Howrah-Mumbai Express Train Accident 2024: দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেন, মালগাড়ির ধাক্কায় আবারও ঘটনার পুনরাবৃত্তি!

Howrah-Mumbai Express Train Accident 2024: দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেন, মালগাড়ির ধাক্কায় আবারও ঘটনার পুনরাবৃত্তি!

Howrah-Mumbai Express Train Accident 2024:

আরও একবার রেল দুর্ঘটনার মুখোমুখি পশ্চিমবঙ্গ। মঙ্গলবার ভোর প্রায় ৪ টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের চক্রধরপুরে। এবার আবারও মালগাড়ির ধাক্কা লেগে লাইচ্যুত মুম্বইগামী হাওড়া-CSMT এক্সপ্রেস লাইনচ্যুত হয়। দুর্ঘটনাটি ঘটে রাজখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে। সংবাদ মাধ্যম দ্বারা খবর, এখনও পর্যন্ত মৃত ৬ এখনও পর্যন্ত আহতের সংখ্যা ৩০ জন, সময় বাড়ার সাথে সাথে মৃত ও আহতদের সংখ্যা বাড়বে।

দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেন:

আরও একবার ঘটনার পুনরাবৃত্তি ঘটলো পশ্চিমবঙ্গে, ফের ট্রেন দুর্ঘটনার কবলে যাত্রীরা। সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া গিয়েছে, আজ মঙ্গলবার ভোর প্রায় ৪ টা নাগাদ একটি রাজখারসওয়ান ও বরাবাম্বু রেল স্টেশনের মাঝে একটি মালগাড়ির বেলাইন হয়ে পড়ায় ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, দুর্ঘটনাটি ঘটার আগে হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ছিলো ১১৫ কিমি। ঘটনা সূত্রে মুম্বইগামী হাওড়া-CSMT এক্সপ্রেসের ১৮ টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। সেই ১৮ টি বগির মধ্যে ১৬ টি যাত্রীবাহী এবং ১ টি ট্রেনের বিদ্যুৎ সংযোগ বগি ও অন্যটি প্যান্টি কার। ঘটনাস্থলে এখনও পর্যন্ত মৃত ৬ জন ও আহতদের সংখ্যা ৩০ জন অর্থাৎ জীবন ও মৃত্যুর সাথে এখনও লড়াই করছে অনেকেই। Howrah-Mumbai Express Train Accident 2024

উদ্ধারকার্য চলছে:

সংবাদ মাধ্যম দ্বারা জানা গিয়েছে, বর্তমানে দুর্ঘটনা স্থলে উদ্ধারকার্য চলছে। দুর্ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং যারা আহত তাদের হাসপাতালে নিয়ে গিয়ে পর্যাপ্ত চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া, বাকি ট্রেনের যাত্রীদের ওই দুর্ঘটনার স্থল থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ চলছে। ইতিমধ্যেই সেই দুর্ঘটনাস্থলে পৌঁছে যান চক্রধরপুরের DCM। তিনি নিজেই পরিস্থিতি দেখাশোনা করছেন। আবারও এমন ভয়াবহ পরিস্থিতি তৈরী হওয়ায় বন্ধ থাকছে কিছু সময়ের জন্য ট্রেনের রাস্তাগুলি।

https://youtube.com/live/9iteHv9oQ7I?feature=share
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রশ্নের মুখোমুখি ভারতীয় রেল মন্ত্রক:

২০২৪ সালে গত ২ মাসে ৩ বার এমন ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে পশ্চিমবঙ্গ রাজ্য। এবার যাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠলো রেল মন্ত্রীর কাছে। শুধু রেল মন্ত্রী নয় সাধারণ মানুষ এবার প্রশ্ন তুললো কেন্দ্র সরকার মোদী জি- র কাছে। ট্রেনকে ঘিরে কেন ঘটছে বার বার এমন দুর্ঘটনাগুলো। তবে কি এখন থেকে ট্রেন যাত্রীদের জীবনের কোনো রকম ভরসা নেই? রেল মন্ত্রক জানালেন, মালগাড়ি বেলাইন হয়ে পড়ায় এই অ্যাকসিডেন্ট হয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি। কেন ঘটলো এমন দুর্ঘটনা, খুব শীঘ্রই জানানো হবে। Howrah-Mumbai Express Train Accident 2024

একবছরের মধ্যেই বার বার ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় আতঙ্কিত প্রতিটি মানুষ। যেমন- কিছু দিন আগের শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ির ভয়ঙ্কর দুর্ঘটনাটি আমাদের সকলের হাড় হিম করেছে। আবার সেই আতঙ্ক পার করতে না করতেই এমন আর একটি পরিস্থিতির শিকার হলো ট্রেন যাত্রীরা।

এই ট্রেন দুর্ঘটনার ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে আরও প্রশ্ন উঠতে রেল মন্ত্রী জানান নিহত ও আহতদের পরিবারকে পরে ক্ষতিপূরণ দেওয়া হবে। ক্ষতিপূরণ সংক্রান্ত এই বিষয় নিয়ে এখনও স্পষ্ট কিছু জানানো হয় নি।

আরও পড়ুন- West Bengal karmabandhu Recruitment 2024: রাজ্যে অষ্টম শ্রেণী পাশে কর্মবন্ধুর চাকরি, দেরি না করেই এক্ষুনি আবেদন করুন।

Howrah-Mumbai Express Train Accident 2024
Howrah-Mumbai Express Train Accident 2024

হেল্প লাইন নাম্বার:

ইতিমধ্যেই রেল দপ্তরের তরফ থেকে হেল্প লাইন নাম্বার খোলা হয়েছে। সেগুলি একবার দেখে নিন-

চক্রধরপুর– ০৬৫৮৭২৩৮০৭৩

টাটানগর– ০৬৫৭২২৯০৩২৪

রাউরকেলা– ০৬৬১২৫০১০৭২, ০৬৬১২৫০০২৪৪

হাওড়া– ৯৪৩৩৩৫৭৯২০, ০৩৩২৬৩৮২২১৭

হাওড়া হেল্প ডেস্ক– ০৩৩-২৬৩৮২২১৭, ৯৪৩৩৩-৫৭৯২০

রাঁচি– ০৬৫১-২৭-৮৭১১৫

INDIAN RAILWAYS – CLICK HERE

আরও পড়ুন- WB Anganwadi Recruitment 2024: অঙ্গনওয়াড়ি পদে কর্মী নিয়োগ শুরু, দেখুন কোন জেলায় কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে!

Leave a Comment