ICDS Exam Result Published on 12 th August 2024: প্রকাশিত হলো ICDS পরীক্ষার ফলাফল। সাথে শুরু নতুন নিয়োগ প্রক্রিয়া!
ICDS Exam Result Published on 12 th August 2024:
অঙ্গনওয়াড়ির চাকরী প্রার্থীদের জন্য সুসংবাদ। প্রকাশিত হলো ICDS পরীক্ষার ফলাফল। আমরা সকলেই জানি, বেশ কয়েকমাস ধরেই রাজ্য সরকারের উদ্যোগে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে। তবে এরই মধ্যে কয়েকটি জেলায় ICDS পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে গেলো। ICDS Exam Result Published on 12 th August 2024
ICDS পদের জন্য যে সমস্ত প্রার্থীরা আবেদন জানিয়েছিলেন তাদের মধ্যে অনেকের নাম চাকরির তালিকায় রয়েছে। আবার অনেকের নাম ওয়েটিং- এর তালিকায় রয়েছে। এবার সবার জানার পালা কোন জেলার ফলাফল প্রকাশিত হয়েছে? কিভাবে আপনারা নিজেদের নাম তালিকায় খুঁজে নিবেন? এবং কোন জেলায় এখনও আবেদন চলছে? সাথে কোন জেলায় আবেদনের শেষ তারিখ কবে রয়েছে? সমস্তটা আপনারা আজকের এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিতে পারবেন।
Table of Contents
কোন জেলার ফলাফল প্রকাশিত হয়েছে?
২০১৯ সালের নভেম্বর মাসের ১ তারিখ অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল চাকরী প্রার্থীরা আবেদন জানিয়েছিলেন তাদের মধ্যে যারা চাকরী পেয়েছেন এবং যাদের নাম এখনও ওয়েটিং লিস্টে রয়েছে তাদের নামের তালিকা এই PDF- এ রয়েছে। ICDS Exam Result Published on 12 th August 2024
বর্তমানে বাঁকুড়া জেলার ২০১৯ সালের ICDS পরীক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হয়েছে। বাদ বাকি জেলার পরীক্ষার্থীদের নামের তালিকা খুব শীঘ্রই প্রকাশিত হবে। আর যখনই প্রকাশিত হবে তখন আমরা এই ওয়েবসাইটের প্রতিবেদনে অবশ্যই তুলে ধরবো। ICDS সম্পর্কিত আরও বিস্তারিত নতুন তথ্য জানতে অবশ্যই Yoo Bong ওয়েবসাইটের নোটিফিকেশনটাকে on করে রাখবেন। ICDS Exam Result Published on 12 th August 2024
ICDS পরীক্ষার ফলাফল কিভাবে অনলাইনে দেখবেন?
১. সর্বপ্রথম গুগলে গিয়ে ICDS পরীক্ষার ফলাফল প্রকাশের অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করুন।২. এরপর ওয়েবসাইটের লিঙ্কে দেওয়া Recruitment অপশনে ক্লিক করতে হবে।৩. সবশেষে ডাউনলোড নোটিফিকেশন অপশনটি ক্লিক করার পর একটি PDF আপনার সামনে দেখানো হবে, PDF ফাইল- এ রয়েছে ICDS পরীক্ষার ফলাফল। ICDS Exam Result Published on 12 th August 2024
আপনাদের সুবিধার্থে প্রতিবেদনের নীচে এই PDF টির ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকলো।
২০২৪- এ কোন কোন জেলায় আবেদন পর্ব চলছে এবং সেই সম্পর্কিত বিস্তারিত জানুন।
উত্তর ২৪ পরগণা জেলার ICDS সম্পর্কিত তথ্য | Click Here |
কোচবিহার জেলার ICDS সম্পর্কিত তথ্য | ClickHere |
বাঁকুড়া জেলার ICDS সম্পর্কিত তথ্য | Click Here |
দক্ষিণ দিনাজপুর জেলার ICDS সম্পর্কিত তথ্য | Click Here |
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।