BSNL and TATA Current News 2024: সত্যিই কি রতন টাটা কিনছেন BSNL টেলিকম সংস্থা, জেনে নিন আসলে কি রয়েছে BSNL এবং TATA- এর চুক্তি?
BSNL and TATA Current News 2024:
Jio, Airtel, Vodafone – এর মতো বড়ো বড়ো টেলিকম সংস্থাগুলি হঠাৎ করেই নিজেদের সিমের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়ে তোলায় গ্রাহকেরা অনেকেই রাগে ফেটে পড়ছেন। বয়কট করতে চাইছেন জিও, এয়ারটেল, ভোডাফোনের মতো পুরনো সিমগুলিকে। ঠিক অন্যদিক BSNL টেলিকম সংস্থা তাদের সিমের রিচার্জের প্ল্যানগুলির দাম সেই সিমগুলির থেকে অনেকটাই কম রাখায় গ্রাহকেরা BSNL সিমে নিজেদের নাম্বার পোর্ট করতে চাইছেন। এমন অবস্থায় শুধুমাএ BSNL- এর নেটওয়ার্ক পরিষেবার কথা চিন্তা করেই পিছিয়ে আসছে সাধারণ মানুষেরা। কারণ আমরা সকলেই জানি BSNL – এর নেটওয়ার্ক পরিষেবা jio, Airtel সিমগুলির মতো এতো ভালো পরিষেবা দিতে পারে নি এখনও পর্যন্ত। BSNL and TATA Current News 2024
তবে এরই মাঝে শোনা যাচ্ছে মোদী সরকার BSNL টেলিকম কোম্পানিটিকে TATA – এর মতো বড়ো ও বিশ্বাসযোগ্য ও শক্তিশালী কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে। আর আমরা সকলেই জানি, TATA বিশ্বের একটি বড়ো ও ভরসাযোগ্য নামী দামী কোম্পানি। যদি সত্যিই এই BSNL টেলিকম সংস্থা সরকারের হাত থেকে TATA – এর মতো একটি বড়ো প্রাইভেট কোম্পানীতে পৌঁছায় তো সেই ক্ষেত্রে সম্পূর্ণভাবে আশা করা যায় গ্রাহকেরা এরপর থেকে BSNL- এর নেটওয়ার্ক পরিষেবা ভালো পাবেন। কিন্তু বিষয়টির এখনও কোনো অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে নি, শুধুমাএ শোনা যাচ্ছে এদিক সেদিক থেকে। তাই এখনও পর্যন্ত এই বিষয়টির সত্যতা প্রমাণ হয় নি। BSNL and TATA Current News 2024
Table of Contents
BSNL এর সাথে TATA এর চুক্তি:
BSNL সিম এবং TATA কোম্পানির এই চুক্তি বিষয়টা সত্যি রয়েছে, কিন্তু সেটা BSNL টেলিকম কোম্পানিটি কিনে নেওয়ার জন্য নয়। জিও, এয়ারটেল এই চলতি সিম গুলির মতো BSNL টেলিকম সংস্থার ইন্টারনেট পরিষেবার গতি বাড়িয়ে তোলার জন্য। TCS অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস BSNL টেলিকম সংস্থার সঙ্গে ১৫০০০ কোটি টাকার চুক্তি বদ্ধ রয়েছে। এই চুক্তির একটাই উদ্দেশ্য বাজারে আবার BSNL টেলিকম কোম্পানির নিজস্ব জায়গা গড়ে তুলতে সাহায্য করা। অর্থাৎ BSNL- এর 3G ও 2G পরিষেবা শেষ করে সমগ্র ভারতে BSNL- এর 4G ইন্টারনেট পরিষেবা ব্যবস্থা চালু করা তার সাথে যদি তেমন ভাবে BSNL সিমের 4G নেটওয়ার্ক পরিষেবা বাজারে জমিয়ে বসে খুব শীঘ্রই BSNL- এর 5G নেটওয়ার্ক পরিষেবা চালু করা হবে বলে জানানো হয়েছে।
TATA এবং BSNL- এর ১৫০০০ কোটি টাকার চুক্তি কি রয়েছে?
TATA BSNL টেলিকম সংস্থার সাথে ১৫০০০ কোটি টাকার চুক্তিটি ঠিক করার পাশাপাশি TCS অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস একটি ডাটা সেন্টার তৈরি করে তুলেছে ভারতবর্ষে।প্রকাশ্যে আসা তথ্যও অনুযায়ী জানা গিয়েছে, TATA ৪ টি কারণে ভারতবর্ষে তাদের ডাটা সেন্টার তৈরি করবে এবং তার পাশাপাশি সম্পূর্ণ দেশ জুড়ে BSNL টেলিকম সংস্থার 4G ইন্টারনেট পরিষেবাকে আগের তুলনায় অনেক উন্নত করে তুলবে। এর পাশাপাশি TATA কোম্পানি আশ্বস্ত দিয়েছে BSNL টেলিকম সংস্থার একটি বড়ো ইউনিট TCS অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস ১০০০ টি গ্রামের মধ্যে BSNL এর 4G নেটওয়ার্ক পরিষেবা চালু করতে সাহায্য করবে। এছাড়াও গ্রামীণ অঞ্চলগুলিতে উচ্চ-গতিতে যাতে ইন্টারনেট পরিষেবা বজায় থাকবে সেই দিকেও লক্ষ্য রাখবে। BSNL and TATA Current News 2024
সংহাতিক বিপদে মুখে Jio ও Airtel:
টাটা কনসালটেন্সি সার্ভিস অর্থাৎ TCS সঙ্গে BSNL টেলিকম সংস্থার এই চুক্তি অনেকটা ভারী পড়তে চলেছে jio এবং Airtel টেলিকম কোম্পানির ওপর। এই চুক্তির কারণে যেমন BSNL টেলিকম সংস্থার যেমন ইন্টারনেট পরিষেবা উন্নতি সাধন করবে অন্যদিকে তেমনি TATA – এর মতো শক্তিশালী কোম্পানির সাথে BSNL যুক্ত থেকে অনেকটাই বিপদের মুখে পড়তে হবে Reliance Jio এবং Airtel-এর মতো প্রাইভেট টেলিকম কোম্পানিগুলিকে। জিও ও এয়ারটেল কোম্পানিগুলি রিচার্জের প্ল্যানগুলির দাম বাড়ানোর পর থেকেই গ্রাহকেরা সস্তায় রিচার্জ প্ল্যান চাইছে। আর ঠিক সেই সময় গ্রাহকদের কাছে বাজিমাত করে নিচ্ছে BSNL টেলিকম সংস্থার। তার সাথে বর্তমানে যুক্ত হয়েছে TATA- এর মতো বড়ো শক্তিশালি কোম্পানি। যার ফলে জোড় বাড়ছে BSNL- এর এবং ততটাই সমস্যায় পড়তে চলেছে জিও ও এয়ারটেল। কারণ সকলেই জানে যদি সত্যিই TATA এবং BSNL কোম্পানির এই চুক্তি কার্যকারী হয়ে থাকে তো সেই ক্ষেত্রে BSNL নেটওয়ার্ক পরিষেবা আগের তুলনায় অনেকটাই ভালো দিবে এবং তার সাথে থাকবে কম খরচে মোবাইল রিচার্জ প্ল্যানগুলি। যা এই আগুন বাজারে গ্রাহকদের অনেকটাই স্বস্তি দিবে। ফলে একটা সময় এমন হতেই পারে চাপে পড়ে জিও ও এইয়ার্টেলের অর্ধেক গ্রাহক সংখ্যা কমে আসছে যেটা অনেকটাই ক্ষতি করবে jio এবং Airtel টেলিকম কোম্পানির। BSNL and TATA Current News 2024
Jio ও Airtel থেকে BSNL- এ পোর্ট করাতে ইচ্ছুক গ্রাহকেরা:
Jio, Airtel সমেত অন্যান্য সিম কোম্পানিগুলির ধারণা আগের তুলনায় তাদের ব্যবসা অনেকটা কমে এসেছে। যার কারণে হঠাৎ কম সময়ের মধ্যে সরাসরি ১২ শতাংশ থেকে ২৫ শতাংশ দাম বাড়িয়ে তুলেছে বর্তমানে ভারতের এই বিখ্যাত Jio ও Airtel, VI সিম কোম্পানিগুলি। যার কারণে অনেকটাই অস্বস্তিতে রয়েছেন Jio ও Airtel, VI এই সিম কোম্পানিগুলির গ্রাহকেরা। এমনকি ক্ষোভে পড়ে অনেক গ্রাহকেরাই Boycott Jio এবং All EYES ON BSNL এর মতো হ্যাসট্যাগুলি ব্যবহার করছিলো ।BSNL ও ভারতের অনেক পুরোনো টেলিকম সংস্থা, কিন্তু সেভাবে এতোদিন গ্রাহকদের ইন্টারনেট পরিষেবা দিয়ে উঠতে পারে নি। যার কারণে অনেকটাই পিছিয়ে পড়েছিলো BSNL টেলিকম সংস্থা। কিন্তু Jio ও Airtel প্রাইভেট টেলিকম কোম্পানির এমন সিদ্ধান্তে রুষ্ট গ্রাহকেরা নিজেদের সিম কার্ডগুলিকে BSNL সিমে পোর্ট করাতে চান। BSNL and TATA Current News 2024
এবার বেশিরভাগ গ্রাহকেরাই পিছিয়ে আসছে শুধুমাএ এটাই ভেবে যে, BSNL টেলিকম কোম্পানির নেটওয়ার্ক পরিষেবা অতটা ভালো নয়। যাদের সাইবার ক্যাফে রয়েছে বা দিনের বেশিরভাগ কাজটাই ইন্টারনেট পরিষেবার ওপর নির্ভর করেই চলতে হয়, তাদের জন্য অনেকটাই অসুবিধার বিষয়। চাইলেও সেই সমস্ত গ্রাহকেরা নিজেদের সিমগুলিকে BSNL – এ পোর্ট করতে পারছেন না শুধুমাএ BSNL এর ইন্টারনেট পরিষেবা jio ও Airtel এর থেকে অনেকটাই কম জোড়ি হওয়াতে। কিন্তু TATA কোম্পানি যদি খুব শীঘ্রই কাজ শুরু করে দেয় সম্পূর্ণ দেশে তো আশা করা যায় Jio ও Airtel – এর মতোই অথবা তার থেকেও ভালো একসময় ইন্টারনেট পরিষেবা দিবে BSNL টেলিকম সংস্থা। আর এখন গ্রাহকেরাই সেই ব্যবস্থারই অপেক্ষায় রয়েছে যে কবে সত্যিই বাজারে নিজের জায়গা তৈরী করবে BSNL টেলিকম কোম্পানি। তার পাশাপাশি গ্রাহকেরাও নিজেদের সিমগুলিকে পোর্ট করতে পারবে BSNL সিম কার্ডে। BSNL and TATA Current News 2024
TRAI Official Website- Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।