Farmers ID Card News 2024: কৃষকদের জন্য কেন্দ্র সরকারের নতুন পরিকল্পনা! চালু হবে বিশেষ ID কার্ড, দেখুন কি কি সুবিধা পাবেন কৃষকেরা।
Farmers ID Card News 2024:
দেশের সমস্ত কৃষকদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে চালু হচ্ছে নতুন একটি উদ্যোগ। যা খুব তাড়াতাড়ি বাস্তবে রূপান্তরিত হতে চলেছে। আধার কার্ড যেমন প্রতিটি মানুষের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ একটি সরকারি নথি, ঠিক তেমনি কেন্দ্র সরকার দেশের সকল কৃষকদের একটি বিশেষ ID কার্ড দিবে বলে সিদ্ধান্ত নিয়েছেন। বলাই যেতে পারে এটি একপ্রকার বিশেষ পরিচয় পত্র কৃষকদের জন্য।
কেন্দ্র সরকার দ্বারা নেওয়া এই নতুন উদ্যোগে দেশের কৃষকদের কি কি সুবিধা হবে সেই সম্পর্কে আজকের প্রতিবেদনে আলোচনা করা হলো। যদি আপনি পেশায় একজন কৃষক হয়ে থাকেন অথবা কৃষি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তবে আজকের প্রতিবেদনের বিষয়টি আপনার জন্য অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলছে।
Table of Contents
Farmers ID Card আসলে কি?
কৃষক ID কার্ড হলো আধার কার্ডের মতোই একটি সরকারি নথিপত্র, যা বিশেষ ভাবে কৃষকদের পরিচয় পত্র হিসেবে ব্যবহার করা হবে। এই বিশেষ কৃষক ID কার্ডটি Unique Farmers ID Card নামেও পরিচিত। কেন্দ্র সরকারের বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে, এই বিশেষ আইডি কার্ডটির মাধ্যমে একজন কৃষকের জমি সম্পর্কিত যাবতীয় তথ্য সরকারের কাছে থাকবে। যাকে বলা যায় একটি কৃষকের ডিজিটাল পরিচয় পত্র।
কৃষক ID কার্ডের সুবিধাগুলি কি কি রয়েছে?
১. এই কৃষক আইডি কার্ডের মাধ্যমে সরকার অতি সহজেই জানতে পারবেন একটা কৃষকের জমি সম্পর্কিত তথ্য। যেমন- জমির পরিমাণ, ঋতু অনুযায়ী কোন ফসল চাষ হচ্ছে? এই সব জানতে কৃষকদের আলাদা করে কোথাও আবেদন জানাতে হবে না। সরাসরি এই বিশেষ ID কার্ডের মাধ্যমে জমি সংক্রান্ত সব তথ্য সরকারের কাছে থাকবে। Farmers ID Card News 2024
২. এই বিশেষ আইডি কার্ডটির মাধ্যমে কৃষকেরা খুব সহজেই ফসলের বীমা ও ফসলের জন্য ঋণ হিসেবে টাকাও নিতে পারবেন।
৩. ফসলের বীজ রোপন করার পর তার পরবর্তী আপডেট এবং আপনার জমির নক্সা সমন্ধেও জানতে পারবেন।
সরকার এই বিশেষ আইডি কার্ড বিতরণ কবে থেকে শুরু করছে?
কেন্দ্র সরকার খুব শীঘ্রই কৃষকদেরকে এই বিশেষ আইডি কার্ড দেওয়া শুরু করবে। সরকারের নির্দেশ মতো এই বিশেষ আইডি কার্ডগুলি তৈরি ও রক্ষনা বেক্ষনের দায়িত্ব থাকবে প্রতিটি রাজ্যে ও কেন্দ্র সরকারের ওপরে। ঠিক কোন তারিখে দিবে এই বিশেষ আইডি কার্ড সেটার নির্ধারিত তারিখ বা সময়সূচি এখনও জানানো হয় নি। তবে এতটুকু জানানো হয়েছে, ২০২৫-২৫ এর অর্থবছরের মধ্যে দেওয়া শুরু হয়ে যাবে।
কেন্দ্র সরকার জানিয়েছেন, প্রথম ধাপে দেশের ৬ কোটি কৃষকদের দেওয়া হবে বিশেষ কৃষক আইডি কার্ড বা Unique Farmers ID Card । এরপর ধীরে ধীরে কৃষক সংখ্যা বাড়বে। মোদী সরকার জানান, বর্তমানে পিএম কিষান যোজনার তালিকায় রয়েছে দেশের ১১ কোটি কৃষক। ধীরে ধীরে ২০২৬-২৭ সালের মধ্যে দেশের পিএম কিষান যোজনার তালিকায় নাম নথিভুক্ত থাকা সেই সব কৃষকদেরকে এই বিশেষ আইডি কার্ডটির মাধ্যমে কৃষকের ডিজিটাল পরিচয় পত্র দেওয়া হবে।
আরও পড়ুন- Aadhaar Card Update Process 2024: জানুন কিভাবে বিনামূল্যে আধার কার্ড আপডেট করবেন?
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।