Forest Guard Recruitment 2024: আবেদন পদ্ধতি, শূন্য পদ, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি বিস্তারিত দেখুন
Forest Guard Recruitment 2024
বন দপ্তর বিভাগ :
দেশের সমস্ত পশু পাখির সুরক্ষার জন্য বন দপ্তর বিভাগ তৈরি করা হয়েছে। এছাড়াও প্রাকৃতিক বন ও বন্য পশু পাখির উন্নয়ন এবং সুরক্ষার জন্য কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে এই বন দপ্তর। বাংলাদেশে প্রথম এই বন দপ্তর বিভাগ তৈরি করা হয়। ধীরে ধীরে সম্পূর্ন দেশের প্রায় বেশিরভাগ রাজ্যে বন দপ্তর চালু করা হয়। এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু পর্যটকরা পরিদর্শনে আসে এই বন দপ্তর গুলিতে ভ্রমণের জন্য।
সর্ম্পূণ দেশ জুড়ে এই বন দপ্তর গুলির সুরক্ষার জন্য পাহাড়া দেওয়ার ব্যাবস্থা করা হয়েছে। এবং সেই হিসেব মতো বর্তমানে ২০২৪ – এ বন দপ্তর পাহাড়ার জন্য নতুন অনেকগুলি কর্মী নিয়োগ করা হচ্ছে। Forest Guard Recruitment 2024
Table of Contents
Forest Guard Recruitment 2024 :
যেসব ব্যাক্তিরা বেকার বসে রয়েছেন এবং চিন্তায় রয়েছেন কি কাজ করবেন, তাদের জন্য সুখবর রয়েছে। বন ও জলবায়ু পরিবর্তন বিভাগের তরফ থেকে Forest Guard সহ একাধিক শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
কারা পারবেন আবেদন করতে? কিভাবে আবেদন করবেন? কোথায় গিয়ে আবেদন করবেন? কাজের কি কি পদ রয়েছে? কতগুলি শূন্য পদ রয়েছে? মাসিক বেতন কত? শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে ও বয়স সীমা কত হতে হবে? সবটা নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। Forest Guard Recruitment 2024
১. পদের নাম :
মোট তিনটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে, যেগুলো হলো –
✓ ফরেস্ট গার্ড
✓ ভেহিকেল ড্রাইভার
✓লাইট ভেহিকেল ড্রাইভার
২. শূন্য পদ :
সব মিলিয়ে মোট শূন্য পদ সংখ্যা রয়েছে ১,৬২৭ টি।
• ফরেস্ট গার্ড শূন্য পদ সংখ্যা – ১,৪৮৪ টি
• ভেহিকেল ড্রাইভার শূন্য পদ সংখ্যা – ৭৭ টি
• লাইট ভেহিকেল ড্রাইভার শূন্য পদ সংখ্যা – ৬৬ টি
আরও পড়ুন- Aadhar Big Update 2024: এইমাত্র আধার কার্ড নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত!
৩. শিক্ষাগত যোগ্যতা :
• ফরেস্ট গার্ড –
ফরেস্ট গার্ডের কর্মী পদে নিয়োগের জন্য ইচ্ছুক প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে।
• ভেহিকেল ড্রাইভার এবং লাইট ভেহিকেল ড্রাইভার –
ভেহিকেল ড্রাইভার এবং লাইট ভেহিকেল ড্রাইভারের কর্মী পদে নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম মাধ্যমিক পাশ থাকতে হবে। তার সাথে নিজস্ব ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং কম পক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
৪. বয়স সীমা :
উক্ত পদ গুলিতে ইচ্ছুক আবেদনকারীর বয়স সীমা থাকতে হবে সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত। ১/১/২৩ পর্যন্ত বয়স হিসেব করার পর যেন এই বয়স আসে, তবেই পারবে উক্ত পদ গুলিতে আবেদন করতে।
এছাড়া সরকারি নিয়ম অনুযায়ী জানানো হয়েছে, SC/ST ক্যাটাগরির প্রার্থীরা ৫ বছর এবং OBC ক্যাটাগরির প্রার্থীরা ৩ বছর বয়স ঊর্ধ্বসীমার দিক দিয়ে ছাড় পাবেন।
৫. মাসিক বেতন সীমা :
• ফরেস্ট গার্ড – ১৯০০ টাকা।
• ভেহিকেল ড্রাইভার – ২২০০ টাকা।
• লাইট ভেহিকেল ড্রাইভার – ১৯০০ টাকা।
৬. আবেদন পদ্ধতি :
উক্ত পদগুলিতে ইচ্ছুক আবেদন প্রার্থীরা পুরোপুরি অনলাইন পদ্ধতির মাধ্যমে আবেদন করতে পারবেন।
আরও পড়ুন- Ration Card update 2024: এই কাজটি না করলে বাতিল হবে রেশন কার্ড!
৭. কিভাবে আবেদন করবেন?
√ প্রথমত, বন দপ্তর বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের নাম নথি ভুক্ত করতে হবে।
√ দ্বিতীয়ত, আবেদনকারীকে সঠিক তথ্য সেখানে জমা করে নির্ভুল ভাবে সামনে আসা ফর্মটিকে পূরণ করতে হবে।
√ এরপর ফর্মটির সাথে সেখানে উল্লেখিত সমস্ত নথি পত্রগুলি আপলোড করতে হবে।
√ সব শেষে সবটা ভালো মতো একবার যাচাই করে আবেদন ফি জমা করে ফর্মটি জমা দিতে হবে।
• প্রয়োজনে আপনি আপনার নিকটবর্তী সাইবার ক্যাফের সাহায্য নিতে পারেন অথবা চাইলে বাড়িতে বসে নিজেও করতে পারবেন ফর্ম ফিলাপ প্রক্রিয়াটি।
৮. আবেদন ফি :
সরকার দ্বারা পরিচালিত হওয়া এই Forest Guard Recruitment 2024 – এর আবেদন ফি OBC/ General ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৩৮. আবেদন ফি : ৫০ টাকা এবং SC/ST ক্যাটাগরির প্রার্থীদের জন্য ২৫০ টাকা রাখা হয়েছে।
৯. আবেদন প্রক্রিয়া শুরু :
উক্ত পদ গুলিতে আবেদন করার তারিখ শুরু হয়েছে ২০২৪ – এর ১২ ই জুন থেকে।
১০. আবেদনের শেষ তারিখ :
উক্ত পদ গুলিতে আবেদনের শেষ তারিখ ঘোষণা করা হয়েছে ২০২৪ – এর ১ লা জুলাই।
Official Website Link- Click Here
প্রতিনিয়ত খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।