DOB Job Vaccancy News 2024: ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ! জানুন আবেদন পদ্ধতি।
DOB Job Vaccancy News 2024:
রাজ্যের সকল চাকরী প্রার্থীদের জন্য রয়েছে একটি সুখবর। জেলার ভূমি সংস্কার দপ্তরের ডাটা এন্ট্রি কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই সংক্রান্ত নতুন একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুরুষ ও মহিলা উভয়ই এই পদের জন্য আবেদন জানাতে পারবেন।
আবেদনের ক্ষেত্রে কোনো রকম ভেদাভেদ নেই, আবেদন শেষে পরীক্ষার মাধ্যমে যোগ্য কর্মী বাছাই করে নেওয়া হবে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে আবেদন জানাবেন, নিয়োগের জন্য কী কী শর্ত রয়েছে? বিস্তারিত আলোচনা করা হইলো আজকের প্রতিবেদনে। প্রতিবেদনটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।
Table of Contents
পদ সংক্রান্ত সমস্ত তথ্য:
পদের নাম:
Data Entry Operator
শূন্যপদ সংখ্যা:
মোট শূন্যপদ সংখ্যা ৫ টি।
শিক্ষাগত যোগ্যতা:
এই পদে আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীকে যে কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে। একই সঙ্গে কম্পিউটার বিষয়ে কোর্স সম্পন্ন হতে হবে এবং ইন্টারনেট সম্পর্কিত প্রাথমিক জ্ঞান থাকা প্রয়োজনীয়।
বয়স সীমা:
এই পদের জন্য আবেদন জানাতে চাওয়া প্রার্থীর বয়স সরকারি নিয়ম অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। DOB Job Vaccancy News 2024
মাসিক বেতন:
উক্ত পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন রয়েছে ১৩০০০/- টাকা।
প্রয়োজনীয় নথিপত্র:
১. ভোটার কার্ড ও আধার কার্ড
২. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
৩. কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট
৪. রঙিন পাসপোর্ট সাইজ ছবি
নিয়োগ পদ্ধতি:
এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের কম্পিউটার বিষয়ের পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য কর্মী নিয়োগ করা হবে।
নিয়োগ স্থান:
আলিপুরদুয়ার জেলার ভূমি ও ভূমি সংস্কার সংক্রান্ত বিভিন্ন B.L.&L.R.O., S.D.L.&L.R.O., D.L.&L.R.O. অফিসে উক্ত পদের জন্য কর্মী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি:
এই পদের জন্য আবেদন জানাতে ইচ্ছুক প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করে সেটা নির্ভুল ভাবে পূরণ করে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র তার সাথে যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্টি সময়ের মধ্যে জমা করতে হবে।
আপনাদের সুবিধার্থে প্রতিবেদনের শেষে আবেদনপত্র ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হয়েছে।
আবেদন জমা করার ঠিকানা:
Office of the District Magistrate & District Collector, Alipurduar, Doors Kanya, Ground Floor, P.O- Alipurduar Court, Dist- Alipurduar, Pin- 736122
আবেদন জমা করার শেষ তারিখ:
এই পদের জন্য আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। আবেদন চলবে আগামী ১৮/০৯/২৪ তারিখ পর্যন্ত।
Official Website Notice Download Link- Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।