Big New For ICDS 2025:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়ো ঘোষণা, আশা কর্মীরাও সরকারি স্মার্টফোন পাবে।

Big New For ICDS 2025:মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড়ো ঘোষণা, আশা কর্মীরাও সরকারি স্মার্টফোন পাবে।

Big New For ICDS 2025Big New For ICDS 2025:

পশ্চিমবঙ্গ সরকার নতুন বছরের অর্থাৎ 2025 সালের প্রথম মাসেই অঙ্গনওয়াড়ি কর্মী বা ICDS কর্মীদের জন্য সুখবর দিলেন। মুর্শিবাদদের লালবাগের হাজারদুয়ারি নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে প্রশাসনিক সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। সেখানেই তিনি আশা কর্মী বা ICDS কর্মীদের জন্য একটি চকমপূর্ণ ঘোষণা করলেন। কি এই ঘোষণা? সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি শেষ অবধি পড়ুন। Big New For ICDS 2025.

মুখ্যমন্ত্রী ICDS বা আশা কর্মীদের জন্য বড় ঘোষণা:

নতুন বছরের প্রথম মাসে মুর্শিদাবাদে সভা মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকারের তরফ থেকে আশা কর্মী ও অঙ্গনওয়ারি কর্মীদের কাজের জন্য মোবাইল ফোন দেয়াও হবে। ইতিমধ্যেই এর জন্য টেন্ডার ডাকা হয়ে গিয়েছে। খুব শীঘ্রই তাদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়া হবে।

একই দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ 2020 সালে করোনা মহামারির চলা কালীন যখন কেউ বাড়ি থেকে বের হত না তখন ওনারা বাড়ি থেকে বেরিয়ে বাড়ি বাড়ি পরিষেবা দিয়েছেন। তারা এখনও সাধারণ মানুষের জন্য পরিষেবা দিয়ে যাচ্ছেন। তাই এদের জন্যও আমরা অনেক কিছু করার কথা ভেবেছি। এবার আশা কর্মী ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বাড়ানো হয়েছে, সেই সঙ্গে তাদের হাতে মোবাইল ফোন দেওয়া হবে’।

Carbon Credit Card 2025:বিশ্বে প্রথমবার পশ্চিমবঙ্গ সরকার ‘কার্বন ক্রেডিট কার্ড’ চালু করছেন , একাধিক সুবিধা মিলবে…

মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি প্রকল্প নিয়ে মন্তব্য ও ঘোষণা:

সেই দিন ওই সভায় আশা আশা ও ICDS কর্মীদের জন্য মোবাইল দেওয়ার ঘোষণার পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পের প্রসঙ্গেও বেশ কিছু বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, একটি সার্ভে করে দেখা গিয়েছে 28 লক্ষ মানুষ বাংলার বাড়ি পেতে পারেন। এর মধ্যে 12 লক্ষ মানুষ আর্থিক টাকা পেয়ে গেছেন। বাকি 16 লক্ষ মানুষও খুব শীঘ্রই টাকা পেয়ে যাবেন। এদিনেই সেই মঞ্চ থেকে তিনি দুয়ারে সরকারের ক্যাম্পেরও ঘোষণা করেন।

মুর্শিদাবাদে হাসপাতাল তৈরীর আশ্বাস:

মুর্শিবাদদের লালবাগের হাজারদুয়ারি নবাব বাহাদুর ইনস্টিটিউশনের মাঠে প্রশাসনিক সভায় থেকে তিনি মুর্শিদাবাদের বিড়ি শ্রমিকদের উদ্দেশ্যেও এক বড় ঘোষণা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানান, মুর্শিদাবাদে বেশিরভাগ মানুষ বিড়ি শ্রমিক হিসাবে কাজ করেন। সেই সমস্ত শ্রমিকদের জন্য হাসপাতাল তৈরী করা হবে। ইতিমধ্যেই জায়গা দেখা হচ্ছে। আশা করা হচ্ছে যে, আগামী 2 বছরের মধ্যেই হাসপাতাল তৈরী হয়ে যাবে।

Big New For ICDS 2025
Big New For ICDS 2025
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

OBC শংসাপত্র নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্য:

মুখ্যমন্ত্রী আরও মন্তব্য করেন, এইটুকুই শেষ নয়, একই দিনে সেই মঞ্চে তিনি OBC শংসাপত্র নিয়েও বলেছেন। মুখ্যমন্ত্রীর মতে, ‘কোর্টের নির্দেশে যাদের OBC শংসাপত্র বাতিল হয়েছে তা নিয়ে চিন্তার কোন কারন নেই। আমরাও বড় আইজীবীদের দিয়েছি। রাজনীতি করে 26 হাজার শিক্ষকদের বাতিল করা হয়েছে। আর ওয়াকফ প্রপার্টি দখল করতে হবে, OBC রিজার্ভেশন কেড়ে নিতে হবে, NRC করতে হবে এগুলো বিজেপির কথা। আমি থাকতে ওসব আর করতে দেব না’।

আরও পড়ুন,Job Recruitment News 2025: অবশেষে রাজ্যে চাকরীর জন্য কর্মী নিয়োগ! কিভাবে আবেদন করবেন?

Leave a Comment