CAA cut off date extended 2025: খুশির খবর ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত সকল বাংলাদেশী সিএএ তে আবেদন করতে পারবে।

CAA cut off date extended 2025

CAA cut off date extended 2025: আসল কাট-অফ তারিখটি ছিল ডিসেম্বর 2014 ৷ স্বরাষ্ট্র মন্ত্রক বুধবার নাগরিকত্ব (সংশোধন) আইনের অধীনে আবেদন করার জন্য ভারতে প্রবেশের কাট-অফ তারিখের জন্য 31 ডিসেম্বর, 2024 পর্যন্ত বাড়ানোর ঘোষণা করেছে৷

বিষয় সূচী:-

Samik Bhattacharya

মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।

CAA-র সময়সীমা ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত বাড়ানোর ঐতিহাসিক সিদ্ধান্তে ধর্মীয় নিপীড়নের শিকার ভগ্ন-বিচ্ছিন্ন অসংখ্য পরিবার নতুন আশার আলো পেল।

আপনার নেতৃত্বে ভারত আরও মানবিক ও সুরক্ষিত।

Dr. Sukanta Majumdar

বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দুদের জন্য ২০১৪-এর ৩১-শে ডিসেম্বর এর পরিবর্তে ২০২৪ এর ৩১ শে ডিসেম্বর পর্যন্ত আসা সমস্ত শরণার্থী-দের সুরক্ষা প্রদান করলো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক!

ভারতবর্ষে প্রবেশের সময়সীমার তারিখ বাড়িয়ে, বাংলাদেশ থেকে আগত হিন্দু উদ্বাস্তু দের মুক্তি দিল ভারত সরকার। খুব জলদি তাঁরা ভারতের নাগরিকত্ব আইনের ধারার মাধ্যমে আবেদন করে ভারতের নাগরিক হতে পারবেন!

অর্থাৎ আগে নিয়ম ছিল যাঁরা যাঁরা ২০১৪ এর ৩১ শে ডিসেম্বর-এর পূর্বে ভারতবর্ষে প্রবেশ করেছিলেন তাঁরা এই সুযোগ পাবেন কিন্তু সেটা কেন্দ্রীয় সরকার এখন ২০২৪ এর ৩১-শে ডিসেম্বর করেছেন।

অসংখ্য ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi মহাশয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী মাননীয় শ্রী Amit Shah মহাশয় ও কেন্দ্রীয় সরকার-কে।

Big Update 2025: CAA তে আবেদন করতে হিন্দুত্বের সার্টিফিকেট দেওয়া হচ্ছে! কোন জেলায় কোথায় দিচ্ছে এই ভিডিওতে দেখুন

CAA cut off date extended 2025
CAA cut off date extended 2025
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Shantanu Thakur 

CAA-তে আবেদনের জন্য ভারতবর্ষে প্রবেশের সময়সীমার তারিখ ২০১৪ এর ৩১শে ডিসেম্বর’কে বাড়িয়ে ২০২৪ এর ৩১শে ডিসেম্বর করলো স্বরাষ্ট্র মন্ত্রক!

অনেক অনেক ধন্যবাদ ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী Narendra Modi জী এবং মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী শ্রী Amit Shah জী।

Official NoticeDownload

CAA Affidavit Format 2025: CAA তে আবেদন করতে এই ৩ টি Affidavit লাগবেই!

CAA cut off date extended 2025
CAA cut off date extended 2025
CAA cut off date extended 2025
CAA cut off date extended 2025

Leave a Comment