Home Guard Recruitment 2024: হোম গার্ড পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, দেখুন বিস্তারিত তথ্য।
Home Guard Recruitment 2024:
পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগের মতো বিভিন্ন কাজের সহায়তার জন্য মাঝে মাঝে স্থায়ী কিংবা অস্থায়ী ভাবে হোম গার্ড – এর পদে জন্য কর্মী নিয়োগ করা হয়। একজন হোম গার্ড ভারতীয় পুলিশের সহায়ক হিসাবে দায়িত্ব পালন করে। Home Guard Recruitment 2024
একজন হোম গার্ড সমাজ সেবক হিসেবে দেশের নাগরিকদের সুরক্ষা করে। রাস্তা থেকে শুরু করে বাড়ি এবং বিভিন্ন প্রতিষ্ঠান গুলোতে পুলিশের মতো একজন হোম গার্ড আমাদের সুরক্ষা প্রদান করে।
এই হোম গার্ড কি? একজন হোম গার্ড কর্মীর কাজ কি? হোম গার্ড কর্মীর প্রশিক্ষণ কেন্দ্র কোথায়? তাদের কি কি অস্ত্র ব্যবহার করার অনুমতি রয়েছে? হোম গার্ড পদে আগ্রহী প্রার্থী কিভাবে আবেদন করবেন এই পদের জন্য? শিক্ষাগত যোগ্যতা কি হবে? বয়স সীমা কত থাকতে হবে? দৈহিক উচ্চতা কত লাগবে? কতদিন পর্যন্ত আবেদন চলবে? কিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন হবে? সবটা এই প্রতিবেদনে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
Table of Contents
হোম গার্ড কাকে বলে?
হোম গার্ড হলো একটি স্বেচ্ছাসেবক বাহিনী। যাকে ভারতীয় পুলিশের সহায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয় এবং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে হোম গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
হোম গার্ড কর্মীদের কাজ কি?
হোম গার্ড কর্মীদের কাজ হলো সমাজ সেবায় পুলিশ বাহিনীর সাহায্য করা যাতে দেশের নিরাপত্তা বজায় থাকে। স্কুল, কলেজ, হাসপাতাল, থানা, কোর্ট অথবা আদালত থেকে শুরু করে সমুদ্রের নাবিক, যে কোনো পুলিশ বাহিনীর, বিদ্যুৎ ও জল সরবরাহ কেন্দ্র, যে কোনো ট্রান্সপোর্ট, ইঞ্জিনিয়ারিং গ্রুপ এই সব প্রয়োজনীয় পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান গুলো পাহাড়ার জন্য হোম গার্ড কর্মীদের প্রয়োজন হয়।
হোম গার্ড কর্মীদের প্রশিক্ষণ প্রতিষ্ঠিত কোথায়?
এই হোম গার্ড কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় সিভিল ডিফেন্স প্রশিক্ষণ কেন্দ্রগুলি প্রতিষ্ঠিত হয়েছে।
হোম গার্ড কর্মীদের ব্যবহারযোগ্য অস্ত্র কি?
একজন হোম গার্ড। কর্মীকে ৭.৬২ মিমি এসএলআর যেমন ব্রিটিশ L1A1, ব্রেন বন্দুকের ভারতীয় সংস্করণের মতো পুরোনো অস্ত্র গুলি ব্যবহার করার জন্য তাদের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে।
হোম গার্ড কর্মীদের বয়স সীমা কত?
এই হোম গার্ড – এর কর্মী পদে নিয়োগের জন্য ভারতের সকল নাগরিক সমান ভাবে অধিকার পাবে। শুধুমাএ তার বয়স সীমা হতে হবে ১৮ – ৫০ বছরের মধ্যে।
হোম গার্ড কর্মীর শিক্ষাগত যোগ্যতা :
একজন হোম গার্ড কর্মী পদে আগ্রহী প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে, তাকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম অষ্টম শ্রেণী পাশ হওয়া থাকতে হবে। Home Guard Recruitment 2024
হোম গার্ড কর্মীর দৈহিক উচ্চতা ও নিয়মাবলী কি রয়েছে?
পুরুষদের ক্ষেত্রে :
একজন হোম গার্ড কর্মী পদে ইচ্ছুক পুরুষ আবেদনকারী প্রার্থীর জন্য দৈহিক উচ্চতা প্রয়োজন ১৬০ সেন্টিমিটার এবং বুকের মাপ ৭৬ সেন্টিমিটার হতে হবে, সাথে ওজন থাকতে হবে ৫১ কেজি। সাথে পুরুষ প্রার্থীদের জন্য ৮০০ মিটার দৌড় ৫ মিনিটের মধ্যে সম্পূর্ন করতে হবে।
মহিলাদের ক্ষেত্রে :
একজন মহিলা আবেদনকারী প্রার্থীর দৈহিক উচ্চতা বলা হয়েছে ১৫২ সেন্টিমিটার এবং ওজন বলা হয়েছে কমপক্ষে ৪৪ কেজি। মহিলাদের জন্য দৈহিক সক্ষমতার পরিচয় হিসেবে ৮ মিনিটে ১৬০ মিটার দৌড় সর্ম্পূণ করার নির্দেশ রয়েছে। Home Guard Recruitment 2024
হোম গার্ড কর্মীর বেতন কাঠামো:
একজন হোম গার্ড কর্মীর বেতন দৈনিক হিসেবে ৫০০ – ৬০০ রাখা হয়েছে। যতদিন পর্যন্ত তারা এই হোম গার্ড পদে কর্মী রয়েছেন ততদিন তাদের বেতন কাঠামো একই থাকে।
হোম গার্ড কর্মী পদের জন্য কিভাবে আবেদন করবেন?
হোম গার্ড কর্মী পদে আগ্রহী প্রার্থীকে পুরোপুরি অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে।
হোম গার্ড কর্মী পদের জন্য কোথায় আবেদন করবেন?
হোম গার্ড কর্মী পদে আগ্রহী প্রার্থীকে তার নিকটবর্তী থানায় সেই ব্যক্তির সমস্ত সমস্ত যোগ্যতার প্রমাণ পত্র হিসেবে আধার কার্ড/ভোটার কার্ড, ব্যাংকের বই – এর জেরক্স সহ অন্যান্য প্রয়োজনীয় নথি পত্র জমা করতে হবে।
হোম গার্ড কর্মী পদের জন্য কিভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ন হবে?
প্রথমত, দৈহিক সক্ষমতার পরীক্ষায় সফল হতে হবে।
দ্বিতীয়ত, লিখিত পরীক্ষা দিতে হবে যেখানে ৫০ নাম্বার পেলে পাশ।
তৃতীয়ত, এরপর ১০ নাম্বারের মৌখিক পরীক্ষা দিতে হয়।
চতুর্থত, সব বিষয়ে সঠিক ভাবে উত্তীর্ণ হতে পারলেই মেডিক্যাল টেস্টের জন্য ডাক আসবে।
[হোম গার্ড কর্মী পদের প্রার্থীদের বাংলা বলতে ও লিখতে পারা বাধ্যতামূলক হতে হবে।]
কবে থেকে ২০২৪ – এর হোম গার্ড কর্মী পদের জন্য নিয়োগ শুরু হবে?
২০২৪ – এর হোম গার্ড কর্মী পদের জন্য নিয়োগ শুরু কবে থেকে সে বিষয়ে কিছু স্পষ্ট এখনও জানানো হয় নি। তবে এই পদে ইচ্ছুক কর্মীকে তার পার্শ্ববর্তী থানা খোঁজ নিতে হবে অথবা বিভিন্ন ওয়েব সাইটে গুলো ফলো করতে হবে।
বিশেষ দ্রষ্টব্য : Home Guard Recruitment 2024
একজন ভারতীয় নাগরিক সে কোনো পেশার মানুষ হতে পারে, তিনিও পারবে হোম গার্ড এর কর্মী পদে নিয়োগের জন্য আবেদন করতে। প্রথমত এই হোম গার্ড কর্মীর কাজ তাকে অবসর সময়ের জন্য নিতে হবে। সরকারের নির্দেশ অনুযায়ী প্রথম তিন থেকে পাঁচ বছর পর্যন্ত শুধুমাত্র একজন সাধারণ সমাজ সেবক হিসেবে কাজ করবে এবং তার জন্য সেই হোম গার্ড কর্মীকে ভাতা হিসাবে কিছু পারিশ্রমিক দেওয়া হবে।
এরপর যদি সেই হোম গার্ড কর্মী একজন যোগ্য সমাজ সেবক হিসেবে প্রমানিত হয় তো তাকে পুরোপুরি ভাবে সেই কাজের জন্য যোগ্য বিবেচিত করে সেই কাজে নিযুক্ত করা হবে।
WB Police Official Website Link- Click Here
আরও পড়ুন-Gram Panchayat Recruitment 2024 : শুরু হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ!
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।