BSNL 4G Tower: বসতে চলেছে সীমান্তবর্তী ফাঁড়িতে।

BSNL 4G Tower: বসতে চলেছে সীমান্তবর্তী ফাঁড়িতে।

BSNL 4G Tower:

সীমান্তে মোবাইল Network-বর্জিত এলাকার BNF-NNB(সশস্ত্র সীমা বল)-এর ফাঁড়িতে BSNL-এর 4G Tower বসাচ্ছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা জুড়ে শুরু হয়েছে অনুসন্ধানের কাজ। এর মধ্যে 13টি সীমান্তবর্তী ফাঁড়িতে Tower বসানোর কাজ শুরু হয়েছে। বাকি 13টিতে অনুসন্ধান চলছে। দেশের নিরাপত্তা প্রসঙ্গে আন্তর্জাতিক সীমান্তে মোবাইল Network-এর ব্যবস্থা ‘তাৎপর্যপূর্ণ’ বলে দাবি ওয়াকিবহাল মহলের।

চিন সীমান্তের কথা মাথায় রেখে, উত্তর-পূর্ব ভারতে নতুন সড়ক থেকে রেলপথ তৈরির কাজ জোরকদমে চলছে। সূত্রের দাবি, এহেন পরিস্থিতিতে, মোবাইল Network নেই এমন সীমান্ত ফাঁড়িতে রাখা যাবে না বলেই । সূত্রের খবর থেকে দাবি করা হচ্ছে,কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী, প্রতিরক্ষা মন্দ্রী এবং টেলি-যোগাযোগ মন্ত্রী এরা এক সাথে এই কাজ করেছে। কেন্দ্রীয় সরকারের নির্দেশে সীমান্ত ফাঁড়িতে 4G Network-এর Tower বসানোর কাজ BSNL করছে। সূত্রের খবর থেকে জানা যায়, পুরো বিষয়টির তত্বাবধান করছে ভারতীয় সেনা। BSNL 4G Tower

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রথমে আলিপুরদুয়ার – জলপাইগুড়ি জেলায় আন্তর্জাতিক সীমান্তবর্তী ফাঁড়ি এলাকায় কোথায়, কোনও সংস্থারই মোবাইল Network নেই, সেই সব ফাঁড়ি চিহ্নিত করতে অনুসন্ধান করা হয়েছে। সে অনুসন্ধান থেকে উঠে এসেছে 26টি এলাকার কথা। এই এলাকাগুলো বেশিরভাগই ভূটানের সীমান্তবর্তী পাশে। হাতে গোনা কয়েকটি এলাকা ছাড়া, বাংলাদেশ সীমান্তের বেশ কয়েকটি ফাঁড়িতে কোনও না কোনও সংস্থার Network রয়েছে। অনুসন্ধানের পরে কেন্দ্র থেকে নির্দেশ দেন , তারাতারি ওই এলাকায় শক্তিশালী 4G Tower বসাতে হবে।

ভূটান সীমান্ত পাহারা দেয় ভারতীয় সেনাবাহিনী। ভারতীয় সেনাবাহিনীর 26টি ফাঁড়িতে আধুনিক 4G Tower ফাঁসানো হচ্ছে।BSNL-এর এই প্রকল্পের নাম ‘Saturation 4G’। এখন এই প্রকল্পেই অগ্রাধিকার দিতে BSNL-এর গোটা মোবাইল বিভাগ নেমে পড়েছে। বক্সা পাহাড় থেকে শুরু করে ডুয়ার্সের ঘন জঙ্গল সীমান্তবর্তী সব এলাকায় অনুসন্ধান করছে এবং Tower বসানোর পরিকল্পনা চলছে। BSNL 4G Tower

BSNL-এর ডেপুটি জেনারেল ম্যানেজার বিজয় কর্মকার বলেন, “সীমান্তবর্তী এলাকায় Saturation 4G Network বসানো হচ্ছে। সরকারের নির্দেশ অনুযায়ী, কাজ হচ্ছে।” কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির দাবি, যে সব সীমান্ত ফাঁড়িতে কোনও মোবাইল Network নেই, সেখানে Wireless তথা রেডিও অর্থবোধক শক্তির উপর ভরসা রাখতে হয়। 4G পরিষেবা থাকলে, ফাঁড়ি থেকে সরাসরি ‘Live’ তথ্য সহজেই দেওয়া-নেওয়া করা সম্ভব হবে, সীমান্তের নিরাপত্তার পক্ষে এটা খুবই জরুরি। BSNL 4G Tower

BSNL 4G Tower
BSNL 4G Tower

BSNL জলপাইগুড়ি ডিভিশনের অন্তর্গত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার কুর্তি, পানঝোরা, বিছাভাঙা, মেচবস্তি, কোদাল বস্তি, শিবচুতে Saturation 4G Tower বসানো হচ্ছে ৷ বিশেষ করে প্রত্যন্ত এলাকা যেমন আলিপুরদুয়ারের ভূতরি, দুমচি, 21 মাইল, 20 মাইল, 18 মাইল, 16 ঘড়িয়া এলাকাতেও এই Tower বসবে ।

এই বিষয়ে BSNL -এর জলপাইগুড়ি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার বিজয় কর্মকার বলেন, “ভারত সরকারের নির্দেশে আমরা ভারত-ভূটান সীমান্তের বর্ডার আউট পোস্টে নেটওয়ার্কহীন জায়গায় আমরা সার্ভে করেছি । বিশেষ করে আলিপুরদুয়ারের কালাপানি,বান্দাপানি, ভুটানঘাট, সংকোশ, কালিখোলা, রায়মাটাং, নয়াবস্তি, খোকলা, সান্তলাবাড়িতে টাওয়ার বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে । মোট নতুন 26টি Tower হবে । ভারত সরকারের 4G Saturation এখন Top Priority।”

জানা গিয়েছে, সার্ভে টিমে ছিলেন BSNL-এর জলপাইগুড়ি বিভাগের DGM বিজয় কর্মকার, স্বরূপ সরকার বীরপাড়া, SDE (মোবাইল) মহম্মদ আখতার আলি, বিতান ঘোষ (ট্রান্সমিশন), মুকেশ কুমার (JE) হাসিমারা । SSB-এর জলপাইগুড়ি সেক্টরের পক্ষ থেকে জানানো হয়েছে, Network না থাকায় সীমান্তবর্তী এলাকায় কাজের খুব সমস্যা হচ্ছিল । সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয় এই সমস্যা সমাধা করার জন্য । তাই BSNL থেকে সার্ভেও হয়ে গিয়েছে । আশা করি Network এলে এলাকার মানুষের যেমন সুবিধা হবে আমাদেরও খবরাখবর পাঠাতে সুবিধা হবে ।

জেনে নিন BSNL- এর রিচার্জ প্ল্যানগুলি:

১. BSNL- এর সবচেয়ে কম টাকার রিচার্জ প্ল্যানটি হলো ১৮ টাকার। যেখানে আপনি পাবেন ২ দিনের প্ল্যানের বৈধতায় আনলিমিটেড কল ও দৈনিক ১ জিবি ডাটা ফ্রি।

২. এরপর আপনি পেয়ে যাবেন ৮৭ টাকায় ১৪ দিনের বৈধতায় আনলিমিটেড কল ও দৈনিক ১ জিবি ডাটা ফ্রি।

৩. ৯৭ টাকার প্ল্যানের বৈধতায় থাকছে ১৫ দিনের জন্য আনলিমিটেড কল সমেত দৈনিক ২ জিবি ডাটা ফ্রি।

৪. যেখানে জিও ও এয়ারটেলে ১ মাসের সবচেয়ে কম দামি রিচার্জের প্ল্যান রাখা হয়েছে প্রায় ৩০০ টাকা সেখানে ১০৮ টাকায় BSNL- এ আপনি পেয়ে যাবেন ২৮ দিনে আনলিমিটেড কল সমেত দৈনিক ১ জিবি ডাটা।

৫. ১৮৭ টাকায় পেয়ে যাবেন ২৮ দিনের জন্য আনলিমিটেড কল ও দৈনিক ১.৫ জিবি ডাটা।

BSNL Official Website Link- Click Here

3G 4G 5G Direct Check Link- Click Here

আরও পড়ুন- Electricity Bill New Rules 2024: এবার থেকে মাসে মাসে আসবে বিদ্যুতের বিল! WBSEDCL- এর তরফ থেকে জারি করা হলো নয়া নিয়ম।

Leave a Comment