Free Solar Panel Scheme 2024: কেন্দ্র সরকার দিচ্ছে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি! এভাবে আবেদন করুন।

Free Solar Panel Scheme 2024: কেন্দ্র সরকার দিচ্ছে ৩০০ ইউনিট বিদ্যুৎ ফ্রি! এভাবে আবেদন করুন।

Free Solar Panel Scheme 2024:

দেশের বিভিন্ন প্রান্তে ফ্রি বিদ্যুৎ পৌঁছে দিতে চলেছে কেন্দ্র সরকারের এই নতুন স্কিম, যার নাম ‘প্রধানমন্ত্রী সোলার ঘর যোজনা।’ আসুন এবার দেখে নেওয়া যাক কিভাবে কি করলে এই সুবিধা পাবেন।

চলতি বছরের শুরুর দিকেই এই যোজনার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাই অনেক সাধারণ মানুষ ইতোমধ্যেই আবেদন শুরুও করেছে এবং এই প্রকল্পের জন্য 75,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। তাই এই সুযোগ হাত ছাড়া করলে পরবর্তিতে আপনাকেই পস্তাতে হবে। Free Solar Panel Scheme 2024

সোলার ঘর যোজনা কি? কেন এই সোলার প্যানেল যোজনা চালু করা হয়েছে? কিভাবে আবেদন করবেন? আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে? আবেদন পদ্ধতি কি রয়েছে? সাধারণ মানুষের কি লাভ হবে? এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হল, অবশ্যই শেষ পর্যন্ত দেখুন।

সোলার ঘর যোজনা কি?

রাজ্য সরকার বলুন আর কেন্দ্র সরকার উভয়েই যৌথ ভাবে সাধারণ মানুষের কথা চিন্তা করে একের পর এক জনমুখী প্রকল্প নিয়ে আসে, ঠিক তেমনই সাধারণ মানুষের কথা চিন্তা করে কেন্দ্রীয় সরকার এই সৌর ঘর যোজনা বা সোলার ঘর যোজনা শুরু করেছেন। সমগ্র দেশবাসীর সার্বিক উন্নয়নের উদ্দেশ্য প্রধানমন্ত্রীর এই উদ্যোগ। এই সোলার ঘর যোজনা বা সৌর ঘর যোজনার মাধ্যমে নিজের বাড়ির ছাদে সোলার প্যানেল (Solar Panel) লাগিয়ে সৌরশক্তিকে (Solar Energy) কাজে লাগিয়ে বিদ্যুৎ (Electricity) তোরি করতে পারবে। এই সোলার প্যানেল লাগানোর ফলে সাধারণ মানুষকে আর বিদ্যুৎ বিল দিতে হবেনা।

সোলার ঘর যোজনা কেন চালু করা হয়েছে?

ভারতবর্ষে সোলার ঘর বা সৌর ঘর যোজনা চালু করা বহু কারণ রয়েছে যেমন –

1) সমগ্র দেশের মানুষকে বিদ্যুৎ বিষয়ে স্বনির্ভর করে তোলা।

2) এতদিন মানুষ যে চিরাচরিত ভাবে বিদ্যুৎ পেয়ে আসছিল তার বোঝা কমানো।

3) ভারতবর্ষে চিরাচরিত বিদ্যুতের ব্যবহার কামনো এবং অ-চিরাচরিত বিদ্যুতের ব্যবহার বাড়ানো।

4) দেশকে দূষণ মুক্ত করতে কয়লার ব্যবহার কমানোর উদ্দেশ্যে এই সোলার ঘর যোজনা চালু করা হয়।

5) দেশের প্রত্যেকটি বাড়িতে ইলেক্ট্রিসিটির বিল মুক্ত করতে এবং সোলার শক্তি পৌঁছে দেওয়ার জন্য এই সৌর ঘর যোজনা শুরু করেছে।

এই সমস্ত কারণ ছাড়াও আরও অনেক কারণ রয়েছে এই সৌর ঘর যোজনার চালু করার পিছনে।

Free Solar Panel Scheme 2024
Free Solar Panel Scheme 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

সাধারণ মানুষের কি লাভ হবে?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশা করছেন এই সৌর ঘর যোজনার মাধ্যমে সাধারণ মানুষের একাধিক লাভ হতে পারে, যেমন –

1) সর্বপ্রথম এই সৌর ঘর যোজনার মাধ্যমে সাধারণ মানুষ তাদের বাড়ির ছাদে ৩০০ ইউনিট সোলার বিদ্যুৎ বিনামূল্যে পেয়ে যাবে। প্রায় ১ কোটি পরিবার এই Free Solar Power পাবে।

2) এই সৌর ঘর যোজনার মাধ্যমে নিজের বাড়ির ছাদে সোলার প্যানেল লাগানোর জন্য ভারতের অন্যতম বৃহত্তম ব্যাংক অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI) থেকে দুই লক্ষ টাকা ঋণ (Loan) পেয়ে যাবেন। তাই আপনার ঘর থেকে টাকা বের না করেই এই কাজ সম্পূর্ণ করতে পারবেন।

3) নিজের বাড়িতে যেটুকু বিদ্যুৎ ব্যবহার হচ্ছে সেটুকু ব্যবহার করে বাকি বাড়তি বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করে টাকা উপার্জন করতে পারবেন। Free Solar Panel Scheme 2024

4) এই সৌর ঘর যোজনার মাধ্যমে যদি কোনো ব্যাক্তি 3KW এর সোলার প্যানেল বসান তাহলে তিনি 78,000 টাকা অনুদান (Subsidy) পেয়ে যাবেন।

আবেদন পদ্ধতি কি?

সম্পুর্ণ অফলাইনে আবেদন করতে পারবেন, তার জন্য অবশ্যই সোলার ঘর যোজনা বা সৌর ঘর যোজনার অফিশিয়াল ওয়েবসাইটে নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে। তারপর সেই ফর্ম নিয়ে State Bank of India (SBI) ব্যাংকে যোগাযোগ করতে হবে এবং ব্যাংক থেকে ঋণ দিয়ে আপনার সোলার প্যানেল লাগানোর কাজ শুরু হয়ে যাবে। Free Solar Panel Scheme 2024

কি কি ডকুমেন্ট লাগবে?

সাধারণত ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট সাইজ ফটো, মোবাই নম্বর, ইমেইল আইডি ইত্যাদি গুরুত্ত্বপূর্ণ কাগজপত্র গুলো প্রয়োজন হবে।

আরও বিস্তারিত জানতে অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন এবং এই সৌর ঘর যোজনা সম্পর্কিত যাবতীয় তথ্য সংগ্রহ করুন।

Official Website Link- Click Here

আরও পড়ুন- Gram Panchayat Recruitment 2024 : শুরু হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ!

Leave a Comment