Current Job News 2024: সরকার থেকে কোথায় কি পদে কর্মী নিয়োগ হচ্ছে? দেখুন বিস্তারিত তথ্য!
Current Job News 2024:
লোকসভা নির্বাচনী ভোটের পর ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নতুন নতুন চাকরির পদে কর্মী নিয়োগ। কোথায় কোথায় কি কি পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে? নূন্যতম শিক্ষকতা যোগ্যতা থেকে বয়স সীমা সবটা বিস্তারিত এই প্রতিবেদনে আলোচনা করা হলো। Current Job News 2024
Table of Contents
New Job Vaccancy 2024:
২০২৪ সালের লোকসভা ভোটের পর রাজ্যে চাকরী থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প সব বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকার বিশেষ নজরদারি শুরু করে দিয়েছে। যেসব প্রকল্পগুলির টাকা দেওয়ার প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিলো লোকসভা ভোটের পর ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে সেই সব প্রকল্পগুলির টাকা। ঠিক তেমন ভাবেই অনেকদিন থেকে বন্ধ ছিল বিভিন্ন সরকারি চাকরিগুলির নিয়োগ প্রক্রিয়া। Current Job News 2024
কাজ আমাদের জীবনের মূল আদর্শ। কেউ কখনো কাজ না করে নিজের জীবিকা নির্বাহ করতে পারবে না। দেশের বড়ো বড়ো মন্ত্রী থেকে শুরু করে দেশের গরিব পরিবারগুলি প্রত্যেককে নিজস্ব কাজের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করতে হয়। তাই সরকার দেশ জুড়ে আরও নতুন নতুন কাজের সূচনা করেছেন এবং সেই কাজগুলিতে নতুন কর্মী নিয়োগের মাধ্যমে দেশের বেকার যুবক যুবতীদের অনেকটা সাহায্য করেছেন সরকার।
বর্তমানে জুন মাস থেকেই অনেক ছোটো বড়ো সরকারি চাকরীতে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেই মতো জুলাই মাসেও আরও কিছু শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। কোথায় কোথায় কি কি পদের জন্য কতগুলি শূন্য পদ রয়েছে? সবটা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। Current Job News 2024
1. City Civil Court (Calcutta Recruitment):
পদের নাম-
English stenographer, Group D, Peon
বয়সসীমা-
সর্বোচ্চ বয়সসীমা ২০২৪ সালের ১লা জুন থেকে ধরে ৪০ হতে হবে এবং সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে আবেদনকারীকে।
অনলাইন আবেদন করার শেষ তারিখ-
English stenographer, Group D, Peon এই পদটিতে অনলাইন আবেদন করার শেষ তারিখ বলা হয়েছে ১৮/০৭/২৪।
উক্ত পদ সর্ম্পকে আরও বিস্তারিত জানতে নিম্নে দেওয়া অফিশিয়াল ওয়েবসাইট- টি কপি করে open করুন।
অফিশিয়াল ওয়েবসাইট- myapplonline.in.net/ccc/
2. Bankura District Court Recruitment:
পদের নাম-
UDC, LDC, Process Server, Group D, Seal Bailliff
বয়সসীমা-
সর্বোচ্চ বয়সসীমা ২০২৪ সালের ১লা জুন থেকে ধরে ৪০ হতে হবে এবং সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক শ্রেণী পাশ থাকতে হবে আবেদনকারীকে।
অনলাইন আবেদন করার শেষ তারিখ-
উক্ত পদগুলিতে আবেদনের শেষ তারিখ ১০/০৭/২৪।
অফিশিয়াল ওয়েবসাইট- bankura.dcourts.gov.in/
3. Health Department Recruitment:
পদের নাম- Technician, CHA, Accountant, Cook
বয়সসীমা-
সর্বোচ্চ বয়সসীমা ২০২৪ সালের ১লা জুন থেকে ধরে ৪০ হতে হবে এবং সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম দ্বাদশ শ্রেণী পাশ থাকতে হবে আবেদনকারীকে। এছাড়াও ANM, GNM, MBBS ও Graduate পাশ হতে হবে আবেদনকারীকে।
অনলাইন আবেদন করার শেষ তারিখ- ০৫/০৭/২৪।
অফিশিয়াল ওয়েবসাইট- Click Here
4. SSC MTS/Havaldar Recruitment 2024:
পদের নাম- SSC MTS/Havaldar
বয়সসীমা-
সর্বোচ্চ বয়সসীমা ২০২৪ সালের ১লা জুন থেকে ধরে ২৫ হতে হবে এবং সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক শ্রেণী পাশ থাকতে হবে আবেদনকারীকে।
আবেদনের শেষ তারিখ – ২৭/০৬/২৪ – ৩১/০৭/২৪।
অফিশিয়াল ওয়েবসাইট- ssc.gov.in/
5. SSC CLG Recruitment 2024:
পদের নাম- SSC
বয়সসীমা-
সর্বোচ্চ বয়সসীমা ২০২৪ সালের ১লা জুন থেকে ধরে ২৭ হতে হবে এবং সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম গ্র্যাজুয়েশন পাশ থাকতে হবে আবেদনকারীকে।
আবেদনের শেষ তারিখ – ২৪/০৬/২৪ – ২৪/০৭/২৪।
অফিশিয়াল ওয়েবসাইট- ssc.gov.in/
6. Cotton Corporation Recruitment:
পদের নাম- Junior Assistant, Executive
বয়সসীমা-
সর্বোচ্চ বয়সসীমা ২০২৪ সালের ১লা জুন থেকে ধরে ৩০ হতে হবে এবং সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম B.com/B.Sc in agriculture পাশ থাকতে হবে আবেদনকারীকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ- ০২/০৭/২০২৪।
অফিশিয়াল ওয়েবসাইট- cotcorp.org.in/
7. NCSM Assistant Recruitment:
বয়সসীমা-
সর্বোচ্চ বয়সসীমা ২০২৪ সালের ১লা জুন থেকে ধরে ৩০ হতে হবে এবং সর্বনিম্ন বয়সসীমা ১৮ বছর হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা-
শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম গ্র্যাজুয়েশন পাশ থাকতে হবে আবেদনকারীকে।
অনলাইন আবেদনের শেষ তারিখ- ০৫/০৭/২০২৪।
অফিশিয়াল ওয়েবসাইট- ncsm.gov.in/notice/career
আরও পড়ুন- Bhagyalakshmi Scheme 2024: মেয়েদের টাকা দেওয়া হবে, দেখুন আবেদন সম্পর্কিত সমস্ত তথ্য!
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।