Hotel Facts: কোথাও গিয়ে হোটেল ভাড়া করেছেন?কিন্তু খাটের তলায় বোতল ছুড়তে ভুলবেন না; অবশ্য 99 শতাংশ মানুষই এর আসল কারণ জানেন না…
Hotel Facts
Hotel Facts: আমারা কোথাও গেলে হোটেল রুম বুক করার পরেই আমাদের মনে একটাই প্রশ্ন থাকে, অজানা জায়গায় সব কিছু ঠিকঠাক আছে তো? সেখানে কোনও গোপন ক্যামেরা নেই তো? কিংবা ঘরের আশপাশে কোনও আততায়ী লুকিয়ে থাকবে না তো?
Table of Contents
আমরা অবসরযাপন কিংবা বেড়াতে গিয়ে অথবা অন্য আরও কারণে অনেক সময় থাকার জন্য হোটেল রুম ভাড়া করতে হয়। এই পরিস্থিতিতে একটা বিষয় আমাদের সব সময় মনে রাখতে হবে যে, হোটেলের ঘরে নিরাপদ থাকা আবশ্যক। পাঁচতারা কিংবা সাততারা হোটেল হলেও আমাদের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে থেকেই যায়।
আমারা কোথাও গেলে হোটেল রুম বুক করার পরেই আমাদের মনে একটাই প্রশ্ন থাকে, অজানা জায়গায় সব কিছু ঠিকঠাক আছে তো? সেখানে কোনও গোপন ক্যামেরা নেই তো? কিংবা ঘরের আশপাশে কোনও আততায়ী লুকিয়ে থাকবে না তো? তাই আমাদের নিরাপদ থাকাটা সবার আগে জরুরি। আর নিরাপত্তা সুনিশ্চিত করতে সতর্কতা অবলম্বন করা অবশ্যই দরকার। Hotel Facts
সম্প্রতি ডাচ এয়ারলাইন্সের এক বিমানসেবিকা এমন কিছু টিপস শেয়ার করে নিয়েছেন, যা মেনে চললে পর্যটকদের হোটেলে থাকাকালীন কোনও সমস্যাতেই পড়তে হবে না। আর সবথেকে বড় কথা হল, এই টিপসগুলি জেনে রাখা ভাল। পর্যটকদের দারুণ কাজে আসবে। কেএলএম রয়্যাল ডাচ এয়ারলাইন্সের বিমানসেবিকা এস্থার স্টারাস। তাঁর মতে, হোটেল রুমে চেক-ইন করেই সবার আগে খাটের তলায় কোনও জলের বোতল সজোরে ছুড়ে মারতে হবে। Hotel Facts
কিন্তু কেন খাটের তলায় জলের বোতল ছুড়ে মারতে হবে? এর উত্তর এস্থারের নিজের মতে বলেন, যদি কেউ খাটের তলায় লুকিয়ে থাকেন, তাহলে সহজেই তা জানা যাবে। কেউ লুকিয়ে থাকলে জলের বোতলের কারণে তার আঘাত লাগবে এবং সে চেঁচিয়ে পালিয়ে যাবে। এটা পানীয়ের ক্যান দিয়েও বিষয়টা পরীক্ষা করা যেতে পারে। এস্থারের বক্তব্য, অনেক সময় দেখা গিয়েছে যে, কেউ বিছানায় নিচে লুকিয়ে রয়েছে। পরে সে ঘরের অতিথির উপর ঝাঁপিয়ে পড়ে। শুধু তা-ই নয়, অতিথির আপত্তিকর ভিডিও-ছবিও তুলতে পারে এমনকী তাঁর জিনিস চুরি করেও পালাতে পারে।
বেশিরভাগ সময়ে এটা খুবই ভাল সমাধান হয়ে উঠতে পারে। অনেক সময় আবার ঘরে সাপ কিংবা অন্য কিছু লুকিয়ে থাকতে পারে। সেটাও দূর হয়ে যাবে এই টিপস অবলম্বন করলে। আর এর জন্য আপনাকে কোনও খরচও হবে না। হাতে জলের বোতল থাকলেই যথেষ্ট। এস্থার আরও একটা ট্রিক শেয়ার করে নিলেন। তিনি বলেন, হোটেলের ঘরে থাকাকালীন নিজের জুতো খুলে তা লকারের ভিতরে রেখে দিতে হবে। এর পিছনেও একটা দারুণ কারণ রয়েছে।
এস্থারের মতে, অধিকাংশ মানুষ লকারে গুরুত্বপূর্ণ জিনিসপত্র রেখে দেন। কিন্তু চেক-আউট করার সময় তা নিতে ভুলে যান। এবার আপনি তো নিজেদের জুতো ছাড়া বেরোতে পারবেন না। ফলে জুতো যদি লকারে রাখা থাকে, তাহলে লকার খুললেই সেখানে রাখা জিনিসপত্রগুলিও চোখে পড়বে। ফলে নিজের প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্রগুলিও খোওয়া যাবে না। India
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।