BSNL New Recharge Plans 2024: দুর্গা পূজা উপলক্ষে BSNL নিয়ে এলো বড়ো ধামাকা অফার! দেরি না করে এক্ষুনি জানুন কি এই পূজো স্পেশাল অফার।

BSNL New Recharge Plans 2024: দুর্গা পূজা উপলক্ষে BSNL নিয়ে এলো বড়ো ধামাকা অফার! দেরি না করে এক্ষুনি জানুন কি এই পূজো স্পেশাল অফার।

BSNL New Recharge Plans 2024:

জিও ও এয়ারটেল সহ সমস্ত বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের সিমের রিচার্জ প্ল্যান গুলোর দাম বাড়িয়ে তোলায় অনেকটা বেশি অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সাধারণ মানুষদের। আর আমরা সকলেই জানি, এই পরিস্থিতিতে BSNL টেলিকম সংস্থা নিজেদের রিচার্জ প্ল্যান গুলোর দাম অনেকটা সস্তা রাখায় গ্রাহকেরা কিছুটা বাধ্য হয়েই BSNL- এ নিজেদের নাম্বার পোর্ট করতে শুরু করেছেন।

এই পরিস্থিতির সুযোগ নিয়ে বা বলা যায় BSNL টেলিকম সংস্থা তাদের গ্রাহকদের দূর্গা পূজার উপহার হিসেবে BSNL সিম কার্ড রিচার্জের নতুন স্পেশাল অফার বাজারে সকল গ্রাহকদের সামনে তুলে ধরলো।

BSNL New Offer:

যখন থেকে অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলো নিজেদের রিচার্জের প্ল্যানগুলোর দাম বাড়িয়ে তুলেছে তখন থেকে বাজারে BSNL নিজেদের জায়গা বজিয়ে তোলার চেষ্টা করে চলেছে। তার মধ্যে এখন প্রায় বেশিরভাগ গ্রাহকেরাই নিজেদের সিম কার্ডগুলি BSNL- এ পোর্ট করতে শুরু করেছেন, জানা গিয়েছে ইতিমধ্যে অনেক গ্রাহকরাই আছে যারা জিও ও এয়ারটেল বা অন্যান্য বেসরকারি টেলিকম সংস্থাগুলোর সিম ব্যবহার করত, তারাও BSNL – এ নিজেদের সিম পোর্ট করে নিয়েছেন। আর এখন তো চারিদিকে BSNL – এর 4G নেটওয়ার্ক পরিষেবা দেওয়ারও কাজ চলছে দেশে। যার ফলে অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন BSNL গ্রাহকেরা। এই কারণে এবছর বাঙালিদের সবচেয়ে বড়ো উৎসব দূর্গা পূজায় BSNL টেলিকম সংস্থা নিয়ে আসতে চলেছে পূজা বাম্পার বিশাল বড়ো অফার। আসুন বেশি দেরী না করে জেনে নেওয়া যাক কী এই পূজা বাম্পার স্পেশাল অফার। BSNL New Recharge Plans 2024

BSNL New Recharge Plans 2024
BSNL New Recharge Plans 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL Special Recharche Plans:

জিও, এয়ারটেল সমেত বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থাগুলির রিচার্জ প্ল্যান বাড়িয়ে দেওয়ায় সুযোগের সদ্ব্যবহার করলেন BSNL টেলিকম সংস্থা। টেলিকম সংস্থার বাজারে নিজের জায়গা বজিয়ে রাখতে গ্রাহকদের জন্য একটি দূর্দান্ত রিচার্জ প্ল্যান নিয়ে এলো রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL। BSNL- এর নতুন রিচার্জ প্ল্যানটি ৩৯৭ টাকার একটি রিচার্জ প্ল্যান, যা বাজারে গ্রাহকদের সুবিধার্থে নিয়ে এসেছে এই BSNL টেলিকম সংস্থা। ৩৯৭ টাকার এই রিচার্জ প্ল্যানের বৈধতা রাখা হয়েছে একটানা ১৫০ দিন। অর্থাৎ একবার এই ৩৯৭ টাকার প্ল্যানটি রিচার্জ করলেই আপনি পেয়ে যাবেন একটানা ৫ মাসের দীর্ঘ মেয়াদী রিচার্জের সুবিধা। এছাড়াও ৩৯৭ টাকার এই রিচার্জ প্ল্যানের মধ্যে রয়েছে অনেক রকমের সুযোগ-সুবিধা। যা জানলে আপনারা সকলেই আশ্চর্য হবেন। তবে দেরি কিসের আসুন জেনে নেওয়া যাক পূজা স্পেশাল BSNL – এর ৩৯৭ টাকার রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত বিষয়সূচী।

BSNL-এর রিচার্জ প্ল্যান ৩৯৭ টাকা:

সব বেসরকারি টেলিকম সংস্থাগুলি নিজেদের সিমের রিচার্জ প্ল্যানগুলির দাম বাড়িয়ে তোলায় বেশিরভাগ গ্রাহক এখন নিজেদের সিম BSNL- এ পোর্ট করতে শুরু করেছেন। এই অবস্থায় বাজারে নিজেদের জায়গা বজায় রাখতে BSNL টেলিকম সংস্থা নিয়ে এলো বিশাল বড়ো অফার। অবশ্য বলাই যায়, বর্তমানে গ্রাহকেরা BSNL নেটওয়ার্ককে বেছে নেওয়াতে BSNL টেলিকম সংস্থা তার গ্রাহকদের রিচার্জ প্ল্যানে পূজো স্পেশাল অফার দিচ্ছে। শুধুমাএ ৩৯৭ টাকা রিচার্জ করলেই BSNL গ্রাহকেরা পেয়ে যাবেন একটানা ১৫০ দিনের বৈধতা অর্থাৎ ৫ মাসের রিচার্জের সুবিধা। এছাড়াও এর মধ্যে রয়েছে প্রথম ১ মাস অর্থাৎ ৩০ দিনের আনলিমিটেড ভয়েস কলের সুবিধা যে কোন নেটওয়ার্কে। তার সাথে রয়েছে প্রথম ৩০ দিনের দৈনিক ১০০টি SMS- এর সুবিধা। এর সাথে প্রথম ৩০ দিন আপনি পাবেন দৈনিক ২ জিবি করে ইন্টারনেট পরিষেবার সুবিধা। BSNL New Recharge Plans 2024

তবে এর মধ্যে কিছু ব্যতিক্রম রয়েছে, যেমন- প্রথম ১ মাস গ্রাহকেরা উল্লেখিত সমস্ত সুবিধা পাবে কিন্তু তার পরের মাস থেকে ৩৯৭ টাকার এই প্ল্যান অনুযায়ী কলিং- এর সুবিধার জন্য লোকাল কলের ক্ষেত্রেও প্রতি ১ মিনিটে ১ টাকা করে খরচ হবে। তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ বা নরমাল ভিডিও কলের ক্ষেত্রে এই খরচ পড়বে ১ মিনিটে দুই টাকা। শুধুমাএ তাই নয়, STD কলিং- এর ক্ষেত্রে এক মাস পর থেকে এই খরচ পড়বে ১ মিনিটে ১ টাকা ৩০ পয়সা। একই সঙ্গে একমাস পর থেকে এই রিচার্জ প্ল্যান অনুযায়ী মেসেজের ক্ষেত্রে খরচ হিসাবে ৮০ পয়সা দিতে হবে। এর পাশাপাশি ন্যাশনাল মেসেজের ক্ষেত্রে খরচ পড়বে ১ টাকা ২০ পয়সা ও ইন্টারন্যাশনাল মেসেজ পাঠাতে খরচ পড়বে ৬ টাকা।

আরও পড়ুন- WB Govt Job Recruitment 2024: উত্তর দিনাজপুর জেলায় সমাজকর্মী সহ বিভিন্ন পদে রয়েছে কাজের সুযোগ! দেখুন বিস্তারিত তথ্য।

Leave a Comment