How To Apply Pan Card 2.0: প্যান কার্ড ২.০ ফ্রিতে দিচ্ছে সরকার, কিভাবে আবেদন? দেখুন বিস্তারিত বিষয়সূচী!
How To Apply Pan Card 2.0:
বর্তমান সময়ে সমাজে সবথেকে আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে প্যান কার্ড তৈরির ঘটনা। সবার চিন্তায় রয়েছেন, এই নতুন প্যান কার্ড টি কিভাবে পাওয়া যাবে? তা নিয়ে। কিভাবেই বা আবেদন করতে হবে? এই সমস্ত কিছু নিয়ে মানুষের মনে একাধিক প্রশ্ন জন্ম নিয়েছে। আর আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে আজকের এই প্রতিবেদনের মাধ্যমে। How To Apply Pan Card 2.0
পুরনো প্যান কার্ডের বদলে দিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন ভাবে আনা হচ্ছে PAN 2.0। ২০২৪ সালের গত ২৫ শে নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ক্যাবিনেট কমিটি আয়কর বিভাগের প্যান ২.০ প্রকল্পকে অনুমোদন দেওয়া হয়েছে।
Table of Contents
প্যান কার্ড ২.০ কি?
প্যান কার্ড নিয়ে কেন্দ্র সরকারের এই নতুন প্রকল্পে বলা হয়েছিল প্যান কার্ড উপভোক্তাদের কার্ডের নম্বরটি এক রেখে তাদের প্যান কার্ড টি আপডেট করতে হবে। এই প্যান কার্ডটিকে আপডেট করার জন্য উপভোক্তাকে কোনো অতিরিক্ত চার্জ দিতে হবে না। এই প্যান কার্ড ২.০ তে একটি কিউআর কোড থাকবে।
এই নতুন প্যান কার্ডটি আগের প্যান কার্ডের চেয়ে আরও বেশি উন্নত এবং আরও বেশি সুরক্ষিত হবে।
কিভাবে আবেদন করবেন নতুন প্যান কার্ডের জন্য?
সব থেকে বড় বিষয় হলো Email এর মাধ্যমে প্যান কার্ডটি পাওয়া যাবে। আর এর জন্য কিভাবে আবেদন করতে হবে সেটি নিম্নে আপনাদের সামনে তুলে ধরা হলোনিন-
১) নতুন প্যান কার্ড পেতে, আপনাকে প্রথমে এনএসডিএল https://www.onlineservices.nsdl.com/paam/requestAndDownloadEPAN.html অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
২) এরপর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য যেমন আপনার জন্ম তারিখ, আধার কার্ডের নম্বর, প্যান কার্ডের নম্বর প্রভৃতি ইনপুট করতে হবে।
৩) এরপরই ওপরের কাজেগুলি সম্পন্ন হলেই টিকবক্সে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
৪) এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। ওখানে আপনার তথ্যগুলি পুনর্বার যাচাই করে নেবেন।
৫) অবশেষে আপনার প্যান কার্ডের সাথে লিংক থাকা মোবাইল নম্বরে ওটিপি আসবে ওই ওটিপিটি নির্ভুলভাবে ইনপুট করতে হবে।
৬) এরপর নতুন প্যান কার্ডের আপডেট করার আধ ঘন্টার মধ্যেই আপনার ইমেইল আইডিতে প্যান কার্ড 2.0 চলে আসবে।
আরও পড়ুনঃ Lakshmi Bhandar Latest News 2024: লক্ষ্মীর ভাণ্ডারের নাম বাতিল শুরু! দেখুন তার কারণ ও সমাধান!
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।