Central Staff Selection Commission: CRPF জাল সার্টিফিকেট! CRPF কনস্টেবল ও CAPF নিয়োগে হলফনামা তলব করল হাইকোর্টের
Central Staff Selection Commission:
central staff selection commission-কে হলফনামা দিলেন বিস্তারিত তথ্য জানাতে হবে আগামী শুনানিতে।
Table of Contents
ফের এরাজ্য থেকে Central Reserve Police Force (CRPF) কনস্টেবল ও কেন্দ্রীয় সরকারের Central Armed Police Forces (CAPF) ভুয়ো ডোমিসাইল সার্টিফিকেটে নিয়োগের অভিযোগ উঠেছে। এই বিষয়ে জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে পর্যন্ত। অভিযোগ উঠেছে অন্যরাজ্যের যুবক-যুবতীরা জাল সার্টিফিকেট দিয়ে বাংলা থেকে চাকরি পেয়েছেন।এর ফলে এ রাজ্যের যোগ্য যুবক-যুবতীরা বঞ্চিত হয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের central staff selection commission-কে হলফনামা তলব করলেন। সিবিআইকেও দিতে হবে রিপোর্ট।
Central Staff Selection Commission:
2021 সালে ও 2022 সালে central staff selection commission-এর মাধ্যমে Central Reserve Police Force (CRPF) কনস্টেবল ও Central Armed Police Forces (CAPF) নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। শুধুমাত্র এই রাজ্যের ক্ষেত্রে 2021 সালের 3000 টি এবং 2022 সালে 6380 টি শূন্যপদে নিয়োগ শুরু হয়। এ পর্যন্ত 2021 সালে 1500 ও 2022 সালের 3627 পদে নিয়োগ হয়েছে। এখন বাকি পদশূন্য রয়েছে। এরই মধ্যে এই নিয়োগ প্রক্রিয়া শেষ না হতেই এই নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হন রাহুল মাঝি ও সুপ্রতীপ পাল।
Central Staff Selection Commission:
তাঁদের আইনজীবী দিব্যেন্দু চট্টোপাধ্যায়ের বক্তব্য, Central Reserve Police Force (CRPF)-তে বহু ভুয়ো প্রার্থী নিয়োগ হয়েছে। অন্যরাজ্যের অনেক প্রার্থী এই রাজ্য থেকে চাকরি পেয়েছেন। তাঁদের নিয়োগ বাতিল করা হলেই এই রাজ্যের যোগ্য প্রার্থীরা চাকরি পেতে পারেন। এ প্রসঙ্গে কেন্দ্রের বক্তব্য, ইতিমধ্যে Central Armed Police Forces (CAPF) ভুয়ো নিয়োগ নিয়ে দায়ের হওয়া এক মামলায় সিবিআই তদন্ত করছে। সিবিআইয়ের বক্তব্য জানতে সময় দিকে তাকিয়ে আদালত।
November মাসে মামলাটির পরবর্তী শুনানি হবে। আগামী শুনানিতে central staff selection commission-কে হলফনামা দিয়ে বিস্তারিত তথ্য জানাতে হবে। একইসঙ্গে সিবিআইকে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে। CAPF ও CRPF নিয়োগ প্রক্রিয়ার নিয়ে কোনও বাধা নেই। তবে 2021 সালে ও 2022 সালের 39 টি শূন্যপদ রেখে চলবে নিয়োগ।
এই রাজ্যে ভুয়ো সার্টিফিকেটে নিয়োগ নিয়ে বাংলা পক্ষের তরফ থেকে কৌশিক মাইতি বলেছেন, “কেন্দ্রীয় আধাসেনায় বাংলার রাজ্য কোটায় বাংলার স্থায়ী বাসিন্দাদের বঞ্চিত করে জাল ডোমিসাইল ও জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে চাকরি দখল করেছিলেন বিহার ও ইউপির থেকে আসা বহিরাগতরা। বাংলা পক্ষ ময়দানে নেমে লড়াই করে। বিভিন্ন জায়গায় জাল চাকরিপ্রার্থীদের ধরে পুলিশে দেওয়া হয়, First Information Report(FIR) হয় এবং বিভিন্ন Sub Divisional Officer(SDO) অভিযান করে বাংলা পক্ষ থেকে। হাইকোর্টে মামলাও করা হয়েছিল, যার প্রেক্ষতে সিবিআই তদন্ত করা হয়। সিবিআই এর তদন্তে উঠে আসে Central Reserve Police Force (CRPF)-এর প্রায় 5500 জন সম্ভাব্য জাল চাকরিপ্রার্থীর তালিকা প্রকাশ করে।
আমরা জানতে চাই, এই 5500 জন চাকরি প্রার্থীদের মধ্যে 2021 সালের ও 2022 সালের লিস্টে পরে থাকা বাংলার যোগ্য চাকরিপ্রার্থীরা ফাঁকা। আজকেই হাই কোর্টের রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। বাংলা পক্ষে থেকে ভূমিপুত্র চাকরি প্রার্থীদের স্বার্থে লড়ে যাবে।”
CRPF Website- Click Here
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।