Durga Puja News 2024: এবারের পুজোয় নয়া চমক! তৈরি করা হচ্ছে তিরুপতি ও জগন্নাথের মন্দির, কোথায় জেনে নিন।
Durga Puja News 2024:
এবার দূর্গা পুজোয় বাঙালিদের জন্য রয়েছে বড়ো চমক। এর আগে আমরা বাঁকুড়ার পূজো ও প্যান্ডেল সম্পর্কে জেনেছি এই ওয়েবসাইট থেকেই। যারা যারা বিষয়টি এখনও জানেন না তাদের উদ্দেশে বলা হলো বাঁকুড়ার দুর্গা পূজো সম্পর্কে একবার পড়ে নিতে।
এবার আমাদের কলকাতা শহরের পালা। দূর্গা পূজা আমাদের বাঙালিদের কাছে একটি ভালোবাসার বিষয়, সবচেয়ে প্রিয় ও বড়ো উৎসব। আর পূজোর এই দিনগুলোকে স্মরণীয় করতে কেউ ত্রুটি রাখে না। তবে এবার পূজোয় সবচেয়ে আকর্ষণীয় বিষয় নিয়ে আসতে চলেছে কলকাতার দুই জায়গায় পূজো কমিটি। আসুন কি কি চমক রয়েছে আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক। Durga Puja News 2024
Table of Contents
কলকাতা দূর্গা পূজা কমিটি:
একদিকে দূর্গা পূজা আমাদের প্রতিটি বাঙালির আবেগ তার ওপর আবার হিন্দু লোকসমাজ মানেই ধর্ম ন্যায় পরায়ণ। শুধুমাএ মন্দিরের দেব দেবী হিন্দু ধর্মের মানুষদের মনকে আকর্ষিত করে না মন্দিরের স্থাপত্য, শিল্প, সৌন্দর্য্য সবকিছুই আমাদের বাঙালিদের মনকে আকর্ষিত করে। তাই এবার বাঙালিদের শ্রেষ্ঠ পূজা অর্থাৎ দূর্গা পূজায় কলকাতার দুটো পূজোর থিম সেরা হতে চলেছে। কলকাতা শহরের দুই জায়গায় পূজোর থিম হিসাবে তৈরি করা হবে পুরীর জগন্নাথ দেবের মন্দির আর অন্য একটি তিরুপতি বালাজির মন্দির। যা শহরের বিখ্যাত দুই মন্দির, এবার সেজে উঠবে কলকাতা শহরের পূজো মণ্ডপে। Durga Puja News 2024
বিখ্যাত মন্দির স্থাপনের স্পট:
আর মাত্র ১ মাসের অপেক্ষা। চারিদিকে ঢাকের আওয়াজ, কাশফুল, শিউলি ফুলের গন্ধ ইতিমধ্যে বাঙালিদের মনে পূজো পূজো আমেজ তৈরি করেই দিয়েছে। এখন আরও জোড় কদমে চলছে চারিদিকে পূজোর প্রস্তুতি। প্রতিটি জায়গায় প্রতিমা সজ্জার সঙ্গে পাল্লা দিয়ে চলছে পূজোর প্যান্ডেল সজ্জার কাজ। এইসবের মধ্যে কলকাতার দুই জায়গার পূজো কমিটি শহরের মানুষদের দারুণ চমক দিলেন। শহরের দুইটি পূজোর প্যান্ডেল সেজে উঠবে দেশের দুই ঐতিহ্যবাহি মন্দিরের সজ্জায়।
জানা গিয়েছে, এই বছর কলকাতা লেক টাউনের শ্রীভূমি স্পোটিং ক্লাবের মন্দিরের থিম রাখা হয়েছে শহরের বিখ্যাত মন্দির তিরুপতি বালাজির মন্দির। আর অন্য দিকে এবার একডালিয়া এভারগ্রীন ক্লাবের মন্দিরের থিম রাখা হয়েছে পুরীর জগন্নাথ দেবের মন্দির। এই থিম পরিকল্পনার সময় পূজো কমিটির সদস্যরা মনে করেন অনেকেই আছেন যারা কোনো কারণ বশত এখনও এই দুই বিখ্যাত মন্দির দর্শনের সুযোগ পান নি, তাই এই থিমের মাধ্যমে তাদের দর্শন সম্পন্ন হবে। বিশেষত তাদের কথা এবং বাকি সকল দর্শনার্থীদের কথা চিন্তা করে তারা এই থিম তৈরির উদ্যোগ নিয়েছেন। Durga Puja News 2024
শ্রীভূমি স্পোটিং ক্লাব:
শ্রীভূমি স্পোটিং ক্লাব পূজো কমিটি কলকাতা শহরের বিখ্যাত পূজো কমিটির মধ্যে অন্যতম। প্রতিমার সাজসজ্জা নিয়ে কোনো রকম তুলনা হবে না, আবার পাশাপাশি পাল্লা দিয়ে চলছে মণ্ডপ সজ্জা। কোনটা ছেড়ে কোনটা দেখবে এমন অবস্থা তৈরি হয় সকলের। পূজোর মাএ ৪ দিন আগে থেকে না পূজোর ৭ দিন আগে থেকেই দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করে কলকাতার জনপ্রিয় পূজো প্ল্যান্ডেলগুলিতে। যার মধ্যে অন্যতম হলো কলকাতার লেকটাউন, যা কখনো ভ্যাটিকান সিটি কর্পোরেশন আবার কখনো বুর্জ খলিফার মন্ডপ তৈরি করে দর্শনার্থীদের মনে স্মরণীয় হয়ে রয়েছে। আর এবছরের পূজো প্ল্যান্ডেলের বিশেষত্ব হলো অন্ধপ্রদেশের তিরুপতি বালাজির মন্দির। Durga Puja News 2024
একডালিয়া এভারগ্রিন ক্লাব:
একডালিয়া এভারগ্রিন ক্লাবের পূজো প্রায় বরাবরই সাবেকিয়ানায় সজ্জিত থাকে। এবারও এর কিছু অনথ্যা হবে না। পূজোর প্ল্যান্ডেল থেকে প্রতিমা দুটোই অনবদ্য তৈরি করে থাকে এই একডালিয়া এভারগ্রিন ক্লাবের পূজো কমিটির সদস্যরা। এর আগের বছরও অর্থাৎ ২০২৩ সালে এই ক্লাবের পূজো প্ল্যান্ডেলের থিম ছিল মহারাষ্ট্রের জৈন মন্দিরের ধাঁচে গড়া। আর এই বছর ২০২৪ সালে এই একডালিয়া এভারগ্রিন ক্লাবের পূজোর প্ল্যান্ডেল সাঁজতে চলেছে দক্ষিণ কলকাতার জনপ্রিয় মন্দির পুরীর জগন্নাথ দেবের মন্দিরের ধাঁচে। যা বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয় ও আবেগপূর্ণ একটি তীর্থ স্থান। এই পূজো কমিটির সদস্যরা মনে করেন এই থিমটি এতো বছরের পূজোয় কেউ তুলে ধরে নি, যা এবার দর্শনার্থীদের মনে স্মরনীয় হয়ে থাকবে।
এবার শুধু দেখার অপেক্ষায় এই বছরের কোন পূজো কমিটির প্ল্যান্ডেল দর্শনার্থীদের মন কেড়ে নিতে পারবে। শুধুমাএ তাই না, এবার কলকাতায় না রাজ্যের কোন শহরের পূজো এবার দর্শনার্থীদের মন কেড়ে প্রথম স্থান অধিকার করিয়ে দেয় তাই দেখার অপেক্ষা।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।