BSNL Sim Card New Update 2024: বাজারে চাহিদা বাড়লো BSNL-এর। এইদিকে গ্রাহকদের হতাশায় ফেললো Jio, Airtel and VI

BSNL Sim Card New Update: বাজারে চাহিদা বাড়লো BSNL-এর। এইদিকে গ্রাহকদের হতাশায় ফেললো Jio, Airtel and VI

BSNL Sim Card New Update 2024:

মুকেশ আম্বানির কথা মতো ৩ রা জুলাইয়ের পর রিচার্জের দাম প্ল্যানগুলির বাড়লো জিও, এয়ারটেল। সেই দেখাদেখি ভোডাফোন এবং আইডিয়া সিমের রিচার্জ প্ল্যানগুলিরও দাম বাড়িয়ে দেওয়া হলো। সেই জায়গায় সুবিধা নিল BSNL সিম কার্ড। BSNL সিমের রিচার্জ প্ল্যানগুলির দাম না বাড়িয়ে একই রাখা হয়েছে। উপরন্তু এতদিন থেকে যেখানে BSNL- এর 3G এবং 2G নেটওয়ার্ক পরিষেবা চলতো তার পরিবর্তে বাজারে নিয়ে আসা হলো 4G নেটওয়ার্ক পরিষেবার ব্যবস্থা। যেখানে জিও, এয়ারটেল এবং অন্যান্য মোবাইল সিমের রিচার্জের প্ল্যানগুলির দাম বাড়িয়ে দেওয়ায় অসন্তুষ্ট গ্রাহকেরা, সেখানেই তার সুবিধা নিলো BSNL টেলিকম সংস্থা।

রিচার্জের দাম কেন বাড়ালো জিও, এয়ারটেল সমেত অন্যান্য সিমগুলি?

গত কয়েক মাস থেকেই শোনা যাচ্ছিল জিও, এয়ারটেল, ভিআই সিম কার্ডের রিচার্জের প্ল্যানগুলির দাম বৃদ্ধি করা হবে। জিও, এয়ারটেল, ভিআই দেশের তিনটি বড়ো টেলিকম সংস্থার যৌথ সিদ্ধান্ত মেনে এই মোবাইল সিমের রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করা হয়েছে সরাসরি ১২ শতাংশ থেকে ২৫ শতাংশ। দেশের এই তিন বৃহত্তম টেলিকম সংস্থা ব্যবসায় লাভ ক্ষতির হিসাব করতে গিয়ে লক্ষ্য করেছে গত কয়েক মাস ধরে প্রায় ১ বছর ধরেই তেমন কোনো রকম ব্যবসায় লাভ নেই। আর এই ব্যবসার এই কারণটিকে প্রাধান্য দিয়ে বিশ্বের এই তিনটি বৃহত্তম টেলিকম সংস্থা নিজেদের কোম্পানির মোবাইল সিমের রিচার্জের প্ল্যানগুলির দাম বাড়িয়েই দিলো গত ৩ রা জুলাইয়ের পর। BSNL Sim Card New Update 2024

BSNL- এর সুবিধা কি রয়েছে?

দেশের এই তিন বৃহত্তম টেলিকম সংস্থা নিজেদের কোম্পানির মোবাইল সিমের রিচার্জের প্ল্যানগুলির দাম বাড়িয়ে দেওয়ায় হয়তো ব্যবসায় লাভ হবে তাদের। কিন্তু এই সুযোগে বাজারে সুবিধা নিয়ে নিলো BSNL। কারণ অন্যান্য মোবাইল সিম কার্ডের রিচার্জের প্ল্যানগুলির দাম বৃদ্ধি পেলেও একই আছে BSNL সিমের রিচার্জ প্ল্যানগুলির দাম। আগে BSNL- এর গ্রাহক সংখ্যা তেমন কিছু বেশি ছিলো না বা থাকলেও নেটওয়ার্ক পরিষেবা খারাপ চলাতে গ্রাহকেরা নিজেদের মোবাইল সিম কার্ডগুলি অন্যান্য সিম কার্ডগুলিতে পোর্ট করে নিয়েছিলো। কিন্তু ২০২৪ এর অর্থাৎ চলতি বছরের গত এপ্রিল মাসে BSNL- এর 4G টাওয়ারের সংখ্যা ছিল ৩,৫০০। তা বাড়িয়ে দিয়ে এই ২ মাসের মধ্যে BSNL- এর 4G টাওয়ারের সংখ্যা হয়েছে প্রায় ১০,০০০- এরও বেশি। এছাড়াও BSNL কোম্পানির কর্তৃপক্ষ জানিয়েছে যদি তাদের গ্রাহক সংখ্যা আগের তুলনায় বেশি হয় তো সেক্ষেত্রে পরবর্তীতে তারা 5G নেটওয়ার্ক পরিষেবা চালু করার ব্যবস্থা করবে। BSNL Sim Card New Update 2024

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

জিও, এয়ারটেল, VI এই সব সিমগুলি অনেক পুরোনো তেমনই অনেক পুরোনো সিম হলো BSNL। কিন্তু অন্যান্য সিমগুলির গ্রাহক সংখ্যা হিসেবে BSNL- এর গ্রাহক সংখ্যা অনেকটাই কম রয়েছে। কিন্তু যেখানে এখন অন্যান্য মোবাইল সিমগুলির রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করলেও, একই রেখেছে BSNL তার সিমের রিচার্জ প্ল্যানগুলির দাম। সেইকারনে এবার বাজারে নিজের জায়গা শক্ত করতে চেষ্টায় উঠে পড়ে লেগেছে BSNL সিম। ইতিমধ্যে কিছুদিনের মধ্যে জিও বাজারে তার 5G নেটওয়ার্ক নিয়ে আসতে চলেছে এবং অনেক জায়গায় তা লঞ্চ হয়েও গিয়েছে। কিন্তু BSNL কোম্পানির সিম কোম্পানিও জানিয়েছে আগের তুলনায় তাদের 4G নেটওয়ার্ক পরিষেবা ব্যবহারের জন্য গ্রাহক সংখ্যা বাড়লে অব্যশই তারা এরপর বাজারে BSNL 5G নেটওয়ার্ক পরিষেবা চালু করবে।

টেলিকম টক সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে উত্তর ভারতের বেশ কয়েকটি রাজ্য যেমন – উত্তরাখণ্ড, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ এবং পূর্ব উত্তর প্রদেশ এই সব জায়গাগুলিতে প্রাথমিক পর্যায় থেকেই BSNL সিম কোম্পানির তরফ থেকে 4G নেটওয়ার্ক পরিষেবার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। কারণ প্রথম থেকেই এই রাজ্যগুলিতে BSNL – এর গ্রাহক সংখ্যা গড়ে বেশিই ছিলো যার ফলে এই রাজ্যগুলিতে BSNL – এর টেলিকম সংস্থার 4G গ্রাহক সংখ্যা প্রায় ৮ লাখ স্পর্শ করেছে। এছাড়াও BSNL কোম্পানি জানিয়েছে শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও BSNL এর 4G নেটওয়ার্ক পরিষেবা পৌঁছে দেওয়াই হলো BSNL টেলিকম সংস্থার প্রধান লক্ষ্য যাতে গ্রাহকদের নেটওয়ার্ক পরিষেবা জনিত কোনো সমস্যায় না পড়তে হয়। যেসব BSNL গ্রাহক এতদিন থেকে 3G বা 2G নেটওয়ার্ক ব্যবহার করে আসছেন তাদের যত তাড়াতাড়ি সম্ভব 4G নেটওয়ার্কের পরিষেবা দিতে চায় BSNL টেলিকম সংস্থা এবং এই পরিকল্পনাটি বাস্তবায়ন করার উদ্দেশ্যে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে BSNL টেলিকম সংস্থা। BSNL Sim Card New Update 2024, BSNL Sim Card New Update 2024

BSNL Sim Card New Update 2024
BSNL Sim Card New Update 2024

জিও, এয়ারটেল সমেত অন্যান্য মোবাইল সিমের রিচার্জের প্ল্যানগুলির দাম হঠাৎ বাড়িয়ে দিতেই অসন্তুষ্টিতে ফেটে পড়ছে গ্রাহকেরা। আর সেটার সুযোগ নিয়েই রিচার্জ প্ল্যানগুলির দাম একই রাখলো BSNL টেলিকম সংস্থা। উল্টে যে সব জায়গায় BSNL- এর 3G বা 2G টাওয়ার বসানো ছিলো যেগুলোর নেটওয়ার্ক পরিষেবা ভালো ছিলো না সেখানে ইন্টারনেট স্পিড বাড়িয়ে দেওয়া হয়েছে। যার ফলে অনেকটাই স্বস্তি বোধ করছে গ্রাহকেরা এবং আগের তুলনায় বাড়িয়ে দেওয়া হয়েছে BSNL- এর 4G টাওয়ারের সংখ্যা। যেখানে কিছুদিন আগে পর্যন্ত BSNL-এর 4G টাওয়ারের সংখ্যা ছিলো ৩,৫০০, সেখানে বর্তমানে তা বাড়িয়ে প্রায় ১০,০০০ করে তোলা হয়েছে। অন্যদিকে যেহেতু BSNL-এর রিচার্জ প্ল্যানগুলির দাম বৃদ্ধি করা হয় নি তো সেই ক্ষেত্রে জিও, এয়ারটেল, ভিআই, আইডিয়া এই সিম কার্ড ব্যবহারকারী অনেক গ্রাহকরাই ইতিমধ্যে তাদের সিম কার্ডগুলি BSNL- এ পোর্ট করতে শুরু করে দিয়েছে। BSNL Sim Card New Update 2024, BSNL Sim Card New Update 2024

BSNL কোম্পানি যেভাবে গ্রাহকদের অন্যান্য সিম কোম্পানিগুলির থেকে কম টাকায় পরিষেবা দিচ্ছে সে ক্ষেত্রে রীতিমতো BSNL সিম কার্ডগুলি বাজারে অনেক বেশি লাভে রয়েছে। ইতিমধ্যে BSNL সিম বিক্রি হয় এমন দোকানগুলির পাশাপাশি অফিসগুলিতে গ্রাহকদের লাইন পড়ে গিয়েছে অন্যান্য সিম থেকে BSNL সিমে নিজেদের নাম্বার পোর্টিং- এর জন্য। জিও, এয়ারটেল, ভিআই এই সমস্ত নেটওয়ার্ক পরিষেবা থেকেই গ্রাহকেরা এখন নিজেদের মোবাইল সিম কার্ডগুলি রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL- এ পোর্ট করা শুরু করে দিয়েছেন। যদিও গ্রাহক সংখ্যা ঠিক কতটা বাড়লো সেই পরিসংখ্যান এখনই ট্রাই দেয়নি, তবে আশা করা যাচ্ছে খুব শীঘ্রই BSNL গ্রাহকের পরিসংখ্যান তাদের তরফ থেকে দেওয়া হবে। BSNL Sim Card New Update 2024

https://youtube.com/live/TwgFNbDdr8U?feature=share

জিও, এয়ারটেল অথবা ভিআই-এর মতো টেলিকম সংস্থাগুলির সিম কার্ডগুলি নিত্যদিনের ডাটা সহ সমস্ত কিছুর দাম বাড়িয়ে দিয়েছে এবং উল্টোদিকে তার চেয়ে প্রায় ১০০ টাকারও বেশি কম খরচে BSNL সিম কার্ডের সমস্ত বৈধতা পাওয়া যাচ্ছে। যেখানে জিও ৩৪৯ টাকায় এখন ২৮ দিনের ভ্যালিডিটি রেখেছে প্রতিদিন ২ জিবি ডাটা। সেই মতোই ভিআই ও এয়ারটেল সিম কার্ড রিচার্জের প্ল্যানগুলিও দামও একই রাখা হয়েছে ৩৭৯ টাকা। কিন্তু সেখানে BSNL কোম্পানি তার সিমের রিচার্জ প্ল্যানের দাম ওই একই রেখেছে ১৯৯ টাকা। সাথে যেখানে গ্রাহকেরা পাচ্ছেন সব কিছুতে ৩০ দিনের ভ্যালিডিটি।এছাড়াও সমস্ত মাসিক রিচার্জ প্ল্যান থেকে শুরু করে বার্ষিক রিচার্জ প্ল্যানগুলির দাম অন্যান্য সিমগুলি বৃদ্ধি করলেও একই রেখেছে BSNL তার মাসিক ও বার্ষিক রিচার্জ প্ল্যানগুলির দাম। এমন অবস্থায় পরিস্থিতি ঠিক নয় দেখে জিও তাদের গ্রাহকদের মেসেজর মাধ্যমে জানাচ্ছেন যাতে জিও কোম্পানির গ্রাহকেরা তাদের টেলিকম সংস্থার সঙ্গেই যুক্ত থাকেন। উপরন্তু জিও কোম্পানি তাদের গ্রাহকদের অসন্তুষ্টি দেখায় অবশেষ সিদ্ধান্ত নিলো কিছু কিছু রিচার্জ প্ল্যানের দাম একই থাকবে শুধু প্ল্যানের বৈধতার সময় সীমা কমিয়ে দেওয়া হবে। BSNL Sim Card New Update 2024

BSNL Official Website Link- Click Here

আরও পড়ুন- Airtel Jio VI New Plan List 2024: সিম কার্ড পোটিং নিয়ম পরিবর্তন!

Leave a Comment