BSNL Package New Update 2024: BSNL- এ আসলো ধামাকা অফার! সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, ১০৫ দিনে মিলবে নানান সুযোগ।
BSNL Package New Update 2024:
আমরা সকলেই জানি Jio, Airtel, Vodafone এবং Idea প্রতিটি টেলিকম সংস্থাগুলী জুলাই মাস থেকে তাদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে। যার কারণে গ্রাহকদের অনেকটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এর ফলস্বরুপ Jio, Airtel, Vodafone এবং Idea সিমের প্ল্যানের দাম বাড়ার সাথে সাথে গ্রাহকেরা কম খরচের রিচার্জ- এর প্ল্যানগুলির সন্ধান করছেন। এই পরিস্থিতিতে BSNL টেলিকম সংস্থা বাজারে নতুন করে নিজের জায়গা তৈরীর পরিকল্পনা করে এবং সেই অনুযায়ী কাজেও লেগে পড়ে। এই সময় সরকারী কোম্পানি BSNL অনেক কম বাজেটের বিভিন্ন রিচার্জ- এর প্ল্যানের অফার গ্রাহকদের সামনে তুলে ধরলো। BSNL Package New Update 2024
BSNL- এর এই রিচার্জ প্ল্যানগুলোতে কম দামে অনেক বেশি সুবিধা দেওয়া হচ্ছে। তার মধ্যে এমনই একটি BSNL রিচার্জ প্ল্যান গ্রাহকদের কাছে অনেকটাই বেশি পছন্দের হয়ে উঠেছে। BSNL যেই প্ল্যানটি খুব অল্প সময়ে গ্রাহকদের কাছে অনেকটা বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। BSNL- এর এই ১০৫ দিনের প্ল্যানের বৈধতার মধ্যে রয়েছে একগুচ্ছ ডেটা তার সাথে রয়েছে আরও অনেক রকম সুবিধা। তো আসুন বেশি দেরী না করে জেনে নেওয়া যাক BSNL- এর এই নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে বিস্তারিত তথ্য।
Table of Contents
BSNL- এর ১০৫ দিনের রিচার্জ প্ল্যান:
ভারতের অন্যতম বিখ্যাত টেলিকম সংস্থা BSNL কোম্পানির সিম গত কয়েক মাস থেকেই লক্ষ লক্ষ গ্রাহকদের মনে জায়গা করে নিয়েছে। যার কারণে হিসাব করে দেখা যাচ্ছে বর্তমানে BSNL গ্রাহক সংখ্যা আগের তুলনায় অনেকটাই এগিয়েছে। তো আজকে আমরা জানবো BSNL টেলিকম কোম্পানির নতুন রিচার্জ প্ল্যান সর্ম্পকে যা ইতিমধ্যে গ্রাহকদের অনেকটা প্রিয় হয়ে উঠেছে। BSNL- এর এই রিচার্জ প্ল্যানে রয়েছে ১০৫ দিনের বৈধতা সঙ্গে আরও অনেক কিছু। ১০৫ দিনের বৈধতা অর্থাৎ প্রায় তিন মাসের বেশি বা বলা যায় সাড়ে তিন মাস পর্যন্ত একটানা রিচার্জ প্ল্যান। মানে সাড়ে তিন মাস পর্যন্ত একটানা আনলিমিটেড ভয়েস কলিং- এর সুবিধা আবার যে কোনো নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং- এর সুবিধা রয়েছে। একই সঙ্গে থাকছে প্রতিদিন ১০০ টা করে SMS – এর সুবিধা ও প্রতিদিন 2 জিবি হাই স্পিড ডেটা ফ্রি। এই পুরো প্যাকেজে মোট ২১০ জিবি ডেটা ফ্রি পাওয়া যাবে। এছাড়াও রয়েছে আরও একটি বড়ো চমক, প্রতিদিনের ফ্রি ডেটা সীমা শেষ হয়ে যাওয়ার পরও ইন্টারনেট শেষ হবে না পুরোপুরি বরং ইন্টারনেট স্পিড কমে 40kbps হয় যাবে। এই পুরো রিচার্জ প্ল্যানটির দাম হলো মাত্র ৬৬৬ টাকা। এবার একবার ভেবে দেখুন ৬৬৬ টাকায় সাড়ে তিন মাস আনলিমিটেড কলিং প্রতিদিন ১০০ টা করে SMS ফ্রি তার ওপর প্রতিদিন ২ জিবি ডেটা। মনে করা হচ্ছে গ্রাহকদের জন্য এটি একটি সুলভ মুল্যের রিচার্জ প্ল্যান।
আরও পড়ুন- Bangla Shasya Bima Status Check 2024: আপনি ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা তা চেক করুন।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।