Duyare Sarkar Camp 2024: জানিয়ে দেওয়া হলো দুয়ারে সরকার ক্যাম্প বসবার তারিখ! জানুন কবে কোথায় বসবে?
Duyare Sarkar Camp 2024:
পশ্চিমবঙ্গ বাসিন্দাদের সাহায্যের জন্য বা বলাই যায় জনকল্যাণমূলক বিষয়ের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে সরকার ক্যাম্প- এর আয়োজন করেছিলেন। এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত করার পিছনে একটাই কারণ ছিলো যাতে রাজ্যের বয়স্ক ব্যক্তিদের সরকারি কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে কষ্ট না করতে হয়। Duyare Sarkar Camp 2024
তবে বহুদিন থেকেই এই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয় নি। তাই বর্তমানে পশ্চিমবঙ্গের সকল নাগরিকদের মনে একটাই প্রশ্ন দুয়ারে সরকার ক্যাম্প আবার কবে অনুষ্ঠিত হবে? তো আসুন বেশি দেরী না করে আজকের প্রতিবেদনের মাধ্যমে জেনে নেওয়া যাক দুয়ারে সরকার ক্যাম্প সমন্ধে বিস্তারিত তথ্য।
Table of Contents
দুয়ারে সরকার ক্যাম্প:
দুয়ারে সরকার ক্যাম্প প্রথম অনুষ্ঠিত হয়েছিলো ২০২০ সালের ১ লা ডিসেম্বর। পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে সরকার ক্যাম্প আয়োজন করার পিছনে একটাই উদ্দেশ্য সেটা হলো সরকার দ্বারা প্রাপ্ত সমস্ত প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য সাধারণ মানুষদের বিশেষ করে বয়স্ক ব্যক্তিদের যাতে কোথাও দৌড়াদৌড়ি না করতে হয়, ভিড়ের মধ্যে কোথাও লাইনে দাঁড়িয়ে থাকতে না হয়। নাগরিকরা তাদের এলাকাতেই যেন তাদের প্রয়োজন মতো সব প্রকল্পের ফর্ম ফিলাপ করা থেকে শুরু করে, যেকোনো আপডেট সহজেই পেয়ে যেতে পারেন। Duyare Sarkar Camp 2024
আবার কবে হবে দুয়ারে সরকার ক্যাম্প?
প্রথম যখন দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিলো তখন বলা হয়েছিলো বছরে দুবার অর্থাৎ ছয় মাস অন্তর অন্তর অনুষ্ঠিত হবে দুয়ারে সরকার ক্যাম্প। কিন্তু কথা অনুযায়ী কাজ হয় নি, ২০২৪ সালে একবারো অনুষ্ঠিত হয় নি দুয়ারে সরকার ক্যাম্প। শোনা গিয়েছে ২০২৪ সাল অর্থাৎ এই বছরই ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে। কিন্তু নতুন এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ২ রা ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বরের মধ্যে একটি নতুন ক্যাম্প- এর আয়োজন হতে চলেছে।
দুয়ারে সরকার ক্যাম্প থেকে কি কি সুবিধা পাওয়া যাবে?
•লক্ষীর ভান্ডার প্রকল্প
•বিধবা ভাতা প্রকল্প
•বার্ধক্য ভাতা প্রকল্প
•প্রতিবন্ধী ভাতা প্রকল্প বা মানবিক ভাতা
•স্টুডেন্ট ক্রেডিট কার্ড
•কৃষক বন্ধু প্রকল্প
•মৎস্যজীবী ক্রেডিট কার্ড
•রূপশ্রী প্রকল্প
•তফসিলি বন্ধু প্রকল্প
এছাড়াও সরকার দ্বারা প্রাপ্ত সমস্ত সরকারি প্রকল্পে নতুন করে আবেদন বা আবেদন সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান করা হবে।
কেনো তৈরি করা হয়েছে এই নতুন ক্যাম্প?
পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে সরকার ক্যাম্প- এর মতো নতুন একটি জনকল্যাণমূলক ক্যাম্পের আয়োজন করতে চলেছেন। এই নতুন ক্যাম্প করার একটাই উদ্দেশ্য সেটি হল ‘শিল্পের সন্ধানে’। এই বিষয় সংক্রান্ত একটি নতুন ওয়েবসাইট খোলা হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইট সর্ম্পকে সবটা জানার জন্য এই লিঙ্কে ক্লিক করুন – Click Here
•MSME নামক একটি ক্যাম্প বসবে। এই ক্যাম্পের মূল উদ্দেশ্য ছোট ছোট শিল্পের শিল্পীদের বিভিন্ন সরকারি ভাতার সুবিধা দান করা।•প্রতিটি ব্লক/মিউনিসিপ্যালিটি বা পৌরসভা অফিস/কর্পোরেশন অফিসে এই ক্যাম্প বসবে।•তাঁতি ইত্যাদি ছোট ছোট শিল্পের জন্য বিভিন্ন সরকারি ভাতার আবেদন করা যাবে, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোনের জন্য আবেদন করা যাবে।Duyare Sarkar Camp 2024
আরও পড়ুন- Krishak Bandhu Payment 2024: কৃষকবন্ধু প্রকল্পের টাকা ব্যাংকে ঢুকেছে, যাদের ঢুকেনি কবে ঢুকবে?
কি কি সুবিধা পাওয়া যাবে এই ক্যাম্প থেকে?
১. সরকার জনকল্যাণ স্বার্থে MSME নামে একটি ক্যাম্পের আয়োজন করেছেন। এই ক্যাম্পের প্রধান উদ্দেশ্য হলো রাজ্যে ছোটো ছোটো শিল্পের শিল্পীদের বিভিন্ন রকমের সরকারি ভাতার সুবিধা প্রদান করা।
২. জেলার প্রতিটি ব্লক/মিউনিসিপ্যালিটি বা পৌরসভা অফিস/কর্পোরেশন অফিসে এই ক্যাম্প বসবে।
৩. ছোটো ছোটো শিল্পের শিল্পী বলতে বলাই যায় তাঁতি আরও ছোট ছোট শিল্পের জন্য সরকার নিজেদের তরফ থেকে বিভিন্ন ভাতার আবেদন করেছেন,
৪. এই ভাতার মাধ্যমে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের লোনের জন্য আবেদন করা যাবে।
৫. এই MSME প্রকল্পের মাধ্যমে যে কোনো সরকারি নথি সংশোধন করা যাবে, এছাড়াও সরকারি প্রকল্প সম্বন্ধীয় যে কোন সমস্যার সমাধানও করতে পারবেন। Duyare Sarkar Camp 2024
দুয়ারে সরকার ক্যাম্প ও MSME ক্যাম্পের মধ্যে কী সম্পর্ক রয়েছে?
২০২৩ সালে MSME ক্যাম্প বসার কিছুদিন পরেই ২০২৪ সালের ১ লা ডিসেম্বর দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিলো। আর এই ক্যাম্প হওয়ার কথা ছিল বছরে দুবার। যেহেতু ২০২৪ সালে আর একবারও দুয়ারে সরকার ক্যাম্প বসেনি তাই আশা করা যাচ্ছে MSME ক্যাম্প শেষ হওয়ার পরেই দুয়ারে সরকার বসবে। আর এই ডিসেম্বর মাসের শেষ দিকে বা ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে এই দুয়ারে সরকার ক্যাম্প আবার আয়োজিত করা হবে।
আরও পড়ুন- BDO Office New Recruitment 2024: ব্লক অফিসে কর্মী নিয়োগ। কোনো পরীক্ষা ছাড়াই চলবে নিয়োগ!
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।