Bengal Weather Update
Bengal Weather Update: পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে চলে আছে নিম্নচাপ। খুব ধীরগতিতে আগামী কয়েক ঘণ্টার মধ্যে এটি উত্তর ওড়িশা এবং ঝাড়খণ্ডের দিকে চলে যাবে।বাংলাদেশের নিম্নচাপ এলাকা থেকে রাজস্থানের নিম্নচাপ এলাকা পর্যন্ত অক্ষরেখা। এটি উত্তর ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে।
গতকাল সোমবার সারা দেশে প্রবেশ করেছে মৌসুমী বায়ু। নির্ধারিত সময়ের আগেই বর্ষা দেশের সমস্ত অংশ আবরণে ঢাকতে চলছে করল। মৌসুমী অক্ষরেখা রাজস্থানের নিম্নচাপ রেখা থেকে বিস্তৃত হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এর মধ্যে দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
সতর্কবার্তা:
আবহাওয়া দফতরের তরফ থেকে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা দিয়েছে। এর পাশাপাশি বাংলা ও ওড়িশা উপকূলের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছেন। এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বুধবার পর্যন্ত।
দুর্যোগে প্রভাব কতটা পড়বে?
আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গেছে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সব জেলাতেই। সাথে থাকবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতি বেগে দমকা ঝোড়ো বাতাস। শুক্রবার থেকে ফের বৃষ্টি বাড়বে। এছাড়াও জানান দুই জেলাতে অর্থাৎ দুই দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কতা।

কোন কোন জেলায় বৃষ্টির সতর্কতা জারি হয়েছে?
দক্ষিণবঙ্গে মূলত মেঘলা আকাশ। আগামী সাতদিন বৃষ্টির সম্ভাবনা। আজও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি। ৩০ থেকে ৪০ কিলোমিটার হালকা ঝড়ো হাওয়া। উপকূল ও পশ্চিমের জেলায় বৃষ্টি বেশি হবে। আজ বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পুরুলিয়া ও বাঁকুড়া জেলাতে। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমান কমবে।
ফের শুক্রবার থেকে ভারী বৃষ্টির সতর্কতা। নদীয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী বর্ষণের পূর্বাভাস।
আরও পড়ুন, Hanuman Chalisa Bengali: হনুমান চালিসা সম্পূর্ন বাংলা অনুবাদ..

বিগত প্রায় ২ বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।