Government of West Bengal 2024: বাংলায় শিল্প নেই, চাকরি নেই, সন্দেশখালির খবর, কিন্তু এবারের 1 টি খবর প্রতিটা বাঙালিকে চরম লজ্জার মুখে ফেলে দিয়েছে!
Government of West Bengal 2024:
বাংলায় শিল্প নেই, চাকরি নেই তাই আমাদের বাংলার বাইরে কাজের জন্য যেতে হয়। বড়ো চাকুরে, মাঝারী চাকুরে বা সাধারণ শ্রমিক সব জাতীয় মানুষই বাংলার বাইরে যায় কারণ সবাই কোনো না কোনো ভাবে পরিযায়ী শ্রমিক। চিকিৎসার কারণে বাংলার বাইরে বিশেষ করে দক্ষিণের রাজ্যে যেতেই হয়। কলকাতা এক সময় দেশের এক নম্বর ছিল, বাংলা ছিল দেশের সেরা, আর আজ এমন দুর্দশার কথা শুনতেই হয় আর যাই হোক সেসব আমরা মেনে নিতাম। সব কিছুরই ভালো মন্দ সময় থাকে, সেই সময় আমাদের ভালো সময় ছিল আজ খারাপ কিন্তু ভবিষ্যতে আবারও ভালো সময় আসবে। এরপরই খবর এলো সন্দেশখালির খবর, পরিচিত লোকে জিজ্ঞাসা করত আসলে কি খবর, এমন কিছু হয় ওখানে?
Table of Contents
কিন্তু এবারের খবর প্রতিটা বাঙালিকে চরম লজ্জার মুখে ফেলে দিয়েছে, সম্পূর্ণ ভারত তথা পৃথিবীর মানুষ ভাবছে এমনটাও হতে পারে! বিকৃত মানসিকতার অপরাধীরা অনেক ধরনের অপরাধ করতে পারে। বিভিন্ন ক্ষেত্রে তারা বিকৃত- নৃশংস অপরাধ করতে পারলেই চরম আনন্দ পায়। সরকার – পুলিশ – প্রশাসন – আদালত তাদের চিহ্নিত করে শাস্তি দেয়। কিন্তু একটা জায়গার সিস্টেম অপরাধীদের এভাবে আড়াল করার চেষ্টা করতে পারে! বিচারের দাবিতে সাধারণ মানুষ আওয়াজ তুলতে সোস্যাল মিডিয়ায় ভয় দেখিয়ে সরকার হুমকি দেয়। আর সেই সমস্ত জায়গার মানুষ এদের গণতান্ত্রিক পদ্ধতিতে জিতিয়ে ক্ষমতায় আনতে সাহায্যে করে। Government of West Bengal 2024
আজ বাঙালী হিসাবে মাথা উঁচু করে বলবার কিছু আর বাকি নেই। সকল বাঙ্গালীর মাথা আজ নত হয়ে গিয়েছে, সকলের শেষ সম্বল লজ্জা ও সম্মান আজ মাটির সঙ্গে মিশে গিয়েছে।তদন্ত আজ কেন্দ্রীয় সরকারের কাছে। আশা করি দেশ অপরাধীদের খুঁজে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে অপরাধীদের। আজ আমাদের দেশে নারী নির্যাতন, হত্যা ও বিভিন্ন অপরাধ মূলক কাজ কত বেড়ে গিয়েছে তার একটি গড় হিসাব নিম্নে আপনাদের সামনে তুলে ধরা হলো।
অপরাধমূলক কাজ | দৈনিক গড় সংখ্যা |
রেপ | ৮৬ টি |
মহিলা খুন | ৭৮ টি |
নারী নির্যাতন | ১২৩০ টি |
কন্যা ভ্রূণ হত্যা | ২০০০ টি |
এগুলি গুগল অনুযায়ী ২০২২/২০২৩ সালের তথ্য এবং এগুলি রিপোর্টেড সংখ্যা। ভ্রূণ হত্যা বা রেপ এই ধরনের ঘটনাগুলি অনেক দেশেই সামাজিক কারণে পুলিশ রিপোর্ট করা হয় না। সুতরাং রিপোর্টেড অপরাধের সংখ্যায় এতো বেশি তাহলে বাকিটা আপনারা বুঝতেই পারছেন। Government of West Bengal 2024
প্রথম তিনটি অপরাধমূলক কাজ বাইরের লোকেরা করলেও শেষের কাজটি অর্থাৎ ভ্রূণ হত্যা পরিবারের লোকেদের দ্বারাই হয়। যেখানে একটা সন্তান কন্যা জন্মাবে জেনে সে পৃথিবীর আলো দেখার আগেই মায়ের গর্ভেই তাঁকে মেরে ফেলা হয়। তাহলে এই সমাজে নারীরা আর কতটা সুরক্ষিত থাকবে ভেবে দেখুন তো? Government of West Bengal 2024
আমাদের সমাজের সমস্যাটা কি? আর কিভাবে এই সমস্যার সমাধান হবে? যদি আপনাদের কারোর কাছে কোনো রকম উপায় জানা থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন।
বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত।