Govt Holiday News 2024: সরকার থেকে আবার ছুটির ঘোষণা! বন্ধ থাকছে বিদ্যালয় সহ সরকারি দপ্তর।
Govt Holiday News 2024:
আবার একটানা ছুটির দিন ঘোষণা করলেন রাজ্য সরকার। এর আগের মাসে অর্থাৎ কিছুটা তীব্র গরমের মাঝেও বেশি ছুটি পায় নি সরকারি দপ্তরগুলি।
পড়ুয়াদের এই গরমে একভাবে স্কুল যেতে হয়েছিলো, তার সাথে সরকারি দপ্তরের কাজও বন্ধ ছিলো না। কিন্তু এই আগস্ট মাসে রয়েছে অনেকগুলি ছুটির ঘোষণা।
Table of Contents
August Holiday Update:
আগস্ট মাসে রয়েছে সরকার থেকে অনেকগুলি ছুটির দিনের তালিকা। সরকারি দপ্তর সমেত বিদ্যালয় ও সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। ছুটির ঘোষণা যেন দৈনিক কর্মরতদের মনে একরাশ খুশির বন্যা বয়ে আনে আর কম খুশিও হয় না পড়ুয়ারা। আগস্ট মাসের কোন কোন দিন সরকারি দপ্তর সমেত বিদ্যালয়গুলি বন্ধ থাকবে তার একটি তালিকা ছকের মাধ্যমে তৈরি করে নিম্নে তুলে ধরা হলো।
ছুটির তারিখ | উপলক্ষ্য |
১০ই আগস্ট | মাসের দ্বিতীয় শনিবার ( ব্যাঙ্ক বন্ধ) |
১১ ই আগস্ট | রবিবার ( সরকারি মতে বিদ্যালয় সহ সরকারি দপ্তর বন্ধ) |
১৫ ই আগস্ট | স্বাধীনতা দিবস ( সম্পূর্ণ দেশে ছুটি) |
১৭ ই আগস্ট | শনিবার ( বিদ্যালয় বন্ধ ও অফিস অর্ধেক সময় বন্ধ থাকবে) |
১৮ ই আগস্ট | রবিবার (সব ছুটি) |
১৯ শে আগস্ট | রাখি পূর্ণিমা ( বিদ্যালয় সমেত সব অফিস বন্ধ) |
২৪ শে আগস্ট | চতুর্থ শনিবার (ব্যাঙ্ক বন্ধ) |
২৫ শে আগস্ট | রবিবার ( সবকিছু বন্ধ) |
২৬ শে আগস্ট | সোমবার ( জন্মাষ্টমী ) |
উপরের ছুটির তালিকা দেখে বুঝতেই পারছেন এই আগস্ট মাসে অনেকগুলো ছুটি রয়েছে সরকারি মতে। তো আর বেশি দেরি না করে, ব্যস্ততম জীবনের ক্লান্তি দূর করতে তৈরি করেই ফেলুন ছুটির দিনগুলোতে কাছে কোথাও থেকে ঘুরে আসার প্ল্যান।
WBCSSC | Click Here |
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।