Home care for Shilk and Shining Hair : মাত্র ৭ দিনে ঘরোয়া উপায়ে লম্বা এবং উজ্জ্বল চুল পাওয়ার টিপস্
রুক্ষ ও শুষ্ক চুলের জন্য চিন্তা আর নয়। চুল পড়া কমাতে এবং চুলকে নিয়মিত উজ্জ্বল রাখতে ব্যাবহার করুন ঘরোয়া পদ্ধতিতে তৈরী একটি ছোট্ট টিপস্। টানা ৭ দিন ব্যাবহার করুন এবং চুলকে রাখুন ঘন কালো উজ্জ্বল। কিভাবে আসুন জেনে নেওয়া যাক –
Table of Contents
১. চুলের যত্ন : Home care for Shilk and Shining Hair
দিন দিন চুল অতিরিক্ত পরিমাণে রুক্ষ শুষ্ক হয়ে পড়ছে। অনিয়মিত চুল ঝরে পড়ছে। কোনো মতেই সমাধান পাওয়া যাচ্ছে না। আর কপালে হাত রেখে চিন্তায় পড়তে হবে না, একটি ছোট্ট ঘরোয়া উপায় আপনার চুল হবে ঘন কালো উজ্জ্বল। Home care for Shilk and Shining Hair
আমরা অনেকেই জানি, চুলের ক্ষেত্রে মেথি কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং তার সাথে রয়েছে অ্যালোভেরা। দুটো মিলিয়ে তৈরী চুলের একটি প্যাক, যা আপনার অনিয়মিত চুল পড়া বন্ধ করবে এবং রুক্ষ শুষ্ক চুলে চমক ফিরিয়ে আনতে সাহায্যে করবে।
২. প্যাক তৈরি :
সুন্দর উজ্জ্বল ঘন কালো চুল আমাদের সকলের পছন্দের। কিন্তু তার জন্য আমরা বেশিরভাগ সময় বাইরে পার্লারে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে চুলকে সতেজ রাখার চেষ্টা করি কিন্তু ঘরোয়া পদ্ধতিতে তৈরী অ্যালোভেরা ও মেথির এই হেয়ার প্যাক আপনার চুলকে অনেকটাই বেশি সতেজ করে তুলতে সাহায্য করবে। কৃত্রিম উপাদান দিয়ে তৈরী হওয়া কোনো কিছুর থেকে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী হওয়া জিনিসের মূল্য অনেকটাই বেশি। হাজার ব্যাস্ততার মাঝে প্রাকৃতিক উপায়ে নিজের চুলের যত্ন নিতে বাড়িতে তৈরি করে ফেলুন অ্যালোভেরা, মেথি ও আমলকির দানা দিয়ে তৈরি করা চুলের একটি দারুন প্যাক।
৩. প্রয়োজনীয় উপকরণ :
• ৩ চামচ মেথি
•২ চামচ আমলকির গুঁড়া
• ৪ চামচ অ্যালোভেরা জেল
• পর্যাপ্ত পরিমাণ অলিভ ওয়েল
৪. মিশ্রণ পদ্ধতি :
প্রথমত একটি পাত্রে পরিমাণ মতো মেথি নিয়ে নিন। এরপর শিল পাটাই বেটে হোক কিংবা মিক্সচার মেসিনে দিয়ে মেথি টাকে গুঁড়ো করে নিবেন।
দ্বিতীয়ত অ্যালোভেরা জেল ওর সঙ্গে নিয়ে নিন। এরপর ওর সঙ্গে ২ চামচ আমলকী গুঁড়ো করে নিন। এরপর সম্পূর্ন জিনিস গুলো ভালো মতো মিশিয়ে নিতে হবে। সব উপকরণ গুলি ভালো মতো মেশানো হয়ে যাওয়ার পর তাতে সামান্য পরিমান অলিভ ওয়েল মিশিয়ে তৈরি করে নিন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরী ঘরোয়া পদ্ধতিতে বানানো চুলের প্যাক। যাতে আপনার চুল রুক্ষ, শুষ্ক থেকে অব্যশই সতেজ ও সুন্দর ও উজ্জ্বল হয়ে উঠবে।
৫. ব্যাবহার করার নিয়ম :
√ প্রথম ধাপ, চুলের গোড়াটাকে সামান্য জল দিয়ে ভিজিয়ে নিন।
√ দ্বিতীয় ধাপে, চুল টাকে কয়েকটি ভাগে ভাগ করে নিতে হবে এরপর ব্রাসের সাহায্য বা হালকা হাতে চুলের প্যাক টাকে চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত পুরোটা লাগিয়ে নিন।
√ তৃতীয় ধাপে, শাওয়ার ক্যাপ পরে অথবা চুলটাকে নরম কাপড় দিয়ে ভালো মতো মুড়িয়ে রাখুন এবং ১ ঘন্টা অপেক্ষা করুন।
√ চতুর্থ ধাপে, অবশেষে আপনাদের পছন্দ মতো শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে ফেলুন। ঠিক মতো সঠিক ফলাফল পাওয়ার জন্য সপ্তাহে অবশ্যই ১-২ বার ব্যাবহার করুন চুলকে সুন্দর ও উজ্জ্বল রাখার এই ঘরোয়া পদ্ধতিটি।
আরও পড়ুন- Anganwadi Recruitment 2024 উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে ১৩ হাজার Anganwadi কর্মী নিয়োগ!
৬. অ্যালোভেরার গুণাবলি :
✓ অ্যালোভেরা শুধু চুলের জন্য নয় ত্বকের জন্যে ভালো উপকারী। এই অ্যালোভেরা রূপচর্চা এবং ত্বক ও চুলকে সতেজ ও তরতাজা রাখতে ব্যাবহার করা হয়।
✓ অ্যালোভেরা শুধু ত্বকের জন্যে নয়, পেটের জন্যে অর্থাৎ শরীরের জন্য উপকারী ঔষধ হিসেবে প্রমানিত।
✓ অ্যালোভেরাতে রয়েছে ভিটামিন ও মিনারেল যা চুলের সৌন্দর্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
✓ চুলের স্ক্যাল্পের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে। চুল পড়া নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে অ্যালোভেরা।
৭. আমলকির উপকারিতা :
✓ আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা চুলের স্ক্যাল্পের জন্যে অনেক গুরুত্বপূর্ন।
✓ নিয়মিত চুলে আমলকির ব্যাবহার চুলের অনিয়ন্ত্রিত ঝরে পরা থেকে মুক্তি দেয়।
৮. মেথির গুণাবলি :
✓ বিশেষজ্ঞদের মতে চুলের উজ্জ্বলতা বাড়াতে মেথি সাহায্য করে।
✓ চুল পরা কমায় ও চুলের খুশকি দূর করতে সাহায্য করে মেথি।
✓ এছাড়াও চুল তাড়াতাড়ি লম্বা বানাতে মেথির ব্যাবহার অতুলনীয়।
✓ মেথি চুলের প্রদাহ কমিয়ে চুলের আদ্রতা বজায় রাখতে সাহায্য করে।
Disclaimer :
চুলকে সুন্দর রাখার এই ঘরোয়া উপায় টি পুরোটাই প্রাকৃতিক উপাদানের ওপর তৈরী। চুলের যত্নের বিষয়ে আরও বেশি পরামর্শ নিতে বিশেষজ্ঞ বা চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন।
আরও পড়ুন- Aadhar card big update 2024 অবশ্যই ১৪ই জুনের মধ্যে এই কাজ করে ফেলুন!
Department of Health & Family Welfare (GOVT. of WB)
অফিসিয়াল ওয়েবসাইট লিংক – Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।