ICDS Recruitment 2024 In Bankura District: অসংখ্য শূন্য পদে বাঁকুড়া জেলায় অঙ্গনওয়াড়ির কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু, জানুন বিস্তারিত বিষয়গুলি!

ICDS Recruitment 2024 In Bankura District: অসংখ্য শূন্য পদে বাঁকুড়া জেলায় অঙ্গনওয়াড়ির কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু, জানুন বিস্তারিত বিষয়গুলি!

ICDS Recruitment 2024 In Bankura District:

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রাজ্যে বিপুল পরিমান শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক কর্মী পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যদি আপনিও ইচ্ছুক হয়ে আছেন অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য তো আজকের প্রতিবেদনে সমস্ত তথ্য বিস্তারিতভাবে জেনে নিন।

ICDS কর্মী নিয়োগ বাঁকুড়া জেলায়:

প্রতিটি রাজ্যের মহিলাদের জন্য সুখবর। যারা বহু দিন থেকেই চাকরির জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি রাজ্যের জন্যে অসংখ্য শূন্য পদে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করলেন। এর আগেও ICDS- এর কর্মী পদে নিয়োগ সংক্রান্ত অনেক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। আজ আমরা জানবো বাঁকুড়া জেলায় মোট কতগুলি শূন্যপদ রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়ক কর্মী পদের জন্য।

পদের নাম:

১. অঙ্গনওয়াড়ি কর্মী

২. অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী

ICDS Recruitment 2024 In Bankura District
ICDS Recruitment 2024 In Bankura District
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

শূন্যপদ সংখ্যা:

অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য রাজ্যে প্রায় ৭০০ টি শূন্য পদের আসন রয়েছে। প্রতিটি জেলায় মোট শূন্য পদ সংখ্যা সরকারি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা রয়েছে। নীচে সরকারি বিজ্ঞপ্তির লিঙ্কটি দিয়ে দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে দেখে নিন আপনার এলাকায় অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদের জন্য মোট কয়টি শূন্যপদ বরাদ্দ করা হয়েছে। ICDS Recruitment 2024 In Bankura District

প্রার্থীদের বয়সসীমা:

অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীর বয়সসীমা নির্ধারিত করা হয়েছে, ২০২৪- এর ১লা জানুয়ারি থেকে হিসেব করে সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর এবং সর্বনিম্ন বয়স সীমা ১৮ বছর। এছাড়াও সরকারী নিয়ম অনুসারে সংরক্ষিত শ্রেণী অর্থাৎ SC/ST/OBC/PWD এই সব শ্রেনীর তালিকাভুক্ত প্রার্থীদের বয়সের সীমায় ছাড় রাখা হয়েছে। ICDS Recruitment 2024 In Bankura District

বেতন পরিকাঠামো:

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা কর্মী পদের জন্য সরকার থেকে একটি নির্দিষ্ট মাসিক বেতন ধার্য করা হয়েছে। বেতন কাঠামো সমন্ধে সমস্তটা সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়া:

অঙ্গনওয়াড়ির কর্মী ও সহায়িকা কর্মী পদের জন্য ইচ্ছুক প্রার্থীদের লিখিত ও মৌখিক পর পর এই দুটি পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার ধাপ পাশ করার পর যোগ্য কর্মী নিয়োগ করা হবে। লিখিত পরীক্ষা হবে ৯০ নম্বরের এবং মৌখিক পরীক্ষা হবে ১০ নম্বরের। পরীক্ষায় কি কি বিষয়সূচি রয়েছে এবং কোন বিষয়ে কত নম্বর রয়েছে নিম্নে তা উল্লেখ করা হলো।

পরীক্ষার বিষয় সূচি:

১. বাংলা – মাতৃভাষার ওপর ১৫০ টি শব্দ দিয়ে তৈরী একটি প্রবন্ধ লিখতে হবে (অষ্টম শ্রেণী )- ১৫ নাম্বার।

২. অঙ্ক – পাটিগণিত (M.C.Q, অষ্টম শ্রেণী )- ২০ নাম্বারের।

৩. বিজ্ঞান – পুষ্টিবিজ্ঞান, জনস্বাস্থ্য বিষয়- ১৫ নাম্বার।

৪. ইংরেজি- ২০ নাম্বার।

৫. সাধারণ জ্ঞান- ২০ নাম্বার।

আবেদন পদ্ধতি:

সর্ম্পূণ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে ইচ্ছুক প্রার্থীদের।

প্রথমে, নিজস্ব জেলা দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটের ও আবেদনের লিঙ্ক নিম্নে দিয়ে দেওয়া হয়েছে।

দ্বিতীয়ত, আবেদনপত্রটি ডাউনলোড করার পর সেখানে নিজের নাম, বয়স, ঠিকানা, আপনার গ্রাম পঞ্চায়েতের নাম, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি প্রয়োজনীয় তথ্যগুলি দিয়ে পূরণ করতে হবে।

এরপর আবেদনপত্র যা যা নথিপত্র চাইবে সেগুলো সমেত নিজের রঙিন ছবি ও স্বাক্ষর সহ জমা করতে হবে আবেদনপত্রে উল্লেখ করা ঠিকানায়। ICDS Recruitment 2024 In Bankura District

আবেদনের শেষ তারিখ:

২০২৪- এর ১৬ ই আগস্ট

অফিশিয়াল নোটিশ ডাউনলোডের লিংক- Click Here

অফিশিয়াল ওয়েবসাইট লিংক- Click Here

আরও পড়ুন- Bankura Puja News 2024: শুশুনিয়াতে পাহাড়ের নীচে দুর্গাপূজার সূচনা! থিম এখনো প্রকাশ্যে তুলে ধরা হয় নি।

Leave a Comment