ’ বাংলাদেশি শরণার্থী সীমান্ত পেরোতে বাধা বললেন BSF-এর গুলি খাব, তবুও ফেরত যাব না।
Bangladesh Affairs News 2024:
বুধবার সকালে সাতকুড়া এলাকার বাসিন্দারা দেখতে পান কাটাতারহীন সীমান্তের ওপারে জড়ো হয়েছেন শয়ে শয়ে শরণার্থী। তাঁরা ভারতে প্রবেশ করার চেষ্টা করছেন। তাই দেখে এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে BSF-কে খবর দেন।
Table of Contents
Bangladesh Affairs News:
নৈরাজ্যের বাংলাদেশে কয়েক দিন থেকেই হিন্দু বিরোধী হিংসার মধ্যে কয়েক শ’ শরণার্থী প্রাণ বাঁচাতে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করলেন। তাদের BSF-এর চেষ্টায় রোখা গেলেও তারা সীমান্ত ছাড়তে রাজি নয়। বুধবার সকালে এই ঘটনা জলপাইগুড়ি জেলার মানিকগঞ্জের সাতকুড়া সীমান্তে। সীমান্তের ওপারে থাকা বাংলাদেশিদের দাবি, BSF আমাদের গুলি করে মেরে ফেলুক, কিন্তু আমারা আর বাংলাদেশে ফেরত যাব না। Bangladesh Affairs News 2024
বাংলাদেশে অরাজকতার জেরে সীমান্তে সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি রয়েছে। মোতায়েন হয়েছে বাড়তি BSF জওয়ান। এরই মধ্যে বুধবার সকালে সাতকুড়া এলাকার বাসিন্দারা দেখতে পান কাটাতারহীন সীমান্তের ওপারে জড়ো হয়েছেন শয়ে শয়ে শরণার্থী। তাঁরা ভারতে প্রবেশের চেষ্টা করছেন। এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে BSF-কে খবর দেন। BSF তাদের ভারত ভূখণ্ডে ঢুকতে বারণ করে। তার পরো সেখানেই অবস্থানে বসে পড়েন শরণার্থীরা। কোনও পরিস্থিতিতেই তাঁরা আর বাংলাদেশে ফিরে যাবেন না বলে জানিয়ে দেন। এমনকী ভারতে ঢুকে তারা BSF গুলি খেতে তৈরি বলেও মন্তব্য করেন।
শরণার্থীদের নিরস্ত করে আধিকারিকদের খবর দেন BSF জওয়ানরা। এর পর একে একে আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছতে শুরু করেন। তাঁরা বাংলাদেশি সীমান্ত রক্ষী বাহিনীর সঙ্গে বৈঠক করেন। শরণার্থীদের নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে যেতে অনুরোধ করেন।
জলপাইগুড়ি জেলার অন্তর্গত সাতকুড়া তিন দিকে বাংলাদেশ দিয়ে ঘেরা। একমাত্র রাস্তা দিয়ে হলদিবাড়ির সঙ্গে যোগাযোগ করা যায়। সীমান্তের ওপারে রয়েছে বাংলাদেশের মালকাডাঙা। সীমান্তের বেশ কিছুটা অংশে এখনও কাটাতারের বেড়া দেওয়া হয়নি। সেখানে রয়েছে চাষের জমি। সেখান দিয়েই আজ শরণার্থীরা ভারতে প্রবেশের চেষ্টা।
আরও পড়ুনঃ NJP To Katihar Train Accident News 2024: আবার একবার রেল দুর্ঘটনার শিকার উত্তরবঙ্গ!
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।