Bankura Youth Hostel:১০০০-২০০০ টাকা খরচের হোটেল রুমের দিন শেষ!এবার বাঁকুড়ায় 225 টাকায় মিলছে হোটেলে রুম ।
Bankura Youth Hostel
মানব জীবনে ভ্রমণ একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের দিনে ভ্রমণের দিকে ঝোঁক বাড়ছে সকলের। পশ্চিমবঙ্গের বেশ কয়েক জেলায় ভ্রমণ করার মতো সুন্দর সুন্দর জায়গা রয়েছে তার মধ্যেই জনপ্রিয় জায়গা হলো Bankura (বাঁকুড়া)।এই জেলায় বেশি কয়েকটি দেখা মতো স্পট রয়েছে যেমন – শুশুনিয়া পাহাড়, মুকুটমণিপুর- বিহারীনাথ পাহাড়, ঝিলিমিলি,জয়রামবাটী, বিষ্ণুপুরসহ বিভিন্ন আকর্ষনীয় জায়গা।এই জন্য জায়গাগুলোতে বছরের পর বছর বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। সবসময় পর্যটকরা আসেন না কারণ প্রাকৃতিক পরিস্থিতি ভালো না।
Table of Contents
বাঁকুড়া পশ্চিমের জেলা হওয়ার জন্য গ্ৰীষ্মকালে অসহ্য গরম যেমন পড়ে, ঠিক তেমনি শীতকালে জাঁকিয়ে শীত পড়ে।সেই জন্য পর্যটকদের গ্ৰীষ্মকালে খুব কম ভিড় দেখা যায় না। কিন্তু বর্ষার আগমনের প্রাক্কালে থেকেই অনেক পর্যটক থেকে যায়, বাঁকুড়ার বিভিন্ন স্থানে মনোরম পরিবেশে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য।
বিভিন্ন দেশের ও জায়গা থেকে বহু পর্যটক আসেন বাঁকুড়া। কিন্তু ঘুরতে আসা পর্যটকদের কাছে বড় একটা সমস্যা হোটেলের ভাড়া নিয়ে। কারণ তারা যদি একদিনের জন্যথাকার পরিকল্পনা করে আসেন আর যেকোনো হোটেলে এক রাত্রি থাকার জন্য তাঁদের ১০০০ থেকে ২০০০টাকা পর্যন্ত খরচ করতেই হয়। পর্যটকদের বিশেষ করে করে বাঁকুড়া জেলায় থাকতে হলে এসি হোটেল রুম ছাড়া থাকতে পারা খুব কষ্ট হবে।এই জন্য স্বাভাবিক ভাবেই হোটেল রুমে ভাড়া অনেকটায় বেশি ধার্য্য করা হয়ে থাকে। এবারে পর্যটকদের কথা মাথায় রেখে সরকারের তরফ থেকে বাঁকুড়াতেই তৈরি করা হয়েছে Bankura Youth Hostel. সেখানে এক রাত্রি থাকার জন্য মাত্র ২২৫ টাকা দিতে হবে।
সরকারের Bankura Youth Hostel থাকাতে হলে পর্যটকদের অবশ্যই বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে।এই সব নিয়মগুলো মধ্যে অন্যতম হলো smoking and drinking করার মতো কোনো কাজ করা যাবে না। এছাড়াও বেআইনি ও উ শৃংখলাভাবে রাতে থাকা যাবে না।মোটের উপর এই সরকারি হোটেলে রাত থাকতে হলে বিশেষ কয়েকটি নিয়ম মেনে চলতেই হবে। এছাড়াও এই হোটেলে রান্না করার কোনো ব্যবস্থা নেই তাই খাওয়া দাওয়া বাইরে থেকে সেরে নিতে হবে।
বাঁকুড়াতে কম বাজেটে থাকতে হলে সরকারি Bankura Youth Hostel বুকিং করুন। বুকিং করা জন্য https://ww.youthhostelbooking.wb.gov.in এই ওয়েবসাইটের গিয়ে বুক করা যেতে পারে। সরকারি Youth Hostel রয়েছে – বাঁকুড়া,বিষ্ণুপুর, রামকিঙ্কর,শুশুনিয়া, ও মুকুটমনিপুর।এই সব জায়গায় সরকারি Youth Hostel অনলাইনে বুকিং করতে পারবেন,এর পাশাপাশি ওই ওয়েবসাইটে থেকে সকল হোটেলের সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার পেয়ে যাবেন।এই ফোন নাম্বার দিয়ে পর্যটকরা যাবতীয় ব্যবস্থাপনা জানা থেকে শুরু করে বুকিং সংক্রান্ত যাবতীয় কাজ করতে পারবেন।
বাঁকুড়ায় যে সব Youth Hostel আছে সেই সব Youth Hostel এর ভাড়ার অ্যামাউন্ট কত তা জানা যাচ্ছে,এসি রুম ডবল বেড ৯৫০ টাকা ও ট্রিপল বেড ১১০০ টাকা,এসি ছাড়া ডবল বেড ৭০০ টাকা ও ট্রিপল বেড ৯০০ টাকা।এর পাশাপাশি রয়েছে ডরমেটরি ও ডিলাক্স রুম। ডরমেটরি রুমে এক রাত্রি থাকার জন্য ভাড়া দিতে হবে মাত্র ২২৫ টাকা এবং ডিলাক্স রুমে থাকতে খরচ হবে ১১৫০ টাকা।
অফিসিয়াল ওয়েবসাইট লিংক – CLICK HERE
আরও পড়ুন- Jio Airtel New Recharge Plan 2024: মোবাইলের সিমের রিচার্জের ওপর বাড়িয়ে দেওয়া হলো টাকার শুল্ক!
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।