Culcatta High Court Recruitment 2024: কলকাতা হাইকোর্টে স্থায়ী কর্মী নিয়োগ, অনলাইন আবেদন করুন।
Culcatta High Court Recruitment 2024
Culcatta High Court Recruitment 2024:- পশ্চিমবঙ্গে যে সমস্ত চাকরি প্রার্থীরা হাইকোর্টে চাকরি করতে চান।পশ্চিমবঙ্গে সরকার সেই সকল চাকরিপ্রার্থীদের জন্য খুবই খুশির খবর নিয়ে এসেছে। সম্প্রতি কলকাতা হাইকোর্টে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের যে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন। মহিলা এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবে । কিভাবে আবেদন করতে হবে? বয়স সীমা, মাসিক বেতন, যোগ্যতা ও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য গুলি আলোচনা করা হলো আমাদের আজকের প্রতিবেদনে।
Table of Contents
নোটিস নাম্বার:-
6785-RG
পদের নাম:-
Lower Division Assistant >(লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট).
শূন্যপদ:-
Lower Division Assistant-এর শূন্যপদ রয়েছে-291 টি।
শিক্ষাগত যোগ্যতা:-
যোগ্য চাকরিপ্রার্থীদের উচ্চ মাধ্যমিক পাস করা হতে হবে।
বয়সসীমা :–
চাকরি প্রার্থীদের বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। 01.01 2024 তারিখ অনুযায়ী বয়স হিসাব করা হবে। এছাড়াও, ST,SC এবং শারীরিক প্রতিবন্ধীদের 5 বছরের বয়সের ছাড় দেওয়া হবে।
মাসিক বেতন :-
এই পদের নিযুক্ত প্রার্থীদের প্রতিমাসে 24100 টাকা বেতন দেওয়া হবে।
নিয়োগ পদ্ধতি:-
চাকরিপ্রার্থীদের প্রথমে লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় পাস করলে ইন্টারভিউ নেওয়া হবে সেখানে উত্তীর্ণ হলে চাকরিপ্রার্থীরা চাকরিতে নিযুক্ত করা হবে।
আবেদন ফি:-
•আবেদনকারীরা যদি ST ও SC তালিকাভুক্ত হন তাহলে তাদের আবেদন ফি-400 টাকা দিতে হবে।
•OBC ও জেনারেল আবেদনকারীদের 800 টাকা আবেদন ফি দিতে হবে।
আবেদন পদ্ধতি:-
চাকরিপ্রার্থীদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে। কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে প্রথমে মোবাইল নাম্বার ও ইমেল আইডি দিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে । তারপর প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে পূরণ করে সাথে প্রয়োজনীয় নথিপত্র অনলাইনে আপলোড করতে হবে। তারপর ফি পেমেন্ট করে ফাইনাল সাবমিট করলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।
গুরুত্বপূর্ণ তারিখ:-
আবেদন করার শেষ তারিখ 26.08 2024.
গুরুত্বপূর্ণ লিঙ্ক:-
নোটিস ডাউনলোড লিঙ্ক | DOWNLOAD NOW |
আবেদন করার লিঙ্ক | CLICK HERE |
আরও পড়ুন:- ICDS Recruitment 2024: 32659 শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু, অনলাইনে আবেদন করুন।
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।