ICDS Exam Practice Set 2024: প্রকাশ করা হলো অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদের প্রস্তুতি সেট !

ICDS Exam Practice Set 2024: প্রকাশ করা হলো অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদের প্রস্তুতি সেট !

ICDS Exam Practice Set 2024:

অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদে নিয়োগের বিষয়কে মাথায় রেখে পরীক্ষার্থীদের জন্য একটি প্র্যাকটিস সেট প্রকাশ করা হচ্ছে। ICDS Exam Practice Set 2024

ICDS পদের পরীক্ষার জন্যে যে বিষয়গুলো রাখা হয়েছে, সেই সিলেবাসের মধ্যে থেকে কিছু প্রশ্ন তুলে ধরা হলো এই প্র্যাকটিস সেটগুলির মধ্যে। ICDS সম্পর্কিত প্রশ্নগুলি প্র্যাকটিস করার জন্য অবশ্যই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। ICDS Exam Practice Set 2024

অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদে প্র্যাকটিস সেট:

অনেকদিনের অপেক্ষার পর আবার পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের নির্দেশে জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কর্মী নিয়োগের ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু জেলায় কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। একই সাথে সেই জেলাগুলোতে আবেদন প্রক্রিয়া শুরুও হয়ে গিয়েছে। ICDS Exam Practice Set 2024

অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদের পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য একটি প্র্যাকটিস সেট প্রকাশ করা হলো। পরীক্ষার গুরুত্ত্বপূর্ণ বিষয়গুলো থেকে বাছাই করে এই প্রস্তুতি সেটটি তৈরি করা হলো। আপনাদের সুবিধার্থে আগের কিছু বছরের MCQ প্রশ্ন উত্তর সমেত ৩ টি সেটের মাধ্যমে আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো। ICDS Exam Practice Set 2024

ICDS Exam Practice Set 2024

Practice Set No— 1

1. World Youth Skills Day কবে পালন করা হয়?

[A] 15 July

[B] 19 July

[C] 23 July

[D] 28 July

উত্তরঃ [A] 15 July

2. কোন দেশের সর্বোচ্চ সম্মান Grand cross of the Legion of Honour -এ সম্মানিত হলেন নরেন্দ্র মোদি?

[A] স্পেন

[B] আমেরিকা

[C] রাশিয়া

[D] ফ্রান্স

উত্তরঃ [D] ফ্রান্স

3. কোন দেশের সাথে ভারতের সর্বোচ্চ আন্তর্জাতিক সীমান্ত আছে?

[A] পাকিস্তান

[B] চীন

[C] নেপাল

[D] বাংলাদেশ

উত্তরঃ [D] বাংলাদেশ

4. কোন ত্রিভুজের সবকটি বাহুর দৈর্ঘ্য সমান?

[A] সমবাহু

[B] সমদ্বিবাহু

[C] সমকোণী

[D] বিষমবাহু

উত্তরঃ [A] সমবাহু

5. ২০২৪- এ অলিম্পিকের আসর কোন শহরে আয়োজন করা হয়েছে?

[A] কানাডা

[B] ক্যালিফোর্নিয়া

[C] প্যারিস

[D] হংকং

উত্তরঃ [C] প্যারিস

6. ভারতে কোন নদীর নিচ দিয়ে মেট্রো ট্রেন চলার পরিষেবা চালু করা হয়েছে?

[A] নর্মদা

[B] হুগলি

[C] গোদাবরী

[D] ব্রহ্মপুত্র

উত্তরঃ [B] হুগলি

7. কত বছর বয়স থেকে শিশুদেড় বিকল্প খাদ্য দেওয়া হয়?

[A] ১ বছর

[B] ২ বছর

[C] ৬ মাস

[D] ৩ মাস

উত্তরঃ [C] ৬ মাস

8. বিশ্বের বৃহত্তম International Temple Convention and Expo কোথায় অনুষ্ঠিত হবে?

[A] নৈনিতাল

[B] হরিদ্বার

[C] পুরী

[D] বারাণসী

উত্তরঃ [D] বারাণসী

9. কোন রাজ্যে হৃদরোগ আক্রান্ত রোগীদের জন্য অফিস এবং মলে Defibrillators ইনস্টল করবে?

[A] উত্তর প্রদেশ

[B] তামিলনাডু

[C] মহারাষ্ট্র

[D] তেলেঙ্গানা

উত্তরঃ [A] উত্তর প্রদেশ

10. কিসের জন্য আলুতে সবুজ রঙ হয়?

[A] বিটানোন

[B] ক্যারোটিন

[C] সোলেনিন

[D] জ্যান্থোফিল

উত্তরঃ [C] সোলেনিন

11. কোথায় শব্দের গতিবেগ সর্বাধিক হয়?

[A] গ্যাসে

[B] শূন্যস্থানে

[C] তরল

[D] কঠিন পদার্থে

উত্তরঃ [D] কঠিন পদার্থে

12. পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিকক্ষ থেকে এক কক্ষ বিশিষ্ট হয় কত সালে?

[A] 1980

[B] 1969

[C] 1950

[D] 1970

উত্তরঃ [B] 1969

13. বাদুড়ের গমন অঙ্গের নাম কি?

[A] স্ট্যার্থিন

[B] প্যাটেজিয়াম

[C] লাইকাস

[D] মর্ফিয়া

উত্তরঃ [B] প্যাটেজিয়াম

14. ক্যাটারাক্ট রোগে মানব দেহের কোন অঙ্গ আক্রান্ত হয়?

[A] হাত

[B] যকৃৎ

[C] ফুসফুস

[D] চোখ

উত্তরঃ [D] চোখ

ICDS Exam Practice Set 2024
ICDS Exam Practice Set 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

আরও পড়ুন- Calcutta High Court: পশ্চিমবঙ্গ সরকার চাপের মুখে, বিরাট জয় শিক্ষকদের, বেতন সংক্রান্ত মামলায় বড় নির্দেশ দিলেন হাইকোর্টের!

ICDS Exam Practice Set 2024

Practice Set No— 2

1. আধুনিক ভারতের জনক কে?

[A] ডিরোজিও

[B] ডেভিড হেয়ার

[C] রাজা রামমোহন রায়

[D] ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

উত্তরঃ [C] রাজা রামমোহন রায়

2. নিম্নলিখিত কোনটি স্টক শেয়ার?

[A] ইনভেন্টরি

[B] ফান্ড

[C] বোনাস শেয়ার

[D] মুনাফা

উত্তরঃ [C] বোনাস শেয়ার

3. নিম্নলিখিত কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়?

[A] বি জি খের

[B] জি ভি মাভলঙ্কার

[C] তেগবাহাদুর সপ্রু

[D] দামোদর স্বরূপ শেঠ

উত্তরঃ [A] বি জি খের

4. ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার কে?

[A] লোকসভার অধ্যক্ষ

[B] আইনমন্ত্রী

[C] অ্যাটর্নি জেনারেল

[D] কেউ নন

উত্তরঃ [C] অ্যাটর্নি জেনারেল

5. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কয়টি?

[A] 12 টি

[B] 9 টি

[C] 7 টি

[D] 6 টি

উত্তরঃ [C] 7 টি

6. গ্রাম পঞ্চায়েতের প্রথম সভার আহ্বান কে জানান?

[A] বি ডি ও

[B] এস ডি ও

[C] জেলা শাসক

[D] পঞ্চায়েত প্রধান

উত্তরঃ [A] বি ডি ও

7. মুদ্রা কোথায় তৈরি হয়?

[A] নাসিকে

[B] হোসাঙ্গাবাদে

[C] দিল্লিতে

[D] কলকাতায়

উত্তরঃ [D] কলকাতায়

8. মিশ্র অর্থনীতির অর্থ কি?

[A] সুসংহত অর্থনৈতিক উন্নয়ন

[B] পুঁজিবাদী এবং শ্রমিকদের সহাবস্থান

[C] কৃষিক্ষেত্রের সাথে সাথে শিল্প ক্ষেত্রেও উন্নয়ন

[D] সরকারি ক্ষেত্রে ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান

উত্তরঃ [D] সরকারি ক্ষেত্রে ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান

9. ‘A Writer’s People’ কে লিখেছেন?

[A] বিক্রম শেঠ

[B] ডি.এস. নরপাল

[C] ঝুম্পা লাহিড়ী

[D] অরুন্ধতী রায়

উত্তরঃ [A] বিক্রম শেঠ

10. কোন রাজ্যে জাতাইপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত?[A] গুজরাত

[B] মহারাষ্ট্র

[C] উত্তরপ্রদেশ

[D] কর্নাটক

উত্তরঃ [B] মহারাষ্ট্র

11. BCG টিকা কোন রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়?[A] কলেরা

[B] যক্ষা

[C] ধনুষ্ঠংকার

[D] টাইফয়েড

উত্তরঃ [B] যক্ষা

12. কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়?

[A] আমাশয়

[B] কলেরা

[C] যক্ষা

[D] পোলিও

উত্তরঃ [D] পোলিও

13. বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তার কোন ধাতুর তৈরী?

[A] তামা

[B] রুপা

[C] নিকেল

[D] এলুমিনিয়াম

উত্তরঃ [A] তামা

14. অস্তিত্বের জন্য সংগ্রাম’ কথাটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন?

[A] ল্যামার্

[B] আইনস্টাইন

[C] ডারউইন

[D] ফ্রেড্রিক

উত্তরঃ [B] আইনস্টাইন

আরও পড়ুন- AMM and GNM Exam Big Scandal News 2024: নার্সিং প্রবেশিকা পরীক্ষা কেন্দ্রে উদ্ধার মোবাইল ফোন ছাত্রীদের গোপনাঙ্গ থেকে!

ICDS Exam Practice Set 2024

Practice Set No— 3

  1. বর্তমানে ভারতের শিশু উন্নয়ন মন্ত্রী কে?

[A] স্মৃতি ইরানি
[B] নারায়ণ তাতু রানে
[C] অন্নপূর্ণা দেবী
[D] মনসুখ মান্ডাভিয়া

উত্তরঃ [C] অন্নপূর্ণা দেবী

  1. কোনো সংখ্যার 60% = 120 হলে, সংখ্যাটি কত?

[A] 150
[B] 200
[C] 240
[D] 400

উত্তরঃ [B] 200

  1. চা এবং কফিতে কোন রাসায়নিক পদার্থটি পাওয়া যায়?

[A] ক্যাফিন
[B] ক্লোরোফিন
[C] নিকোটিন
[D] অ্যাসপিরিন

উত্তরঃ [A] ক্যাফিন

  1. সুষম খাদ্যের মোট উপাদান কয়টি?

[A] ৬ টি
[B] ৩ টি
[C] ৯ টি
[D] ৭ টি

উত্তরঃ [A] ৬ টি

  1. যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে পার্শীয় পরিবর্তন হয় না সেটা কি?

[A] APC
[B] PSR
[C] OMU
[D] BDO

উঃ [C] OMU

  1. ভিটামিন C -এর অপর নাম কী?

[A] সাইট্রিক অ্যাসিড
[B] ফলিক অ্যাসিড
[C] অ্যাসকরবিক অ্যাসিড
[D] রাইবোফ্লোবিন

উত্তরঃ [C] অ্যাসকরবিক অ্যাসিড

  1. ১ থেকে ৩ বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে যে অন্ধত্ব রোগ হয় তার নাম কি?

[A] স্কার্ভি
[B] কেরাটোম্যালাসিয়া
[C] খুশকি
[D] হেপাটাইটিস

উত্তরঃ [B] কেরাটোম্যালাসিয়া

  1. বৃহৎ পরিসরে অত্যন্ত দূষিত জল পরিশোধনের সহজ পদ্ধতি উপায় কোনটি?

[A] জল ফুটানো
[B] বিপরীত আস্রাবণ
[C] সুপারক্লোরিনেশনের পরে ডিক্লোরিনেশন
[D] অতিবেগুনি রশ্মি দ্বারা বিকিরণ

উত্তরঃ [C] সুপারক্লোরিনেশনের পরে ডিক্লোরিনেশন

  1. একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা কত?

[A] ৩ লিটার
[B] ৮ লিটার
[C] ৬ লিটার
[D] ৭ লিটার

উত্তরঃ [C] ৬ লিটার

  1. বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমান সবচেয়ে বেশি থাকে?

[A] অক্সিজেন
[B] নাইট্রোজেন
[C] মিথেন
[D] ব্লুমেন

উত্তরঃ [B] নাইট্রোজেন

  1. পঞ্চায়েত ব্যবস্থার সবচেয়ে বুনিয়াদি স্তর কোনটি?

[A] জেলা পরিষদ
[B] পঞ্চায়েত সমিতি
[C] গ্রাম পঞ্চায়েত
[D] গ্রাম সভা

উত্তরঃ [C] গ্রাম পঞ্চায়েত

  1. “অলিম্পিক অর্ডারে” সম্মানিত হওয়া ভারতীয় খেলোয়াড় অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত?

[A] কুস্তি
[B] ব্যাডমিন্টন
[C] শুটিং
[D] দাবা

উত্তরঃ [C] শুটিং

  1. বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমান সবচেয়ে বেশি?

[A] অক্সিজেন
[B] নাইট্রোজেন
[C] মিথেন
[D] ব্লুমেন

উত্তরঃ [B] নাইট্রোজেন

আরও পড়ুন- Bangla Sahayata Kendra Recruitment 2024: 2862 টি শূন্যপদে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ শুরু।

বর্তমানে যে সকল জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ চলছে তার নিয়ে বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো:-

উত্তর ২৪ পরগনা জেলায় আবেদন- Click Here

বাঁকুড়া জেলার আবেদন- Click Here

কোচবিহার জেলার আবেদন- Click Here

Leave a Comment