Central Government Translate job 2024: কেন্দ্রীয় সরকারের ট্রান্সলেটর পদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন 35000 টাকা।

Central Government Translate job2024: কেন্দ্রীয় সরকারের ট্রান্সলেটর পদে কর্মী নিয়োগ, প্রতিমাসে বেতন 35000 টাকা।

Central Government Translate job 2024

Central Government Translate job 2024 :- রাজ্য সরকার একের পর এক নজর কাড়া সুখবর দিচ্ছে চাকরিপ্রার্থীদের। তাই আবারও রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বিরাট সুখবর। কেন্দ্রীয় সরকারের ট্রান্সলেটর পদে কর্মী নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। ভারত সরকারের কর্মী, জনঅভিযোগ ও পেনশন মন্ত্রণালয়ের অনুমোদনে এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গোটা ভারবর্ষের সঙ্গে পশ্চিমঙ্গের চাকরিপ্রার্থীরাও এখানে আবেদন জানাতে পারবেন। আগ্রহী চাকরিপ্রার্থীকে পশ্চিমঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদনযোগ্য। আবেদন পদ্ধতি, বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শেষ তারিখ সহ অন্যান্য বিস্তারিত তথ্য আলোচনা করবো আমাদের আজকের প্রতিবেদনে।

পদের নাম:-

Junior Translator.

শূন্যপদ:-

আনুমানিক 312 টি। (পরবর্তী সময়ে এই শূন্যপদের জাতিভিত্তিক বিন্যাস স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে)।

শিক্ষাগত যোগ্যতা:-

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সহ হিন্দিতে স্নাতকোত্তর অথবা হিন্দি সহ ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী যে কোনো চাকরিপ্রার্থী এখানে আবেদন জানাতে পারবেন। অন্যান্য বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জনকারী চাকরিপ্রার্থীরাও আবেদন জানাতে পারবেন সেক্ষেত্রে উক্ত প্রার্থীকে হিন্দি বিষয় সহ ইংরেজি মিডিয়ামে অথবা ইংরেজি বিষয় সহ হিন্দি মিডিয়ামে ডিগ্রী অর্জন করে থাকতে হবে। এছাড়াও, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে হিন্দি থেকে ইংরেজিতে ট্রান্সলেশনের ডিপ্লোমা ডিগ্রী অর্জনকারীরাও এখানে আবেদন জানাতে পারবেন সেক্ষেত্রে প্রার্থীকে নূন্যতম 20বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। Central Government Translate job 2024

বয়সসীমা:-

1st August 2024 তারিখ অনুযায়ী আগ্রহী আবেদনকারীদের বয়সসীমা হতে হবে নূন্যতম 18 বছর থেকে সর্বোচ্চ 30 বছরের মধ্যে। বয়সের ঊর্ধ্বসীমায় ST ও SC তালিকা ভুক্ত প্রার্থীদের 5 বছর, OBC তালিকা ভুক্ত প্রার্থীদের 3 বছর এবং প্রতিবন্ধী প্রার্থীদের 10 বছর ছাড় থাকবে। Central Government Translate job 2024

মাসিক বেতন:-

কেন্দ্রীয় সরকারের পে স্কেল লেভেল 6 অনুযায়ী এই পদের মাসিক বেতন হল 35400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত।

নিয়োগ পদ্ধতি:-


কেন্দ্রীয় সরকারের ট্রান্সলেটর পদের জন্য মূলত 2 টি ধাপের লিখিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। প্রথম ধাপের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দ্বিতীয় ধাপের পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পরীক্ষার প্যাটার্ন নিচে দেওয়া হল।

Central Government Translate job 2024
Central Government Translate job 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আবেদন ফ্রী :-


মহিলা, প্রতিবন্ধী এবং SC, ST তালিকাভুক্ত আবেদনকারী ছাড়া অন্যান্য সমস্ত শ্রেণীর আবেদনকারীদের 100 টাকা আবেদন ফ্রী জমা করতে হবে। BHIM UPI, Net Banking অথবা Visa, MasterCard, Maestro এবং RuPay Debit card -এর মাধ্যমে আবেদন ফ্রী জমা করা যাবে। Central Government Translate job 2024

আবেদন পদ্ধতি:-


ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই আবেদন করতে হবে। স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ssc.gov.in -এর মাধ্যমে আবেদনে নাম নথিভুক্ত করা যাবে। এক্ষেত্রে প্রার্থীকে প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে নিজের রেজিস্ট্রেশন করে নিতে হবে। এরপর প্রকাশিত বিজ্ঞপ্তিগুলির মধ্যে থেকে সঠিক বিকল্পটি নির্বাচন করে অনালাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করার পর নির্দেশ অনুযায়ী নিজের সাম্প্রতিক রঙিন ছবি, স্বাক্ষর ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রগুলি আপলোড করতে হবে। এরপর ধার্য্য করা আবেদন ফ্রী পেমেন্ট করে আবেদনপত্র সাবমিট করতে হবে। তাহলেই আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ন হবে।

আবেদন সংশোধন:-

আবেদনে নাম নথিভুক্ত করার সময় অনিচ্ছকৃতভাবে কোনও ভুল তথ্য সাবমিট হলে অথবা ভুল ডকুমেন্ট আপলোড হলে তা সংশোধন করা যাবে 4 September 2024 থেকে 5 September 2024 তারিখের মধ্যে।

গুরুত্বপূর্ণ তারিখ:-

26 Agusut 2024.(অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তারিখগুলি নিচে দেওয়া হল)।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:-

Official Notification: Download Now
Official Website: Apply Now

আরও পড়ুন- Har Ghar Tiranga Certificate 2024: এই স্বাধীনতা দিবসে মোদী সরকার দিচ্ছেন একটি বিশেষ সার্টিফিকেট। না নিলে বঞ্চিত হবেন এই সুবিধা থেকে!

আরও পড়ুন- AMM and GNM Exam Big Scandal News 2024: নার্সিং প্রবেশিকা পরীক্ষা কেন্দ্রে উদ্ধার মোবাইল ফোন ছাত্রীদের গোপনাঙ্গ থেকে!

Leave a Comment