ICDS Recruitment 2025:1729 শুন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হচ্ছে, বিস্তারিত জানুন।

ICDS Recruitment 2025: 1729 শুন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ হচ্ছে, বিস্তারিত জানুন।

ICDS Recruitment 2025

ICDS Recruitment 2025: চাকরি প্রার্থীদের জন্য একটি স্বস্তি সুখবর নিয়ে এসেছি। সম্প্রতি কলকাতা হাইকোর্টের রায় পেয়ে স্বস্তি ফিরলো পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ নিয়ে রাজ্য একটি স্বস্তি সুরাহা দিলেন। প্রায় 26 বছর ধরে চলা এই নিয়োগ সংক্রান্ত জটিলতার অবসান ঘটালেন রাজ্যে ICDS সুপারভাইজার।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চের এক রায়ে নির্দেশ দিয়েছেন রাজ্যে 50-50 অনুপাতে ICDS কর্মী নিয়োগের। এর ফলে প্রায় 1700 শূন্যপদে খুব তারাতারি কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এই রায় শুনে স্বস্তি পেয়েছেন রাজ্যের চাকরিপ্রার্থীরা। ICDS Recruitment 2025.

নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিতর্কের সূত্রপাতের বিবরণ:

সূত্রের খবর থেকে জানা যায়, রাজ্যের ICDS সুপারভাইজার পদে 1998 সালে শেষবারের মতো নিয়োগ হয়েছিল। তার পরে কোনো নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি প্রকাশ হননি। আবার দীর্ঘ 21 বছর পর, 2019 সালে রাজ্যে পক্ষ থেকে 3458 টি শূন্যপদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

অন্যদিকে, কেন্দ্রীয় সরকারের 2015 সালের নির্দেশিকা অনুযায়ী, মোট শূন্যপদের 50% পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের (anganwadi worker) পদোন্নতির মাধ্যমে পূরণ করার কথা থাকলেও রাজ্য সরকার এই নিয়মের নির্দেশিকাকে অমান্য করেন।

জানা গেছে, রাজ্য সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মাত্র 422 টি শূন্যপদ বরাদ্দ রাখা হয়েছিল এবং বাকি 3036টি পদে সরাসরি নিয়োগের পরিকল্পনা করা হয়েছিল। রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে একাধিক অঙ্গনওয়াড়ি কর্মী আদালতের দ্বারস্থ হন। ICDS Recruitment 2025.

WB Government New Scheme 2025: অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ২৫,০০০! মুখ্যমন্ত্রীর বিরাট নির্দেশিকা রাজ্য সরকারের এই প্রকল্প নিয়ে, বিস্তারিত জানুন।

কেন্দ্রী সরকারের নির্দেশিকার বিরুদ্ধে রাজ্য সরকারের পদক্ষেপ:

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 2015 সালের 15 September তারিখে একটি নির্দেশিকা জারি করে। সেই নির্দেশিকায় স্পষ্ট উল্লেখ ছিল যে, ICDS সুপারভাইজার পদে নিয়োগের ক্ষেত্রে 50% শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতে হবে এবং বাকি 50% পদে বাইরে থেকে নিয়োগ করা যাবে।

কিন্তু, অন্যদিকে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের এই নির্দেশিকার বিরুদ্ধে গিয়ে 75% পদে সরাসরি নিয়োগের উদ্যোগ নেয়। এর ফলে, অঙ্গনওয়াড়ি কর্মীরা দাবি করেন যে, এই পদক্ষেপ তাঁদের প্রতি বৈষম্যমূলক। এর পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠে। এই অভিযোগে বলা হয়েছে, কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে রাজ্য সরকার নিজেদের স্বার্থে এই নির্দেশিকা নিয়ম পরিবর্তন করেছেন।

আদালতের নির্দেশ এবং আইনি লড়াই:

2019 সালের অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে শেষমেষ মামলাকারীরা কলকাতা হাইকোর্টে মামলা করেন। বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় সেই মামলাকে সম্মতি জানিয়ে 2023 সালের 19 September একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেন। তিনি নির্দেশে জানান, নিয়োগ প্রক্রিয়ায় 50% শূন্যপদ অঙ্গনওয়াড়ি কর্মীদের পদোন্নতির মাধ্যমে পূরণ করতেই হবে।

অন্যদিকে রাজ্য সরকার এই বিচারপতির নির্দেশের বিরুদ্ধে গিয়ে সরাসরি নিয়োগ কর্মী নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যান। যা পরবর্তীতে, বিচারপতি রাজা শেখর মান্থার 2024 সালে মামলাটি বেঞ্চে ওঠে। মামলাকারীদের আইনজীবীরা আদালতে তুলে ধরেন যে, কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী 50% শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়োগ করা বাধ্যতামূলক।

বিচারপতি মান্থা তাঁর রায়ে জানান, বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের আগের নির্দেশ বহাল রয়েছে এবং সেই নির্দেশ অমান্য করায় হল বেআইনি। তাই রাজ্য সরকারকে 2458 শূন্যপদের মধ্যে 1729 টি পদ অঙ্গনওয়াড়ি কর্মীদের মধ্য থেকেই পূরণ করতে হবে। ICDS Recruitment 2025.

ICDS Recruitment 2025
ICDS Recruitment 2025
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রার্থীদের জন্য সুখবর ও ভবিষ্যৎ নিয়োগ প্রক্রিয়া:

কলকাতা হাইকোর্টে আইনজীবীদের মতে, এই রায়ের মাধ্যমে অঙ্গনওয়াড়ি কর্মীদের দীর্ঘদিনের দাবির প্রতি সুবিচার করা হলো। রাজ্য সরকার যদি তারাতারি এই নির্দেশ অনুযায়ী পদক্ষেপ নেয়, তাহলে খুব তারাতারি 1700 শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এই নিয়োগ প্রক্রিয়া নিয়ে এতদিন ধরে চলে আসা জটিলতার সমাধানে প্রার্থীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। এখন এটাই দেখার বিষয়, রাজ্য সরকার কত তারাতারি এই নির্দেশ ভিত্তিতে কাজ শুরু করে এবং কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনে অঙ্গনওয়াড়ি কর্মীদের অধিকার সুরক্ষিত করে।

আরও পড়ুন,Bridha Bhata Form Bengali 2025: বৃদ্ধ ভাতার নতুন আবেদনপত্র জমা করুন, আর প্রতিমাসে পেয়ে যান ১০০০ টাকা করে।

Leave a Comment