ICDS Admit Card Download 2024: ICDS এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে ও নতুন নিয়োগও শুরু হচ্ছে।
ICDS Admit Card Download 2024
ICDS Admit Card Download 2024: অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা এই দুই পদে নিয়োগের পরীক্ষার তারিখ ঘোষণা হয়েছে এবং এডমিট কার্ড (ICDS Admit Card Download) ডাউনলোড শুরু হয়েছে ।
আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে, পশ্চিমবঙ্গ সরকার 32659 টি শূন্যপদে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ করবেন। সেই মতো বিভিন্ন জেলার বিভিন্ন ব্লকে আগেই অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল।
যে সকল চাকরি প্রার্থীরা আবেদন জমা করেছিলেন তাদের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষার্থীদের এডমিট কার্ড ডাউনলোড ( ICDS Admit Card Download) করে নির্দিষ্ট দিনে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে।
বর্তমানে কোন কোন জেলার এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে, পরীক্ষার তারিখ কবে রয়েছে, কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন, কোন লিংক থেকে ডাউনলোড করবেন বিস্তারিত তথ্য জানাব আমরা আজকের এই প্রতিবেদনে। তাই ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভালো করে পড়ুন।
Table of Contents
ICDS চাকরিতে কিভাবে নিয়োগ করা হবে:-
অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে চাকরি পাওয়ার জন্য প্রথমে চাকরিপ্রার্থীদের 90 নাম্বারে লিখিত পরীক্ষা দিতে হয় এবং 10 নম্বরের ইন্টারভিউ নেওয়া হয়। এই দুই পরিক্ষায় যে সকল পরীক্ষার্থীরা সফল হয় তারাই ICDS এর চাকরি পেয়ে যান। ICDS Admit Card Download 2024
অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে লিখিত পরীক্ষার সিলেবাস:-
•মাতৃভাষায় একটি প্রবন্ধ 150 টি শব্দের মধ্যে (ক্লাস- Viii) – 15 নাম্বার।
•পাটিগণিত (M.C.Q, ক্লাস- Viii) -20 নাম্বার।
•পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা- 15 নাম্বার।
•ইংরেজি- 20 নাম্বার। •সাধারণ জ্ঞান- 20 নাম্বার।
অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কোন কোন জেলায় পরীক্ষার, পরীক্ষা তারিখ ও এডমিট কার্ড ডাউনলোড লিংক:-
জেলার নাম | Anganwad i Helper Exam Date | Anganwadi Worker Exam Date | Admit Card Download Link |
আলিপুরদুয়ার | 01.09.2024 | 08.09.2024 | Click Here |
কোচবিহার | 07.09.2024 | 08.09.2024 | Click Here |
গুরুত্বপূর্ণ লিঙ্ক:-
বর্তমানে কোন কোন জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ির হেল্পার পদে নিয়োগ চলছে দেখে নিন লিঙ্কে ক্লিক করে (ICDS Recruitment 2024) :
Result Download:
Click Here
বিগত প্রায় এক বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।