Budget July 2024-25:10 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চাকরিজীবীদের বিরাট বাজেট উপহার দিতে চলেছেন।

Budget July 2024-25:10 বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চাকরিজীবীদের বিরাট বাজেট উপহার দিতে চলেছেন।

Budget July 2024-25:

চলতি বছরের লোকসভা নির্বাচনের মাধ্যমে তৃতীয়বার মতো দিল্লিতে মসনদে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা দখল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আশা করা হচ্ছে চলতি মাসের 2024-25 অর্থবছরের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে National Democratic Alliance (NDA) সরকার। কিন্তু এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট দিন ঠিক করা হয়নি।এই বাজেটের জন্য ইতিমধ্যেই প্রস্তুতি চলছে। তবে সরকারি সূত্রের খবর থেকে জানা গেছে, আগামী 23 July বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী (Budget July 2024-25)। আর এই মৌসুমের এবার চাকরিজীবীদের কপাল খুলতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3.0-এর সম্পূর্ন বাজেট ঘোষণা মাধ্যমে।

2024-এর পূর্ণাঙ্গ বাজেট

বিজেপি এবার লোকসভা নির্বাচনে সম্পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।National Democratic Alliance (NDA) জোট সরকার গঠিত হয়েছে। 22 June কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নতুন করে National Democratic Alliance (NDA) সরকারের অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। তাঁর এবারের লক্ষ্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করা। তিনি ইতিমধ্যেই এর জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছেন। আশা করা হচ্ছে যে,এই মৌসুমের কেন্দ্রীয় সরকার , চাকরিজীবীদের, করদাতাদের ও সাধারণ জনগণের জন্য পূর্ণাঙ্গ বাজেটের বড় ধরনের কিছু ঘোষণা করবেন। কারণ , এবার মধ্যবিত্তদের উদ্দেশ্যে মূল টার্গেট কেন্দ্রীয় সরকারের। তবে সম্প্রতি কালে শুনা যাচ্ছে ,Provident Fund (PF) একাউন্ট ব্যবহারকারীদের জন্য সরকার এক ধামাকাদার উপহার নিয়ে আসতে চলেছেন।Provident Fund (PF) একাউন্টের উপর এবার নজর। Budget July 2024-25

কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ বাজেটে চাকরিজীবীদের কপাল খুলতে চলেছে।

কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে সমর্থিত একটি সঞ্চয় এরং অবসর তহবিল হল Provident Fund (PF).যা গঠন করা হয়েছে বেতনভোগী কর্মচারী ও তাঁদের নিয়োগকর্তাদের জন্য।জানা গেছে,Employees Provident Fund Organisation(EPFO)- এর কর্মীদের বেতন বাড়ানোর চিন্তা ভাবনা করছেন। যেখানে আগে বেতন ছিল 15 হাজার টাকা,সেটা বেড়ে হয়তো করা হচ্ছে 25 হাজার টাকা এই নিয়ে চিন্তা ভাবনা করছেন। যখন 1 November,1952 সালে সর্বপ্রথম চাকরিজীবীদের জন্য Provident Fund(PF) চালু করা হয়েছে, তখন 300 টাকা করা হয়েছিল । কিন্তু পরবর্তীতে সেই টাকার পরিমাণ বাড়তে বাড়তে 15 হাজার টাকা পর্যন্ত গিয়ে সিমীত রয়েছে। কিন্তু বর্তমানে আশা করা হচ্ছে সেই টাকার পরিমাণ আরও একবার বাড়ানো হবে।15 হাজার টাকা থেকে বেড়ে 25 হাজার টাকা হবে। Budget July 2024-25

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Employees Provident Fund (EPF)- এর কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

Employees Provident Fund (EPF)- এর গুরুত্বপূর্ণ তথ্য হল-

১. এটি চাকরিজীবী ব্যক্তিদের জন্য একটি একটি সামাজিক নিরাপত্তা প্রকল্প যেটি চালু করেছে কেন্দ্রীয় সরকার। ২. এই স্কিমে আপনাকে যোগ দিতেই হবে যদি আপনি প্রতি মাসে ১৫,০০০ টাকা বেতন পেয়ে থাকেন। ৩. জমা করা অর্থরাশি কেন্দ্রীয় সরকারের তহবিলে রাখা হয় এবং আপনি আপনার প্রয়োজন মতো সুদ সহ এই অর্থ আপনার কাজে লাগাতে পারেন। ৪.আপনাকে আপনার কোম্পানি আপনাকে EPF অ্যাকাউন্ট নম্বর দেবে। এই অ্যাকাউন্ট নম্বরটিও আপনার নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো গুরুত্বপূর্ণ। কারণ এতে আপনার ভবিষ্যতের টাকা নিরাপদে জমা করা হয়েছে। ৫.যদি আপনি চাকরি করেন তবে আপনার কোম্পানি/সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার বেতনের একটি নির্দিষ্ট অংশ আপনার EPAP অ্যাকাউন্টে জমা করে। Budget July 2024-25

কবে কত টাকা বাড়ানো হয়েছে বেতনের তার সমীক্ষা

1 . নভেম্বর ১৯৫২ থেকে ৩১ মে ১৯৫৭ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল-৩০০ টাকা।

2.১ জুন ১৯৫৭ থেকে ৩০ ডিসেম্বর ১৯৬২ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল-৫০০ টাকা।

3.৩১ ডিসেম্বর ১৯৬২ থেকে ১০ ডিসেম্বর ১৯৭৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল-১০০০ টাকা।

4. ১১ ডিসেম্বর ১৯৭৬ থেকে ৩১ অগাস্ট ১৯৮৫ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল-১৬০০ টাকা।

5. ১ সেপ্টেম্বর ১৯৮৫ থেকে ৩১ অক্টোবর ১৯৯০ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল-২৫০০ টাকা।

6. ১ নভেম্বর ১৯৯০ থেকে ৩০ সেপ্টেম্বর ১৯৯৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল-৩৫০০ টাকা।

7.১ অক্টোবর ১৯৯৪ থেকে ৩১ মে ২০১১ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল-৫০০০ টাকা

8.১ জুন ২০১১ থেকে ৩১ অগাস্ট ২০১৪ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল-৬৫০০ টাকা।

9. ১ সেপ্টেম্বর ২০১৪ থেকে এখন পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে-১৫০০০ টাকা।

Budget July 2024-25
Budget July 2024-25

বেতন থেকে কিভাবে PF (Provident Fund) কাটে নেওয়ার হয়

যদি Employees Provident Fund Organisation(EPFO)-এর আইন অনুযায়ী,কোনও কর্মচারীর Base pay এবং DA-র 12 শতাংশ টাকা কর্মচারীর Provident Fund (PF) -এর Account জমা করা হয়। এছাড়া সংশ্লিষ্ট সংস্থাও একই পরিমাণ 12 শতাংশ অর্থ জমা করে কর্মচারীদের PF অ্যাকাউন্টে। কোম্পানির দেওয়া এই 12 শতাংশের মধ্যে 3.67 শতাংশ অর্থ Employees Provident Fund (EPF)-এর অ্যাকাউন্টে যায়, বাকি থাকা  8. 33 শতাংশ অর্থ পেনশন প্রকল্পে জমা করা হয়। Budget July 2024-25

Indian Budget Official Website Link- Click Here

আরও পড়ুন- Airtel and Jio New Recharge Plan 2024: এয়ারটেল এবং জিও- তে সবচেয়ে আকর্ষণীয় রিচার্জ প্ল্যানটি দেখলে চমকে উঠবেন!

Leave a Comment