Bank FD Rates New Update 2024: দেশের প্রধান সারির ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল, দেখে নিন একঝলকে।
Bank FD Rates New Update 2024:
ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট প্রায় সব ব্যাঙ্কেই আলাদা হয়ে থাকে। কিছু ব্যাঙ্ক সেখান থেকে সুদের হার বেশি দিলেও আবার কিছু ব্যাঙ্ক রয়েছে যেখানে সুদের হার বেশ কম থাকে। তবে যদি প্রতিটি ব্যাঙ্কের সুদের হার আপনাদের জানা থাকে তবেই সেখানে নিজের হিসাব মতো আপনি বিনিয়োগ করতে পারবেন। এখানে জেনারেল সিটিজেন থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সকলেই বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকেন।
তো চলুন দেখে নেওয়া যাক দেশের প্রধান সারির ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে সুদের হারে নতুন কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে। আজকের প্রতিবেদনের মাধ্যমে তা একঝলকে দেখে নিন। Bank FD Rates New Update 2024
Table of Contents
ব্যাঙ্কগুলির ফিক্সড ডিপোজিটে সুদের হারে বদল:
SBI Bank– SBI Bank ৪৪৪ দিনের জন্য অমৃত বৃষ্টি স্কিম নিয়ে এসেছে। এখানে গ্রাহকেরা সুদের হার পাবেন ৭.২৫ শতাংশ। ১ বছরের জন্য জেনারেল সিটিজেনরা পাবেন ৬.৮০ শতাংশ সুদ, ৩ বছরের জন্য সুদের হার রয়েছে ৬.৭৫ শতাংশ। আর ৫ বছরের জন্য সুদের হার রয়েছে ৬.৫০ শতাংশ।
PNB Bank– PNB Bank ৪০০ দিনের জন্য সুদের হার দেবে ৭.২৫ শতাংশ করে। ১ বছরের জন্য ৬.৮০ শতাংশ সুদ দেবে, ৩ বছরের জন্য সুদ দেবে ৭ শতাংশ এবং ৫ বছরের জন্য সুদ দেবে ৬.৫০ শতাংশ।
Canara Bank– Canara Bank ৪৪৪ দিনের জন্য সুদের হার দেবে ৭.২৫ শতাংশ করে। ১ বছরের জন্য ৬.৮৫ শতাংশ করে সুদ দেবে, ৩ বছরের জন্য ৬.৮০ শতাংশ হারে সুদ দেবে এবং ৫ বছরের জন্য ৬.৭০ শতাংশ করে সুদ দেবে।
Bank of Baroda– Bank of Baroda ৪০০ দিনের জন্য সুদের হার দেবে ৭.৩০ শতাংশ করে। ১ বছরের জন্য ৬.৮৫ শতাংশ করে সুদ দেবে, ৩ বছরের জন্য ৭.১৫ শতাংশ করে সুদ দেবে ৫ বছরের জন্য ৬.৮০ শতাংশ করে সুদ দেবে।
HDFC Bank– HDFC Bank ৫৫ মাসের জন্য সুদের হার দেবে ৭.৪০ শতাংশ করে। এর পাশাপাশি ১ বছরের জন্য সুদ দেবে ৬.৬০ শতাংশ, ৩ বছরের জন্য সুদ দেবে ৭ শতাংশ, ৫ বছরের জন্য সুদ দিবে ৭ শতাংশ করে। Bank FD Rates New Update 2024
ICIC Bank– ICIC Bank ১৫ মাসের জন্য সুদের হার দেবে ৭.২৫ শতাংশ। ১ বছরের জন্য সুদ দিবে ৬.৭০ শতাংশ করে, ৩ বছরের জন্য সুদ দিবে ৭ শতাংশ করে, ৫ বছরের জন্য সুদ দিবে ব্যাংক ৭ শতাংশ।
আরও পড়ুনঃ SBI Clerk Recruitment 2024: স্টেট ব্যাংকে হবে ক্লার্ক নিয়োগ! জানুন আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।