Diwali Ration List: কালীপূজা উপলক্ষে অতিরিক্ত রেশন দিচ্ছে, এর পাশাপাশি পেয়ে যাচ্ছেন 1000 টাকা!
Diwali Ration List 2024
Diwali Ration List: কালীপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকার রেশন কার্ড নিয়ে সুখবর দিলেন।যাদের কাছে রেশন কার্ড রয়েছে, তাদের জন্য রয়েছে এক আনন্দময় খবর! কালীপুজো উপলক্ষে বাড়তি রেশন দেওয়ার সুবিধা চালু করেছেনপশ্চিমবঙ্গ সরকার। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তর এই অতিরিক্ত রেশন সামগ্রী প্রদান করবেন। কোন কার্ডে কত পরিমাণ অতিরিক্ত সামগ্রী পাবেন এবং কোন তারিখ পর্যন্ত পাবেন? সাধারণ রেশন কার্ডের নিয়মিত বরাদ্দ, তারপর থাকছে কালীপুজো উপলক্ষে অতিরিক্ত সরবরাহের বিস্তারিত তথ্য জানাবো এই প্রতিবেদনে।
Table of Contents
কোন কার্ডে কী কী রেশন সামগ্ৰী কতটা বরাদ্দ রয়েছে?
*অন্ত্যোদয় রেশন কার্ড (AAY):-
যে সব গ্ৰাহকদের এই কার্ড রয়েছে তারা পরিবার পিছু 21 কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে পাবে। এর পাশাপাশি 13 কেজি 300 গ্রাম পুষ্টিযুক্ত আটা বিনামূল্যে পাবে। এছাড়া যদি কোন গ্ৰাহক চিনি নিতে চান তাহলে তাকে টাকা দিয়ে কেনযে হবে।
*অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড (PHH):-
যাদের এই কার্ড রয়েছে তারা প্রতি কার্ডে 3 কেজি চাল ও 1 কেজি 900 গ্রাম পুষ্টিযুক্ত আটা পাবেন।
*বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড (SPHH):-
যে সমস্ত গ্ৰাহকদের এই কার্ড রয়েছে তারা প্রতি কার্ডে 3 কেজি চাল ও 1 কেজি 900 গ্রাম পুষ্টিযুক্ত আটা পাবেন।
*RKSY-1 রেশন কার্ড:-
যাদের এই কার্ড রয়েছে তারা প্রতি কার্ডে 5 কেজি চাল পাবেন।
*RKSY-2 রেশন কার্ড:-
এই কার্ডে কার্ডে গ্ৰাহকরা 2 কেজি চাল পাবেন।
BSNL Recruitment 2024: BSNL অফিসে কর্মী নিয়োগ শুরু হয়েছে, বিস্তারিত তথ্য জেনে নিন।
কালীপুজো উপলক্ষে কোন কার্ডে কী কী অতিরিক্ত রেশনে সুবিধা পাবে?
AAY এবং SPHH রেশন কার্ড:-
যে সমস্ত গ্ৰাহকদের এই কার্ড রয়েছে তারা 1কেজি ভর্তুকিযুক্ত ময়দা পাবেন, যা কেজি দরে 30 টাকা দিতে হবে। এর পাশাপাশি 1কেজি ভর্তুকিযুক্ত চিনি পাবেন, যা কেজি দরে 32 টাকা দিতে হবে তাহলেই এই সামগ্ৰী পেয়ে যাবেন।
PHH, RKSY-1, এবং RKSY-2 কার্ডে :-
যে সব গ্ৰাহকদের এই কার্ড রয়েছে তারা কালীপুজো উপলক্ষে অতিরিক্ত রেশনে কোনও সামগ্রী পাবেনা।
কবে থেকে অতিরিক্ত রেশন সুবিধা পাবেন?
গ্ৰাহকরা এই অতিরিক্ত রেশন সুবিধা পাবেন 6 October 2024 থেকে 6 November 2024 পর্যন্ত।
কারা পাবেন নগদ অর্থ সাহায্য?
লক্ষীর ভান্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলারা পাবেন নগদ অর্থ সহায়তা:-
•SC ও ST ক্যাটাগরির মহিলারা 1200 টাকা পেয়ে যাবেন November মাসের প্রথম সপ্তাহে।
•OBC ও General ক্যাটাগরির মহিলারা 1000 টাকা পেয়ে যাবেন।
বিশেষ বিশেষ কয়েকটি ভাতা:
বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের আওতায় থাকা সকল ব্যক্তিরা কালীপূজার পরেই 1000 টাকা করে প্রত্যেকেই পেয়ে যাবেন।
*এমনি এক মহান উদ্যোগে সমস্ত সুবিধাভোগীদের জন্য আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা।
RATION CARD ONLINE SERVICES:- CLICK HERE
আরও পড়ুন,TRAI New OTP Rules: সিম কার্ড নিয়ে কড়া নিয়ম চালু, নিয়ম না মানলে গ্রাহকরা বিপদে পড়বেন!
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।