Bankura Puja News 2024: শুশুনিয়াতে পাহাড়ের নীচে দুর্গাপূজার সূচনা! থিম এখনো প্রকাশ্যে তুলে ধরা হয় নি।
Bankura Puja News 2024:
বিগত কয়েক বছর থেকেই বাঁকুড়া জেলার শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতিকে শ্রেষ্ঠ পুজোর জন্য পুরষ্কৃত করা হচ্ছে। গত সোমবার ২৯/০৭/২৪ তারিখ শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি এই বছর হিসেব করে ১৬তম খুঁটি পুজো শুরু করলো।পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাঁকুড়া জেলার শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতিকে ২০১৯, ২০২১ এবং ২০২২, ২০২৩ সালে বিশ্ব-বাংলা সেরা পুজোর জন্য পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। এখন এটাই দেখার বিষয়, এই বছর কি সমান ভাবে সকলকে আশ্চর্য করবে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি। এই বছরের দুর্গা পূজার আয়োজন দেখার জন্য অপেক্ষা করে রয়েছে বাঁকুড়াবাসী সমেত পশ্চিমবঙ্গের অনেক জেলার বাসিন্দারাই। Bankura Puja News 2024
Table of Contents
বাঁকুড়া জেলার পূজো: Bankura Puja News 2024
বাঁকুড়ার জেলায় শুরু হয়ে গেলো দুর্গা পূজার আয়োজন। আগের বছরগুলোর মতো এই বছরও শুশুনিয়া পাহাড়ের নিচেই শুরু হয়ে গেল জোড়কদমে দুর্গাপুজোর আয়োজন। চারিদিকের মনোরম পরিবেশের জলাধারের এবং কাশফুল বাগানের সামনে ঢাকের তালে আনন্দে মজে আছে যেন সম্পূর্ণ বাঁকুড়াবাসী। এই বিষয়গুলি যেন এক অনবদ্য দৃশ্য তৈরি করেছে সবার কাছে। দুর্গাপুজোর আমেজ এমনিতেই বাঙালিদের শিরায় শিরায় ছড়িয়ে রয়েছে কিন্তু গত কয়েক বছর ধরে যেন সবার আগে বাঁকুড়াবাসীদের মনে ছড়িয়ে পড়েছে। প্রত্যেক বছর প্রতিটি বাঙ্গালী অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য। তার সাথে অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন নানান জায়গার পর্যটক থেকে শুরু করে বাঁকুড়ার গ্রামবাসীরা। বাঁকুড়া জেলার বাসিন্দারা শুধুমাএ শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির দুর্গাপুজোর থিমের জন্য অপেক্ষা করে থাকে না। তারা এই দুর্গাপূজার খুঁটিপুজোও দেখার জন্য বছর বছর অপেক্ষা করে থাকেন। সব কিছু দেখে মনে হচ্ছে প্রতি বছরের মতো এই বছরও বাঁকুড়ার শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির পুজোর প্রস্তুতি এখন জোড়কদমে শুরু হয়ে গিয়েছে।
গত দু’তিন-বছর থেকেই বাঁকুড়া জেলার এই পূজা শ্রেষ্ঠ পূজার জন্য পুরস্কৃত হয়ে আসছে। গত সোমবার ২৯/০৭/২৪ তারিখ এই দিনে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির ১৬তম বর্ষের খুঁটি পুজো উদ্বোধন হল। এর আগে ২০১৯, ২০২১ ও ২০২২, ২০২৩ সাল অর্থাৎ ৪ বছর পশ্চিমবঙ্গ সরকার বিশ্ব-বাংলার সেরা পুজোর জন্য সম্মানিত করেন বাঁকুড়া জেলার শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতিকে। প্রতি বছরের মতো এই বছরও কি বিশ্ব সেরা পুজোর জন্য সম্মান পাবে এই পূজো সমিতি, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বাঁকুড়াবাসী। Bankura Puja News 2024
শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির আয়োজন:
দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড়ো উৎসব, এক কথায় বাঙালিদের আবেগ হলো এই দুর্গাপূজা। বাঙালির শিরায় শিরায় সবসময় বিরাজ করে দুর্গপূজার আমেজ। বাঙালিরা যেখানেই থাকুক না কেন প্রতিবছর দুর্গাপূজোর এই কয়েকটা দিন নিজেদের জায়গায় কাটায়। যদি তেমন খুব অসুবিধা থাকে তো যেখানে বাঙালিরা থাকে নিজেদের পূজোর আয়োজন সেখানেই তৈরি করে নেয়। এর মধ্যেই শুরু হয়ে গিয়েছে চারিদিকে খুঁটিপুজো উপলক্ষে ঢাকে কাঠি পড়া। এখন যেন উৎসবপ্রিয় বাঙালির মন মা দুর্গার আগমনের পূর্বের আনন্দে আত্মহারা হয়ে ওঠে।
গত সোমবার বাঁকুড়া জেলার ছাতনা গ্রামের শুশুনিয়াতে প্রতি বছরের মতো এই বছরও পাহাড়ের নীচে খুঁটিপুজোর দ্বারা শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির ২০২৪ সালের ১৬তম দুর্গাপুজোর প্রস্তুতির শুভারম্ভ করা হলো। শোনা গেল সেখানে এই বছরের দুর্গাপূজার বাজেট রাখা হয়েছে মাত্র ১০ লাখ টাকা। মায়ের আগমন থেকে বোধন এই কয়েকটি দিন প্রতিটি বাঙ্গালীর কাছে খুবই আনন্দের। তার মধ্যে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির তরফ থেকে জানানো হয়েছে, এই বছর চতুর্থীর দিন থেকে দশমী অর্থাৎ মায়ের ভাসান পর্যন্ত পুজোর উদ্বোধন ও দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে। Bankura Puja News 2024
বাঁকুড়া সেরা পূজার থিম প্রতিষ্ঠা:
শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির তরফ থেকে এই ও জানানো হয় আগের বছর বাঁকুড়ার সেরা পুজোর থিম তৈরি করেছিলেন বিষ্ণুপুরের একজন শিল্পী। বিগত বেশ কয়েক বছর থেকেই শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি অন্যন্য অভিনব থিম ভাবনার মধ্য দিয়ে বাঁকুড়ার বাসিন্দাদের একটি সুস্থ সামাজিক বার্তা প্রদান করে যাচ্ছেন। ২০১৯ সালে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির থিম ছিল গ্রামের জীবন যাপন। এরপর ২০২১ সালে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি যে থিমের জন্যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বিশ্ব সেরা পুজোর সন্মান পেয়েছিলো সেটা হলো বৃদ্ধাশ্রম। এর পর ২০২২ সালের আর একটি অনবদ্য থিম তৈরি করা হয় যা ছিলো মাতৃঋণ। সবশেষে গত বছর ২০২৩ সালের থিম রাখা হয় কন্যাভ্রুণ রক্ষা করা, যা শুধুমাএ সম্পূর্ণ বাঁকুড়াবাসীর নয় সব জায়গা থেকে দর্শনে আসা পর্যটকদের মন ছুঁয়ে যায়। এই অন্যরকম থিম তৈরির জন্য প্রতি বছর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা আয়োজিত বিশ্ব বাংলা শারদ সম্মানে প্রথম স্থান অধিকার করে বাঁকুড়া জেলার শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি। Bankura Puja News 2024
বাঁকুড়া জেলার শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতি জানায় প্রতি বছরের মতো এই বছরের থিমও চমক লাগিয়ে দিবে সমস্ত দর্শনার্থীদের। আশা করা যাচ্ছে শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির এই বছরের থিমও সকল দর্শনার্থীদের চিত্তকে আকর্ষিত করে করবে। তবে সাথে এটাও জানিয়েছে পূজো কমিটি এখনই কোনো কিছু প্রকাশ্যে তুলে ধরতে চান না তারা অর্থাৎ এই বারের থিম সমন্ধে এখনই কিছু বলতে চান না শুশুনিয়া সার্বজনীন দুর্গোৎসব সমিতির লোকেরা। কিন্তু ছোট্টো একটা বার্তা তুলে ধরেছেন পূজো কমিটি। সেটা হলো এই বছর মন্ডপসজ্জা এবং থিমের রূপায়ন যেমন করা হবে তাতে মানুষের কাছে জনকল্যাণমূলক বার্তা পৌঁছানো হবে। Bankura Puja News 2024
Bankura District- Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।