Govt New Rules On High Security Number Plate 2024: বাতিল করা হলো পুরোনো নাম্বার প্লেট, নয়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ সরকারের!
Govt New Rules On High Security Number Plate 2024:
পশ্চিমবঙ্গ সরকার ২০১৯ সাল থেকে গাড়ির পিছনে হাই সিকিউরিটি নম্বর প্লেট দেওয়া চালু করেছে। যত দিন যাচ্ছে বিভিন্ন দরকারে মানুষের যাতায়াত বাড়ছে আবার প্রয়োজনে তার সাথে বাড়ছে রাস্তাঘাটে গাড়ির সংখ্যা। উপরন্তু যানবাহনের অর্থাৎ গাড়ির সংখ্যা এত বেশি পরিমাণে হচ্ছে যে বেশিরভাগ সময় রাস্তায় ট্রাফিক জ্যাম লেগেই রয়েছে তার সাথে পায়ে হেঁটে তাড়াতাড়ি যাওয়ার মতো পরিস্থিতি নেই। ব্যস্ত শহরের মাঝে যাতে গাড়িগুলি চিনতে পারা যায় সেই কারণ বশত গাড়ির পিছনে নাম্বার প্লেট বসানো হয়েছে এবং এটা খুবই জরুরি। আর গাড়ির এই নাম্বার প্লেটগুলো শব্দ ও বিভিন্ন সংখ্যার সমন্বয়ে তৈরি করা হয়েছে।
Table of Contents
উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেটটি বা হাই সিকউরিটি নাম্বার প্লেট আসলে কি?
এই নাম্বার প্লেটগুলি আসলে নকল, চোরাই যানবাহনগুলি দিয়ে করা বিভিন্ন অপরাধমূলক কাজ ধরতে এবং সেগুলি বন্ধ করতে ব্যবহার করা হয়। অর্থাৎ যাতে সহজেই গাড়ি শনাক্ত করা যায় সেই কারনে উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেট ব্যবহার করা বাধ্যতামূলক। এই নাম্বার প্লেটগুলি অ্যালুমিনিয়াম ও আরও উন্নত মানের ধাতু দিয়ে তৈরী করা হয় যাতে বহু বছর এই নাম্বার প্লেটগুলি স্থায়ী হয়। এই উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেটগুলিতে স্বতন্ত্র শনাক্তকরণ বিভিন্ন নাম্বার দেওয়া থাকে যা যে কোনো যানবাহন ট্র্যাকিং ও শনাক্ত করতে সুবিধা হয়।
এই উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেট গুলি তৈরি হয় কিছু অক্ষর ও সংখ্যার সমষ্টিতে অর্থাৎ অক্ষর ও সংখ্যা মিলিয়ে মোট ১০টি থাকবে। তার মধ্যে প্রথম ২টি অক্ষর থাকে নিজস্ব রাজ্যের নামে। যেমন- পশ্চিমবঙ্গের গাড়ি হলে WB, হরিয়ানার গাড়ি HR এবং দিল্লির গাড়ি DL। এমনি যেই যেই রাজ্যর গাড়ি থাকবে সংক্ষেপে প্রথমে সেই রাজ্যের নাম থাকে। এরপর থাকে ২টি সংখ্যা যেটা ওই রাজ্যের জেলার ক্রমিক সংখ্যা হয়। এরপরের ২টি অক্ষর হয় ওই রাজ্যের ওই জেলার গাড়ির সিরিজ সংখ্যা। অবশেষে থাকে ৪টি ইউনিক সংখ্যা, যেটা খুব দরকারী। এই ইউনিক নম্বরের বিশেষ সংখ্যা বা VIP নম্বরের জন্যে RTO- কে অনেকটা টাকা দিতে হয়।
উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেট কারা ব্যবহার করে থাকেন?
সড়ক পরিবহন মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, সমস্ত গাড়ির মালিকদের ২০২২ সালের জুলাই মাসের মধ্যে একটি উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেট ব্যবহারের জন্য বলা হয়েছিলো। বলা হয়েছিলো এই নাম্বার প্লেটগুলি ব্যক্তিগত ও বাণিজ্যিক সব যানবাহনের জন্য আবশ্যক। যেমন- বড়ো গাড়ি, মোটরসাইকেল, ট্রাক, জিপ, ভ্যান ইত্যাদি। যদি কোনো গাড়িতে এখনও নাম্বার প্লেট লাগানো না হয়ে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে সরকারকে জরিমানা দিতে হবে। তাই এই জরিমানা এড়িয়ে চলতে এবং গাড়ির নিরাপত্তা নিশ্চিত করতে অবশ্যই গাড়ির নাম্বার প্লেট ব্যবহার করুন। Govt New Rules On High Security Number Plate 2024
উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেটগুলির সুবিধা কি রয়েছে?
উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেটগুলির অনেক কিছু সুবিধা রয়েছে। সেগুলি সর্ম্পকে নিম্নে আলোচনা করা হলো।
জাল বা নকলের বিরোধীতা করা:
উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেটগুলিকে নকল করা খুবই কঠিন কাজ, স্বাভাবিক ভাবেই এই উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেটগুলিকে নকল করা অসম্ভব বিষয়। Govt New Rules On High Security Number Plate 2024
গাড়ির নিরাপত্তা বজায় রাখা:
যে কোনো গাড়ির নিরাপত্তা বজায় রাখতে উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেটগুলি ব্যবহার করা প্রয়োজন। এর আরও একটি অন্যতম কারণ হলো গাড়ি সম্পর্কিত প্রতারণামূলক কার্যকলাপ বন্ধ করা। আরও একটি সহজ বিষয় হলো যদি কোনো ভাবে আপনার গাড়ি চুরি যায়, সেই ক্ষেত্রে মালিকের গাড়ির উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেট ব্যবহার করে গাড়িটি পুনরুদ্ধার করা সম্ভব হবে। Govt New Rules On High Security Number Plate 2024
গাড়ি শনাক্তকরনের সহজ উপায়:
গাড়ির উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেট যে কোনো গাড়ি শনাক্তকরনের কাজে লাগে। যার ফলে কোনো অনৈতিক কার্যকলাপ হলে সহজেই অপরাধীকে ধরা সহজ হয়ে উঠবে। এছাড়াও দুর্ঘটনায় জড়িত যে কোনো গাড়ি গুলিকে খুঁজে বের করা সহজ হয়ে ওঠে। Govt New Rules On High Security Number Plate 2024
আইন সম্মত নির্দেশ:
পশ্চিমবঙ্গের বিভিন্ন আইনগুলির মধ্যে অন্যতম হলো প্রতিটি গাড়ির পিছনে উচ্চ নিরাপত্তা সম্পন্ন নাম্বার প্লেট বসানো। তার সাথে এটাও নিশ্চিত হবে আপনি যদি আপনার গাড়িতে উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেট বসানো থাকে তো সেই ক্ষেত্রে গাড়ি চালানোর জন্য জরিমানা দেওয়ার সম্ভাবনা কম থাকবে।
সবশেষে, এমন কিছু লোক রয়েছে যারা অবৈধভাবে গাড়ির রেজিস্ট্রেশন প্লেটে ফন্ট এবং স্টাইল ব্যবহার করে, যা ট্রাফিক পুলিশকে অনেক সময় বিব্রত করে তোলে। কিন্তু উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেট- এর সঙ্গে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার দেখানোর জন্য একটি সামঞ্জস্যপূর্ণ বিন্যাস রয়েছে, যেটা যে কোনো অযোগ্য গাড়ির নকশার কারণে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে সাহায্য করবে। Govt New Rules On High Security Number Plate 2024
পরিবহন দপ্তরের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি:
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সমস্ত যানবাহনের উদ্দেশ্যে উচ্চ নিরাপত্তা সম্পন্ন নাম্বার প্লেট বা হাই সিকিউরিটি নাম্বার প্লেট সর্ম্পকে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছেন। অনেকসময় রাস্তায় দেখা যায়, রেজিস্ট্রেশন করা গাড়িগুলিও উচ্চ নিরাপত্তাযুক্ত নাম্বার প্লেট ছাড়াই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। আবার অনেক সময় এটাও দেখা যায়, ট্রাফিক পুলিশ দিয়ে সতর্ক করার পরেও কোনোভাবেই সমস্যার সমাধান হচ্ছে না। তাই এইরকম নানান কঠিন পরিস্থিতিকে সামলাতে নতুন সিদ্ধান্ত নিলো রাজ্য পরিবহন দপ্তর। প্রতিটি গাড়িতে উচ্চ নিরাপত্তা সম্পন্ন নাম্বার প্লেট বসানো বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। সাথে গাড়িতে সেই উচ্চ নিরাপত্তাযুক্ত নাম্বার প্লেট বসানোর সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। Govt New Rules On High Security Number Plate 2024
সম্প্রতি এক বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, এখন থেকে অর্থাৎ চলতি বছর থেকেই প্রতিটি গাড়িতে উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেট বসানোর শেষ তারিখ ঘোষণা করা হয়েছে। সেই অনুযায়ী যেই সমস্ত গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের এর শেষ সংখ্যা ১,২,৩ ও ৪, তাদের জন্যে গাড়িতে উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেট বসানোর শেষ তারিখ চলতি বছরের ১৫ ই আগস্ট। এরপর যেই সমস্ত গাড়ির শেষ সংখ্যা ৫ এবং ৬ সেই সমস্ত গাড়িতে উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেট লাগানোর শেষ তারিখ ১৫ ই সেপ্টেম্বর এবং ৭ ও ৮ সংখ্যার যে সব গাড়ি রয়েছে তাদের ক্ষেত্রে উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেট বসানোর শেষ তারিখ ১৫ ই অক্টোবর। সবশেষে ৯ এবং ০ সংখ্যা যেগুলি রয়েছে সেই ক্ষেত্রে উচ্চ নিরাপত্তাযুক্ত এই নাম্বার প্লেটটি বসানোর শেষ তারিখ নির্ধারিত করা হয়েছে ১৫ ই নভেম্বর মধ্যে। নির্ধারিত সময়ের পর যদি কোনো গাড়ির মালিক উচ্চ নিরাপত্তা নাম্বার প্লেটটি বসায় সেই ক্ষেত্রে তাদের কাছ থেকে অনেকটা টাকা জরিমানা হিসেবে নেওয়া হবে। Govt New Rules On High Security Number Plate 2024
এছাড়াও প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানানো হয়েছে, গাড়ির উচ্চ নিরাপত্তা সম্পন্ন নাম্বার প্লেট বসানোর জন্য গাড়ির মালিকদের গাড়ির সেই কাজের সংশ্লিষ্ট মোটরযান নির্মান করেন যিনি অথবা গাড়ির ডিলার, সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচার অথবা আপনার অঞ্চলের পরিবহন আধিকারকের সঙ্গে যোগাযোগ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে পরিবহন দপ্তরের তরফ থেকে। Govt New Rules On High Security Number Plate 2024
Parivahan Sewa Website Link- Click Here
আরও পড়ুন- ICDS New Recruitment 2024: ICDS অঙ্গনওয়াড়ির কর্মী নিয়োগ, MP পাশ যোগ্যতায় আবেদন করতে পারবেন।
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।