ICDS Recruitment 2024: ভিন্ন ভিন্ন ব্লকে ICDS কর্মী ও সহায়িকা কর্মী নিয়োগ শুরু। দেখুন বিস্তারিত তথ্য!

ICDS Recruitment 2024: ভিন্ন ভিন্ন ব্লকে ICDS কর্মী ও সহায়িকা কর্মী নিয়োগ শুরু। দেখুন বিস্তারিত তথ্য!

ICDS Recruitment 2024:

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যে অঙ্গনওয়াড়ির কর্মী এবং অঙ্গনওয়াড়ির সহায়িকা কর্মী পদে নিয়োগের জন্য একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যেসব মহিলারা অনেকদিন থেকেই অঙ্গনওয়াড়ির কর্মী পদে আবেদনের জন্য অপেক্ষা করেছিলেন, এবার তাদের সময় এসে গিয়েছে। উক্ত কর্মী পদের জন্য কিভাবে আবেদন করবেন? শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে? নিয়োগের প্রক্রিয়া? মাসিক বেতন কত? এই সমস্ত কিছুই এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত ভাবে।

ICDS বা অঙ্গনওয়াড়ি কাকে বলে?

অঙ্গনওয়াড়ি এই শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় অঙ্গন অর্থাৎ উঠান এবং ওয়াড়ি এই শব্দটির অর্থ হলো বাড়ি বা আশ্রয় কেন্দ্র অর্থাৎ বাড়ির অঙ্গনে বা উঠোনে আশ্রয়কেন্দ্র। ভারত সরকার ১৯৭৫ সালে অঙ্গনওয়াড়ি চালু করেন। প্রতিটি এলাকায় অঙ্গনওয়াড়ির ব্যবস্থা রয়েছে। গ্রামে গর্ভবতী মহিলাদের সময়মতো প্রয়োজনীয় টিকাকরণ এবং তাদের অসুবিধায় বিনামূল্যে ঔষধ দিয়ে সাহায্য করা ও গ্রামীণ শিশুদের যাদের বয়স ০-৬ বছর তাদের যত্ন নেওয়ায় হলো অঙ্গনওয়াড়ির প্রধান কাজ। অঙ্গনওয়াড়িতে দরিদ্র ক্ষুধার্ত শিশুদের জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করার আয়োজন করা হয়েছে। এছাড়াও অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে প্রাক প্রাথমিক বিদ্যালয়ও বলা যেতে পারে। যেখানে বাচ্চারা প্রাথমিক শিক্ষা গ্রহণ করে এবং এখান থেকেই তাদের জন্য পুষ্টিকর খাবারের আয়োজনও করা হয়েছে। গর্ভবতী মহিলাদের এখানে কাউন্সিলিং করানো হয়। ICDS Recruitment 2024

অঙ্গনওয়াড়ি কেন তৈরী করা হয়েছে?

অঙ্গনওয়াড়ি তৈরী করার উদ্দেশ্য হলো শিশুদের যথাযত বেড়ে ওঠার জন্য পুষ্টিযুক্ত খাবার প্রদান করা এবং গর্ভবতী মা-দের সঠিক ভাবে কাউন্সিলিং করানো ও সময় মতো টিকাকরণ দেওয়া। এছাড়াও একজন গর্ভবতী মহিলাদের কি কি করা প্রয়োজন, কী খাবার গ্রহণ করা উচিত সব বিষয়ে অবগত করানো অঙ্গনওয়াড়ির কর্মীদের প্রধান উদ্দেশ্য। অঙ্গনওয়াড়িতে কর্মরত মহিলারাদের আরও একটি বড়ো কাজ হলো ০-৬ বছরের বাচ্চাদের প্রাথমিক ভাবে শারীরিক ও মানসিকভাবে বিকাশ সঠিক রাখা। তার জন্য তাদের সু- স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাদ্য প্রদান করা। ICDS Recruitment 2024

অঙ্গনওয়াড়ির কর্মীদের কী কী কাজ করতে হয়?

একজন অঙ্গনওয়াড়ি কর্মীর প্রধান কাজ রয়েছে ডাক্তারদের সাথে যুক্ত থেকে গর্ভবতী মহিলাদের সময়ে সময়ে টিকাকরণ করা এবং সেই টিকাকরন গর্ভবতী মায়েদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে সর্ম্পকে সচেতন করা বা অবগত করা। শুধু তাই নয়, গর্ভবতী মায়েদের টিকাকরণ সম্পূর্ন হয়েছে কি না সেই সম্পর্কিত সমস্ত তথ্য সঠিক ভাবে সংগ্রহ করে রাখা।এছাড়াও গর্ভবতী মায়েদের প্রজনন সম্পর্কিত সমস্ত বিষয়ে সচেতন করা বা মেয়েদের মাসিক থেকে শুরু করে প্রয়োজনীয় সমস্ত বিষয়ে সচেতনতা প্রদান করা। এছাড়াও নিজস্ব অঙ্গনওয়াড়ির এলাকায় গরিব অসহায়দের মানুষদের বিনামূল্যে ওষুধ দেওয়া ও কোন কোন ওষুধ কি কাজে ব্যবহার হয় সেই বিষয়ে বিস্তারিত জানানো। ICDS Recruitment 2024

অঙ্গনওয়াড়ির কোন পদের জন্য কর্মী নিয়োগ করা হচ্ছে?

১. অঙ্গনওয়াড়ি কর্মী

২. অঙ্গনওয়াড়ি সাহায্য কর্মী

শিক্ষাগত যোগ্যতা:

অঙ্গনওয়াড়ির কর্মী পদগুলির জমাসিক বেতন:-ন্য ইচ্ছুক আবেদনকারী মহিলাদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে বলা হয়েছে প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নূন্যতম উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে। এছাড়াও উচ্চ মাধ্যমিক শ্রেনীর থেকে উচ্চ শিক্ষা প্রাপ্ত যে কোনো ইচ্ছুক আবেদন প্রার্থীও আবেদন করতে পারবেন।

প্রার্থীদের বয়সসীমা:

অঙ্গনওয়াড়ির কর্মী পদগুলির জন্য ২০২৪- এর ১লা জানুয়ারি থেকে হিসেব করে সর্বোচ্চ বয়স সীমা বলা হয়েছে ৩৫ বছর এবং সর্বনিম্ন বয়স সীমা রাখা হয়েছে ১৮ বছর। উপরন্তু সরকারী নিয়ম অনুযায়ী SC/ST/OBC/PWD এই সব শ্রেনীর অধীনে থাকা প্রার্থীদের বয়সের সীমা বিভিন্ন রাখা হয়েছে। ICDS Recruitment 2024

মাসিক বেতন:

অঙ্গনওয়াড়ি কর্মী পদের বেতন নিয়ে তেমন কিছু উল্লেখ করা হয় নি এখনো, তবে সরকারের তরফ থেকে জানানো হয়েছে সরকারি নিয়ম অনুযায়ী অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহকর্মীদের জন্য যোগ্য বেতন ধার্য করা হয়েছে। উল্লেখ্য সেই অনুসারে কর্মীদের মাসে মাসে বেতন দেওয়া হবে। এর সাথে থাকবে আরও নানান সরকারী সুযোগ সুবিধা।

অঙ্গনওয়াড়ির কর্মী পদের নিয়োগকারী সংস্থা কী রয়েছে?

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা Child Development Project Officer অফিসের তরফে থেকেICDS কর্মী ও সহায়িকা কর্মী পদে নিয়োগ করা হচ্ছে। বিশেষ বিষয় একাধিক জেলার ভিন্ন ভিন্ন ব্লক থেকে অঙ্গনওয়াড়ি র উক্ত পদগুলির জন্য নিয়োগ করা হবে।

প্রার্থী নিয়োগের প্রক্রিয়া:

অঙ্গনওয়াড়ির কর্মী পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের প্রথমে লিখিত ও তারপর মৌখিক দুটি পরীক্ষা পাশের পর উপযুক্ত কর্মীকে নিয়োগ করা হবে। উক্ত পদগুলিতে ইচ্ছুক কর্মীদের লিখিত পরীক্ষার ওপর ৯০ নম্বর ধার্য করা হয়েছে এবং মৌখিক পরীক্ষার ক্ষেত্রে ১০ নম্বর ধার্য করা হয়েছে। এছাড়াও পরীক্ষার কোন কোন বিষয় কত নম্বর থাকবে সেই সব উল্লেখ করা হয়েছে। ICDS Recruitment 2024

ICDS Recruitment 2024
ICDS Recruitment 2024
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকর্মী পদের জন্য লিখিত পরীক্ষার বিষয় সূচী:-

১. বাংলা – মাতৃভাষায় ১৫০ টি শব্দের মধ্যে একটি প্রবন্ধ থাকবে (অষ্টম শ্রেণী ) – ১৫ নাম্বার।

২. অঙ্ক – পাটিগণিত (M.C.Q, অষ্টম শ্রেণী ) – ২০ নাম্বার।

৩. বিজ্ঞান – পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থা সর্ম্পকিত বিষয় – ১৫ নাম্বার।

৪. ইংরেজি- ২০ নাম্বার।

৫. সাধারণ জ্ঞান- ২০ নাম্বার।

আবেদন পদ্ধতি:

উক্ত কর্মী পদে ইচ্ছুক আবেদন প্রার্থীরা নিম্ন লিখিত ধাপ অনুসরন করে অনলাইনে আবেদন জানাতে পারবেন।

প্রথম ধাপে, নিম্নে প্রতিবেদনটির শেষে ICDS কর্মী ও সহায়িকা কর্মী পদে আবেদনের জন্য সরাসরি অনলাইন আবেদনের লিংক দেওয়া রইলো, উক্ত কর্মী পদে ইচ্ছুক প্রার্থীরা সেই লিঙ্কে ক্লিক করলেই আপনাদের সামনে একটি অনলাইন আবেদনপত্র চলে আসবে। সেখান থেকে সরাসরি আপনি অনলাইন আবেদন করতে পারবেন।

দ্বিতীয় ধাপে, উক্ত লিঙ্কটি আপনার সামনে চলে আসার পর উক্ত আবেদন পত্রটিতে চাওয়া নিজের সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়ে অনলাইন আবেদন পত্রটি নির্ভুল ভাবে পূরণ করতে হবে।

তৃতীয় ধাপে, এরপর সেখানে আপনি ইচ্ছে মতো সঠিক ভাবে অঙ্গনওয়াড়ি প্রজেক্ট এর নাম, গ্রাম পঞ্চায়েতের নাম, পদের নাম, নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা, কাস্ট সার্টিফিকেট, লিঙ্গ, নিজের জন্মতারিখ, বয়স, নিজের মোবাইল নম্বর, ইমেল, আধার নম্বর ও শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি জরুরী তথ্য প্রয়োজন অনুসারে জমা করতে হবে।

চতুর্থ ধাপে, এর সাথে লাগবে নিজের রঙিন পাসপোর্ট সাইজের দু কপি ছবি এবং সমস্ত তথ্য সমেত নিজের স্বাক্ষর সমেত জমা দিতে হবে।

পঞ্চম ধাপে, অবশেষ সব কিছু ঠিক মতো যাচাই করে জমা করার জন্য সাবমিট বাটনে ক্লিক করে দিবেন এবং আবেদন কার্য শেষ হয়ে গেলে আবেদনের কাগজটি প্রিন্ট আউট বের করে নিজের কাছে রাখবেন।

বিশেষ দ্রষ্টব্য:

অঙ্গনওয়াড়ি কর্মী পদগুলির জন্য নিম্নে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া রইলো এবং অনলাইন আবেদনের জন্যে লিঙ্ক দেওয়া হয়েছে। আর একটি উল্লেখযোগ্য বিষয় হলো ভিন্ন ভিন্ন ব্লকের জন্য আলাদা আলাদা করে অফিসিয়াল নোটিফিকেশন তথা সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ICDS Recruitment 2024

কোচবিহার জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের যে নিয়োগ শুরু হয়েছে সমস্ত নোটিশ ডাউনলোড করার লিংক নিচে দেওয়া হলো। আপনারা ব্লকভিত্তিক নোটিশ গুলি ডাউনলোড করে বিস্তারিত তথ্য দেখে নেবেন

Mathabhanga-1: Download

Mathabhanga 2 : Download

Dinhata II: Download

Sitalkuchi : Download

Icds Recruitment 2024:- Download

অনলাইন আবেদন করার লিংক:- Click Here

আরও পড়ুন- West Bengal Gram Panchayat New App 2024: গ্ৰাম পঞ্চায়েতের উন্নয়নে জন্য নতুন App চালু! সব সুবিধা হাতের কাছেই মিলবে।

Leave a Comment