Government of West Bengal: বাজারে যাওয়া এখন অতীত! বাড়ি বসেই মিলবে সস্তায় আলু, পেঁয়াজ! দুর্দান্ত উদ্যোগ রাজ্য সরকারের।

Government of West Bengal: বাজারে যাওয়া এখন অতীত! বাড়ি বসেই মিলবে সস্তায় আলু, পেঁয়াজ! দুর্দান্ত উদ্যোগ রাজ্য সরকারের।

Government of West Bengal:

আলু, পটল থেকে পেঁয়াজ, রসুন, সবজিতে হাত দিলেই এখন ছ্যাঁকা লাগছে পকেটে। সবজির দাম হু হু করে বেড়ে চলেছে। আগে যেখানে 500 টাকায় ব্যাগ ভর্তি বাজার হতো, এখন তা ব্যাগের একটা কোণায় পড়ে থাকে।

ইতিমধ্যেই দাম নিয়ন্ত্রণ করার জন্য সরকারের তরফ থেকে নানান পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সাময়িক কিছু স্বস্তি মিললেও সম্পূর্ণ সুরাহা হচ্ছে না।

রাজ্যবাসীর জন্য এবার বড়োসড়ো উদ্যোগ সরকারের

বিগত কয়েক মাসের চেয়ে অনেকটাই সবজির দাম বেড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দামে রাশ টানতে নিজেই উদ্যোগী হয়েছিলেন। তিনি দাম নিয়ন্ত্রণের জন্য নির্দেশিকা জারি করার পাশাপাশি সারপ্রাইজ ভিজিটও শুরু হয়েছে। রাজ্য সরকারের এই উদ্যোগের ফলে দু’দিন পরিস্থিতি ঠিক থাকলেও ফের আবার বেশি দামে সবজি কিনতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ। এমতাবস্থায় রাজ্যের কিছু এলাকায় ন্যায্য মূল্যের সবজি বিক্রি শুরু হল।

Government of West Bengal
Government of West Bengal
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

এর আগে কলকাতার বুকে সুফল বাংলা বিপণি এবং ভ্রাম্যমাণ গাড়ি চালু হওয়ার কারণ সাধারণ মানুষের বেশ সুবিধা হয়েছিল। এই গাড়িগুলিতে বাজারের চেয়ে খানিকটা কম দামে সবজি পাওয়া যায়। এর ফলে বহু সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছিল। এবার নদীয়া জেলায় ভ্রাম্যমাণ ন্যায্য মূলের দোকান চালু হল।

সম্প্রতি জেলাশাসক এস অরুণ প্রসাদ কৃষ্ণনগরের প্রশাসনিক ভবন থেকে এই ন্যায্যমূল্যের ভ্রাম্যমাণ গাড়ির উদ্বোধন করেছেন। জানা যাচ্ছে, এই গাড়িতে 28 টাকা কেজি আলু, 20 টাকা কেজি পটল, 38 টাকা কেজি পেঁয়াজ, 200 টাকা কেজি রসুন পাওয়া যাচ্ছে।

Government of West BengalOfficial Website Click Here

আরও পড়ুনঃ Bankura Tour Spot 2024: শহর থেকে দূরে পাহাড় এবং জঙ্গলে ঘেরা! আকাশের বুকে মেঘের আলোয়, কম খরচে ঘুরে আসুন জায়গাটি থেকে।

Leave a Comment