Bankura Tour Spot 2024: শহর থেকে দূরে পাহাড় এবং জঙ্গলে ঘেরা! আকাশের বুকে মেঘের আলোয়, কম খরচে ঘুরে আসুন জায়গাটি থেকে।

Bankura Tour Spot 2024: শহর থেকে দূরে পাহাড় এবং জঙ্গলে ঘেরা! আকাশের বুকে মেঘের আলোয়, কম খরচে ঘুরে আসুন জায়গাটি থেকে।

Bankura Tour Spot 2024:

এই তপ্ত গরমে নাজেহাল অবস্থা সমস্ত রাজ্যবাসীর, গরমের পরিস্থিতি থেকে কিছুদিন রেহাই পেতে সকলেই চাইছেন শীতের আমেজ গায়ে লাগাতে।

কিছুদিনের কাজের চাপ ফেলে রেখে শীতের আমেজ একটু অনুভব করতে ঘুরে আসাই যায়। এই জায়গাটি কোথায় রয়েছে তার চারপাশের পরিবেশ- এর বর্ণনা আজকের প্রতিবেদনে উল্লেখ করা হলো।

বাঁকুড়ার ভ্রমণ কেন্দ্রের বিবরণ:

একটানা কিছুদিন বৃষ্টির কারণে কমেছে তাপমাত্রা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ এবং পশ্চিমের অঞ্চলগুলোতে। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের গায়ের সঙ্গে লেগে থাকে মেঘের সমন্বয় অতীব সুন্দর শোভা চারিদিকে বিস্তার করেছে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ শীতল স্থান গুলিই রয়েছে উত্তরবঙ্গের দিকে, যেমন- দার্জিলিং, কালিম্পং, সিকিম, ডুয়ার্স, শিলিগুড়ি, জলপাইগুড়ি প্রভৃতি। এছাড়াও রয়েছে অনেক অফবিট জায়গা যেগুলি শোভা সমন্ধে অনেকেরই জানা, আবার অনেকই জানেন না। তবে সবসময় তো দক্ষিণবঙ্গের বাসিন্দাদের উত্তরবঙ্গে ঘুরতে যাওয়ার সময় হয়ে ওঠে না বা সময় হলেও টিকিট তৎক্ষণাৎ পাওয়া যায় না। সেই ক্ষেত্রে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্যে এটি একটি সুন্দর সুযোগ, কাছে থেকে অল্প সময়ে স্বল্প খরচে ঘুরে আসার। জায়গাটি হলো বাঁকুড়ার মরুতবাহু, যেখানে আপনি অনায়াসে পেয়ে যাবেন অল্প খরচে ভালো ভাবে রাতটা থাকারও ব্যবস্থা। Bankura Tour Spot 2024

Bankura Tour Spot 2024
Bankura Tour Spot 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন- Culcatta High Court Recruitment 2024: কলকাতা হাইকোর্টে স্থায়ী কর্মী নিয়োগ, অনলাইন আবেদন করুন।

বাঁকুড়া জেলা থেকে ২০ কিমি দূরে অবস্থিত মরুতবাহু, যেখানে রয়েছে ইকোপার্ক। আর এই জায়গার সৌন্দর্যের আর একটি অন্যতম জনপ্রিয় কারণ হলো বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়। যেই পাহাড়ের সৌন্দর্য বাঁকুড়া জেলার অন্যতম আকর্ষণ। পাহাড়ে এবং জঙ্গলে ঘেরা একটা পরিবেশ এবং মেঘময় আকাশের পাশাপাশি রয়েছে কিছু ভ্রমণ যোগ্য জায়গা, যেমন – ভরতপুর গ্রাম, শিউলিবেলা গ্রাম। মরুতবাহু ইকোপার্ক- এর ভেতরে রয়েছে বাচ্চাদের খেলার জন্য নানান ব্যবস্থা ও তার সাথে আসল ঘোড়ায় চাপার মজা এবং পার্কে তৈরি কৃত্রিম পরিবেশ, যা সেখানে যাওয়া অনেক পর্যটকদের মনে জায়গা করে নিয়েছে। সবটাই পেয়ে যাবেন বাড়ির একদম কাছাকাছি অল্প সময়ের মধ্যে অল্প খরচেই। তাই আর বেশি দেরী না করে এই গরমের দিনে সপ্তাহের শেষে অথবা ছুটির দিন কাছাকাছি ঘুরে আসুন পশ্চিম অঞ্চল বাঁকুড়া জেলার মরুতবাহু ইকোপার্ক থেকে। Bankura Tour Spot 2024

Bankura Tour Spot 2024
Bankura Tour Spot 2024

আরও পড়ুন- West Bengal Economically Weaker Section : কারা EWS যোগ্য, কী কী নথিপত্র লাগবে? সুবিধা পেতে অনলাইনের আবেদন দেখে নিন ।

Leave a Comment