Census Of India 2024: 13 বছর পর আবার শুরু হচ্ছে জনগণনা! বিস্তারিত তথ্য এক নজরে দেখুন।
Census Of India 2024
Census Of India 2024: সাধারণ মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ খবর এসেছি। দীর্ঘ 13 বছর পর ভারতবর্ষে শুরু হতে চলেছে জনগণনার কাজ। এই জনগণনার সমীক্ষার উপর নির্ভর দেশের নানান গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়। সাধারণ মানুষদের বিভিন্ন পরিষেবা প্রদান, বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া ইত্যাদি ক্ষেত্রে জনগণনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে পালন করে। আজকের এই প্রতিবেদনে জনগননা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ুন।
Table of Contents
জনগণনা নিয়ে কিছু প্রশ্ন ও উত্তর:
১)2024 জনগণনা কত বছর পর হচ্ছে?
উঃ- 13 বছর পর শুরু হচ্ছে আদমশুমারি।
২)জনগণনার শুরুর কবে থেকে?
উঃ- 2024 সাল থেকে শুরু, চলবে প্রায় দেড় বছর।
৩)জনগণনার লক্ষ্য কী?
উঃ- 2026 সালের March মাসে রিপোর্ট প্রকাশ।
৪)জনগণনার নিয়ম কী?
উঃ- প্রতি 10 বছর অন্তর জনগণনা হয়।
৫)জনগণনা শেষ কবে হয়েছে?:
উঃ- 2011 সালে সর্বশেষ হয়েছে।
৬)প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল কেন?
উঃ- 2021 সালের জনগণনা কোভিড অতিমারির কারণে পিছিয়ে যায়।
৭)কেন 2023 সালে শুরু হয়নি?
উঃ- লোকসভা নির্বাচনের আগে মোদি সরকার প্রক্রিয়া শুরু করেনি।
৮)কী ধরনের প্রক্রিয়ার হবে?
উঃ- সরকারি বা বেসরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

জনগণনার প্রশ্নের ধরন:
•পরিবারের সদস্য সংখ্যা।
•সদস্যদের নাম, বয়স ও লিঙ্গ।
•জীবিকা সম্পর্কিত তথ্য।
•অন্যান্য প্রশ্ন।
প্রয়োজন নথিপত্র:
সাধারণত কোনো নথিপত্রের প্রয়োজন নেই, তবে ভোটার কার্ড বা আধার কার্ড দেখতে চাইতে পারে।
জনগণনার ফল প্রকাশের সময়সীমা:
2026 সালের March মাসে জনগণনার ফলাফল প্রকাশ।
অবশেষে দীর্ঘ অপেক্ষার পর, এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে, যা দেশের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক নীতিমালা তৈরিতে সাহায্য করবে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক:
Census Of India 2024 Website> Click Here.

বিগত প্রায় ২ বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।