Darjeeling New Tour Spot 2024: দার্জিলিং ভ্রমণ হবে এখন আরও আকর্ষণীয়! জানলে পর্যটকদের মনও হবে অনেক আনন্দিত।

Darjeeling New Tour Spot 2024: দার্জিলিং ভ্রমণ হবে এখন আরও আকর্ষণীয়! জানলে পর্যটকদের মনও হবে অনেক আনন্দিত।

Darjeeling New Tour Spot 2024:

দার্জিলিংয়ের ছোটো ছোটো দৃশ্যমান ভ্রমণ স্থানগুলি হবে এখন আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয়। দার্জিলিং যাওয়ার রাস্তায় ছোটো ছোটো নদী গুলির ওপর দিয়ে তৈরি করা হয়েছে স্কাইওয়াক। যা দার্জিলিংয়ের সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে তুলতে সাহায্য করবে। বহু পুরোনো ব্রিটিশ সময়ের সেতুগুলিকে কাঠ ও কাঁচের সংমিশ্রণ দিয়ে নতুন করে গড়ে তোলা হয়েছে যা আগের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে পর্যটকদের কাছে| Darjeeling New Tour Spot 2024

দার্জিলিং- এ তৈরি হচ্ছে স্কাইওয়াক:

দার্জিলিং হলো পশ্চিমবঙ্গ রাজ্যে অবস্থিত উত্তরবঙ্গের পাহাড়ি এলাকার শোভা। চারিদিকে ছোটো ছোটো নদী ও পাহাড়ে ঘেরা পরিবেশ এবং চা বাগানের অপরুপ দৃশ্য সবসময় পর্যটকদের মন ছুঁয়ে যায়। প্রতিবছরই এখানে কম বেশি পর্যটকদের ভিড় লেগেই থাকে, বিশেষ করে গ্রীষ্মকালে। এবার পাহাড় দেখার এই আকর্ষণ পর্যটকদের মনে আরও দ্বিগুণ বেড়ে উঠানোর প্রস্তুতি পর্ব চলছে। Darjeeling New Tour Spot 2024

দার্জিলিং- এ ঘুরতে আসা পর্যটকদের জন্য এখন আরও আকর্ষণীয় হয়ে উঠবে ভ্রমণের জায়গাগুলি। এখন থেকে গরম হোক বা শীতের সময়ে দার্জিলিংয়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য নতুন আকর্ষণ স্কাইওয়াক। এর আগে পাহাড়ের স্কাইওয়াক দেখতে পর্যটকদের সিকিমের পেলিংয়ে ছুটতে হতো। এবার থেকে পর্যটকদের আর কোথাও ছুটতে হবে না স্কাইওয়াক দেখতে। এখন থেকে আমাদের বাঙালিদের সব চেয়ে কাছের জায়গা দার্জিলিংয়েও পাওয়া যাবে স্কাইওয়াকের আনন্দ। Darjeeling New Tour Spot 2024

দার্জিলিং- এ কোথায় তৈরী হচ্ছে স্কাইওয়াক?

স্কাইওয়াক তৈরী হচ্ছে দার্জিলিং শহর থেকে প্রায় ৪ কিলোমিটার দূরে। নতুন কাঁচ ও কাঠ দিয়ে তৈরি করা হচ্ছে ঝুলন্ত সেতু। সেখান থেকে জানা গিয়েছে, মুম্বই থেকে আনা হয়েছে এই বিশেষ কাঁচ যা দিয়ে তৈরী করা হচ্ছে এই ঝুলন্ত সেতু। দার্জিলিংয়ের পাহাড় সবসময় পর্যটকদের মন কেড়েছে। তার মধ্যে সেই পথ দিয়ে বয়ে চলা ছোট ছোট নদীগুলির ওপর তৈরি করা হচ্ছে পর্যটকদের সকলের প্রিয় স্কাইওয়াক। মুম্বাই থেকে নিয়ে আসা নতুন কাঠ আর কাঁচ- এর সংমিশ্রণে তৈরি হচ্ছে এই স্কাইওয়াক। ব্রিটিশ আমলের এই পুরনো সেতুটিকে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে। মাটি থেকে ২০০ ফুট উচ্চতায় ১৬০ ফুটের এই ঝুলন্ত স্কাইওয়াক- কে ঘিরে পর্যটকদের আরও আকর্ষণ বাড়বে বলে মনে করছেন সেখানকার পর্যটন ব্যবসায়ীরা। Darjeeling New Tour Spot 2024

উত্তরবঙ্গের পাহাড়ি এলাকাগুলোর মধ্যে এতদিন পর্যন্ত স্কাইওয়াক ছিল একমাত্র উত্তর-পূর্ব ভারতে সিকিমের পেলিংয়ে। পাহাড় অনেকেরই পছন্দ কিন্তু এই স্কাইওয়াক সিকিমে ঘুরতে আসা পর্যটকদের অন্যতমভাবে দৃষ্টি আকর্ষণ করে। মাটি এবং পাহাড় থেকে বেশ কয়েক হাজার মিটার উঁচুতে তৈরি করা হয় এই স্কাইওয়াক। পাহাড়ি খাদের উপর স্বচ্ছ কাঁচ ও কাঠ দিয়ে তৈরি এই সেতু, এই সেতুর ওপর দিয়ে হেঁটে যাওয়া পর্যটকদের বেশ প্রিয়। কিন্তু অনেকেই চাই যে সিকিম না গিয়ে একটু কাছাকাছি এমন পরিষেবা থাকলে বিষয়টা দারুণ হবে। সেই বিষয়টা মাথায় রেখে দার্জিলিংয়ে ঘুরতে আসা পর্যটকদের আকর্ষণ আরও বাড়াতে বালুবাস নামে একটি এলাকায় দীর্ঘদিন পুরোনো একটি ঝুলন্ত সেতুকে ঘিরে কাজ চলছে। সেই সেতুকে নতুন রূপে সাজিয়ে তুলতে উদ্যোগ নিয়েছেন ‘হামরো পার্টি দলের সুপ্রিমও অজয় এডওয়ার্ড’। তিনি সম্পূর্ণ নিজের খরচে এই উদ্যোগ নেন এবং ইতিমধ্যেই কাজটা অনেকটা সম্পূর্ণ হতে চলেছে। তার সাথে এই কাজ নিজেই দেখাশোনা করেছেন অজয় এডওয়ার্ড।

Darjeeling New Tour Spot 2024
Darjeeling New Tour Spot 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এই বিষয়ে অজয় এডওয়ার্ড কি জানালেন?

এই বিষয় নিয়ে অজয় এডওয়ার্ড জানান, ” সব পাহাড়ি এলাকায় একটি জরুরি সেতু থাকা দরকার কিন্তু এখানে কোনো সেতু না থাকায় স্থানীয় এলাকার বাসিন্দাদের অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয়েছিলো। তাই এই সেতু তৈরি করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সেতু তৈরি করার উদ্দেশ্য শুধুমাএ এলাকাবাসীর উপকার নয়, এর সাথে পর্যটকের যাতায়াতও বেড়ে যাবে এখানে, কারণ স্কাইওয়াক সকলের প্রিয়। তাই এর ফলে স্বাভাবিকভাবেই এই জায়গার আর্থিক উন্নতিও ঘটবে।” এর সাথে তিনি আরও জানান, “সেতু তৈরির কাজ শেষ হলেই এখানে ওয়াটার কিংডম, টানতেকফি শপ, রক ক্লাইম্বিং, জিপ লাইন অ্যান্ড ব্রিজ চালু করারও পরিকল্পনা রয়েছে।”

সেতু তৈরীর উদ্দেশ্য:

বহু পুরোনো এই ব্রিজটি তৈরি করা হয়েছিল ব্রিটিশ আমলের সময়ে। এই সেতু তৈরী করার উদ্দেশ্য ছিল দার্জিলিং ও বিজনবাড়ির পুলবাজারের মধ্যে যোগাযোগ স্থাপন করার জন্য। এর ফলে গ্রামবাসীদের বিজনবাড়ি থেকে পুলবাজারে যাতায়াত পথ অনেকটা সহজ হয়ে উঠেছিলো। সহজে যে কোনো জিনিস পত্র আদান প্রদান করার সুবিধা হয়েছিলো। কিন্তু বহু পুরোনো ব্রিটিশ আমোলের সেই সেতু অনেক বছর পুরোনো হওয়ার কারণে প্রায় ভগ্ন হয়ে এসেছিলো। যার কারণে স্বাভাবিকভাবেই যাতায়াতের সমস্যা হয়ে দাঁড়িয়েছিলো স্থানীয় বাসিন্দাদের কাছে। এই কারণে সেই পুরোনো সেতুকে মেরামত করার উদ্যোগ নিয়েছেন অজয় এডওয়ার্ড। আর এই সেতু তৈরী করার আর একটি বড়ো উদ্দেশ্য হলো পর্যটকদের মনকে আকর্ষিত করে তোলা তার সাথে সেখানকার পর্যটনদের ব্যবসা বাড়িয়ে তোলা। Darjeeling New Tour Spot 2024

আরও পড়ুন-  Upcoming Phone In August Month 2024: ভারতে আগস্ট মাসেই লঞ্চ হচ্ছে অনেক প্রিমিয়াম স্মার্টফোন, একনজরে দেখে নিন সেই তালিকা!

আরও পড়ুন- Indian Railway Recruitment 2024: ভারতীয় রেলের চাকরির সুযোগ! জেনে নিন আবেদনের জন্য প্রয়োজনীয় তথ্যগুলি।

1 thought on “Darjeeling New Tour Spot 2024: দার্জিলিং ভ্রমণ হবে এখন আরও আকর্ষণীয়! জানলে পর্যটকদের মনও হবে অনেক আনন্দিত।”

Leave a Comment