ICDS Exam Syllabus 2024: ২০২৪- এর অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মী পদের সিলেবাস দেখে নিন এক নজরে!
ICDS Exam Syllabus 2024:
সম্পূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চলছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কর্মী পদের জন্য আবেদন প্রক্রিয়া। রাজ্যের বহু চাকরি প্রার্থী মহিলারা অপেক্ষা করে ছিলেন এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কর্মী পদের জন্য।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কর্মী পদের জন্যে বর্তমানে রাজ্যের কোন কোন জেলায় নিয়োগ প্রক্রিয়া চলছে তা সম্পর্কে এর আগে বিস্তারিত আলোচনা করা হয়েছে আমাদের ওয়েবসাইটের চাকরির আগের প্রতিবেদনগুলিতে। আজ আমরা জানবো অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কর্মী পদের সিলেবাস সম্পর্কে। ICDS Exam Syllabus 2024
Table of Contents
অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মী পদের সিলেবাস:
রাজ্যের বিভিন্ন চাকরিগুলির মধ্যে অঙ্গনওয়াড়ি পদের চাকরী অন্যতম। প্রতিবছরই বিভিন্ন জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য নিয়োগ প্রক্রিয়া চলে। এই বছরও তার ব্যতিক্রম হলো না, ২০২৪ সালে জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে অঙ্গনওয়াড়ি ও সহায়িকা কর্মী পদের জন্য আবেদন প্রক্রিয়া। এবার সেই চাকরীর জন্য প্রস্তুতি নেওয়ার পর্ব, তাই আজকের প্রতিবেদনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কর্মী পদের জন্য ভিন্ন ভিন্ন ভাবে ২০২৪ সালের একটি সিলেবাস তৈরি করা হয়েছে।
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কর্মী পদের জন্য আবেদন প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে পাশ করতে হবে। তাই পরীক্ষার্থীদের সুবিধার জন্য নিম্নে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কর্মী পদের বিষয়সূচিগুলো নিম্নে একটি ছকের মাধ্যমে তুলে ধরা হলো। ICDS Exam Syllabus 2024
অঙ্গনওয়াড়ি কর্মী পদের বিষয়সূচি:
বিষয় সূচি | মোট নম্বর |
পাটিগণিত (দশম শ্রেণী) | ২০ নম্বর |
প্রবন্ধ রচনা (দশম শ্রেণী) | ১৫ নম্বর |
পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা, রাষ্ট্র পুষ্টি নীতি ও টিকাকরণ | ১৫ নম্বর |
সাধারণ জ্ঞান | ২০ নম্বর |
ইংরেজি (দশম শ্রেণী) | ২০ নম্বর |
মোট | ৯০ নম্বর |
অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদের বিষয়সূচি:
বিষয় সূচি | মোট নম্বর |
প্রবন্ধ রচনা (অষ্টম শ্রেণী) | ১৫ নম্বর |
পাটিগণিত (অষ্টম শ্রেণী) | ২০ নম্বর |
ইংরেজি (অষ্টম শ্রেণী) | ২০ নম্বর |
নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য ও স্বাস্থ্যবিধি | ১৫ নম্বর |
সাধারণ জ্ঞান | ২০ নম্বর |
মোট | ৯০ নম্বর |
উপরের ছকের মাধ্যমে আপনাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদের বিষয়সূচি গুলো দেখানো হলো। উল্লেখ্য প্রতিটি বিষয় থেকে কিছু MCQ প্রশ্ন থাকে এবং কিছু বিষয় থেকে ১৫০ টি শব্দের একটি প্রবন্ধ লিখতে হয়।
আরও পড়ুন- ICDS Recruitment New 2024: এই জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হলো! এক্ষুনি আবেদন করুন।
বর্তমানে যে সকল জেলায় অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা পদে নিয়োগ চলছে তার নিয়ে বিস্তারিত নিম্নে আলোচনা করা হলো:-
উত্তর ২৪ পরগনা জেলায় আবেদন- Click Here
বাঁকুড়া জেলার আবেদন- Click Here
কোচবিহার জেলার আবেদন- Click Here
দক্ষিণ দিনাজপুর জেলার আবেদন- Click Here
ICDS Official Website Link – Click Here
বিগত প্রায় দুই বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। রাজ্য ও কেন্দ্রের সরকারি ও বেসরকারি চাকরির প্রতিবেদন লিখতে পারদর্শী।